কলকাতা: কাল বাদে পরশু ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস (International Women's Day 2024)। নারীশক্তি আমাদের জীবনের জন্মলগ্ন থেকে অন্তিমলগ্ন পর্যন্ত নানাভাবে জড়িয়ে রয়েছে। তাদের সেই নিরলস পরিশ্রমকে শ্রদ্ধা জানিয়েই পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। প্রায় সকলের বাড়িতেও এমন একজন নারী রয়েছেন। তিনি মা, ঠাকুমা,দিদি, বোন বা অন্য কোনও আত্মীয় হতে পারেন। তাদের এই আন্তর্জাতিক নারী দিবসে (Women's Day 2024) কী উপহার দেওয়ার কথা ভাবছেন ? এই প্রতিবেদনে আপনার জন্যই থাকছে বেশ কিছু উপহারের তালিকা। এখান থেকে বেছে নিতে পারেন আপনার বাড়ি মহিলা সদস্যের একটি সেরা উপহার।
আন্তর্জাতিক নারী দিবসের উপহার (Women's Day Gift Ideas)
১. গাছের চারা - আপনার আত্মীয়ার গাছের শখ রয়েছে ? বাড়িতেই ছোটখাট বাগান করার ইচ্ছে রয়েছে ? তাহলে এই আন্তর্জাতিক নারী দিবসে একটি গাছের চারা দিন। দিন দিন যেভাবে দূষণ বাড়ছে, তাতে এমন ভাল উপহারের সংখ্যা একেবারেই কম।
২. পছন্দের ডিশ - বেশিরভাগ সময়েই আত্মীয়াই রান্না করে খাওয়ান ? তাহলে ৮ মার্চ আপনার পালা। তাঁর জন্য এই দিন হাতা খুন্তি ধরুন। রেঁধে ফেলুন তাঁর পছন্দের একটি খাবার। সারপ্রাইজ দিয়ে অন্য কিছু বানাতে চাইলে আমাদের রেসিপিও বানিয়ে ফেলতে পারেন।
৩. বই - বই পড়তে ভালবাসে আপনার আত্মীয়া ? তাহলে তার জন্য বই পাড়া থেকে বা অনলাইনে কিনে ফেলুন তার পছন্দের বই। নারী দিবসের শ্রেষ্ঠ উপহার হোক এটাই।
৪. পছন্দের গয়না - মহিলাদের অনেকেই গয়নাগাঁটি উপহার হিসেবে পেতে ভালবাসেন। এমনকি আশাও করে থাকেন। তাই এবারের আন্তর্জাতিক নারী দিবসে তাদের পছন্দের গয়না উপহার দিতে পারেন।
৫. ল্যাপটপ ডেস্ক বা চেয়ার - বাড়িতে বসে স্কুল, কলেজ বা অফিসের কাজ করতে হয় আপনার আত্মীয়াকে ? তাহলে এই উপহার দিয়ে তাকে খুশি করতে পারেন। ল্যাপটপ ডেস্ক বা চেয়ার খুব কাজের জিনিস। এতে কাজ করতেও অনেকটা সুবিধা হবে তাঁর।
৬. মেকআপ কিট - গয়নার মতোই অনেকের পছন্দ মেকআপ কিট। আপনার আত্মীয়াকেও দিতে পারেন এমনই একটি কিট। তবে আগে তাঁর ত্বকের প্রকৃতি দেখে নিন। এমনকি কোন ধরনের মেকআপে তার ত্বকের সমস্যা হয়, সেটাও আগেভাগে জেনে রাখা ভাল।
আরও পড়ুন - Iron Deficiency: আয়রনের অভাবে ভোগেন ৯০ শতাংশ মহিলা, বড় রোগ এড়াতে কোন খাবার ভরসা ?