Happy New Year 2023: কীভাবে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে হ্যাপি নিউ ইয়ার স্টিকার পাঠাবেন?
New Year Sticker: কীভাবে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে হ্যাপি নিউ ইয়ার স্টিকার পাঠাবেন, জেনে নিন ধাপে ধাপে।
কলকাতা: নতুন বছর (Happy New Year 2023) দেখতে দেখতে এসেই গেল। প্রিয়জন, বন্ধু বান্ধবদের নতুন বছরের শুভেচ্ছা জানানো শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। যত সময় এগোতে থাকবে, তত বাড়বে। বেশ কিছু বছর আগে গ্রিটিংস কার্ড দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানানো হত। কিন্তু আজ প্রযুক্তি অনেক বেশি এগিয়েছে, তাই সেি প্রযুক্তি এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে এগোতে হয় আমাদেরও। সেই মতোই আজকের প্রযুক্তির যুগে সোশ্যাল মিডিয়াতেই নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়। সঙ্গে থাকে মেসেজিং অ্যাপগুলোও। হোয়াটসঅ্যাপে সবথেকে বেশি চলবে নতুন বছরের শুভেচ্ছা জানানো। বিশেষ স্টিকার দিয়ে হোয়াটসঅ্যাপে (WhatsApp) নতুন বছরের শুভেচ্ছা জানান। কীভাবে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে (Instagram) হ্যাপি নিউ ইয়ার স্টিকার পাঠাবেন, জেনে নিন ধাপে ধাপে।
হোয়াটসঅ্যাপে হ্যাপি নিউ ইয়ার স্টিকার পাঠানোর পদ্ধতি-
হোয়াটসঅ্যাপে হ্যাপি নিউ ইয়ার স্টিকার পাঠানোর জন্য প্রথমে তা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে নিজের পছন্দ মতো স্টিকার ডাউনলোড করে নিন। তারপর তা প্লাস চিহ্নে ক্লিক করে হোয়াটসঅ্যাপের সঙ্গে যোগ করে নিন। এবার চ্যাট বক্স খুলুন। সেখানে যখনই আপনি স্টিকার অপশনে ক্লিক করছেন, আপনার ডাউনলোড করা স্টিকারগুলি দেখতে পাবেন। অ্যাড করুন এবং পাঠিয়ে দিন। শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। অ্যাপল ব্যবহার করেন যাঁরা, তাঁরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী বন্ধুদের অনুরোধ করুন আপনাকে স্টিকার পাঠাতে, যাতে সেগুলি আপনি অন্য কাউকে ফরোয়ার্ড করতে পারেন।
আরও পড়ুন - Health Tips: শীতকালে কীভাবে বাড়ির সারমেয় সদস্যটিকে সুস্থ রাখবেন?
ইনস্টাগ্রামে যেভাবে হ্যাপি নিউ ইয়ার স্টিকার পাঠাবেন-
ইনস্টাগ্রামে হ্যাপি নিউ ইয়ার স্টিকার পাঠানো আরও সহজ। প্রথমে ডিরেক্ট মেসেজ পাঠানোর অপশনে ক্লিক করুন। এবার স্টিকার অপশনে ক্লিক করুন। দেখতে পাবেন, সেখানে অনেক হ্যাপি নিউ ইার স্টিকার রয়েছে। সেখান থেকে পছন্দ মতো স্টিকার পাঠিয়ে দিন। যাঁদের ইনস্টাগ্রামে স্টিকার অপশন দেখাচ্ছে না, তাঁরা ইনস্টাগ্রামটিকে একবার আপডেট করে নিন। তাহলে নতুন সংযোজনগুলি আপনি পাবেন।
আজকের প্রযুক্তির যুগে সোশ্যাল মিডিয়াতেই নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়। সঙ্গে থাকে মেসেজিং অ্যাপগুলোও। হোয়াটসঅ্যাপে সবথেকে বেশি চলবে নতুন বছরের শুভেচ্ছা জানানো। বিশেষ স্টিকার দিয়ে হোয়াটসঅ্যাপে (WhatsApp) নতুন বছরের শুভেচ্ছা জানান