কলকাতা: আগামীকাল অর্থাৎ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্বেই এই দিনটি একটি বিশেষ দিন। নারীদের সম্মান ও শ্রদ্ধা জানিয়ে পালন করা হয় ৮ মার্চ দিনটি। নারী দিবসের আগে থেকেই শুরু হয়ে যায় দিনটির প্রস্তুতি। সমাজে একটি নারীর অবদান অপরিসীম। সেই অবদানকেই স্মরণ করা হয় এই বিশেষ দিনে। বিভিন্ন সময় বিভিন্ন নারী সমাজ সংস্কারকের ভূমিকায় এগিয়ে এসেছে। কখনও তারা যোগ দিয়েছেন দেশকে স্বাধীন করার কাজে, কখনও আবার জাতিকে সঠিক শিক্ষায় শিক্ষিত করার কাজে। দেশকাল ভেদে তেমনই কয়েকজন নারীর বিখ্য়াত উক্তি রইল এই প্রতিবেদনে।


সরোজিনী নাইডু - বাঙালি এই নারী যোদ্ধা আজও দেশের ইতিহাসে অন্যতম স্মরণীয় নারী। দীর্ঘ উচ্চশিক্ষার পর তিনি দেশে ফিরে স্বাধীনতা সংগ্রামে যোগ দেন। সরোজিনী নাইডু বলেছিলেন, সুবিচার আমাদের অধিকার। তাই নিপীড়ন হলে একমাত্র আত্মমর্যাদাপূর্ণ পদক্ষেপ হল ঘুরে দাঁড়ানো। কেউ শক্তিশালী হলে সুখে ও দুঃখে দুর্বলদের রক্ষা করাই তাঁর কাজ।


মেরি কম - পাঁচবারের বিশ্ব বক্সিং চ্য়াম্পিয়ন মেরি কম। তিনি একবার বক্সিং সম্পর্কে বলেছিলেন, ‘অনেকেই বলেন বক্সিং ছেলেদের খেলা, মেয়েদের নয়। আমি ঠিক করেছিলাম, তাদের একদিন দেখিয়ে দেব। অবশেষে আমি দেখিয়ে দিয়েছি। নিজেকে প্রমাণ করেছি।’


সাইনা নেহওয়াল - বিশ্ববিখ্য়াত ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল বলেছিলেন, লক্ষ্য অর্জন করতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে। এমন কিছু করতে হবে যা অন্যদের থেকে আলাদা করে তোলে। নিজের ক্ষেত্রে নিজের সর্বাধিকটা করে যেতে হবে।


শকুন্তলা দেবী - ভারতীয় গনিতবিদ শকুন্তলা দেবী বলেছিলেন, ‘আমাকে কেউ চ্যালেঞ্জ জানাতে পারবে না। একমাত্র আমিই আমাকে চ্যালেঞ্জ করতে পারি।’ অর্থাৎ নিজেকে নিজে চ্যালেঞ্জ না জানালে কারও পক্ষেই তা সম্ভব নয়।


গ্লোরিয়া স্টেইনম্যান - মার্কিন সাংবাদিক ও সমাজকর্মী গ্লোরিয়া বলেন, ‘আমরা আমাদের মেয়েদের ছেলের মতো মানুষ করা শুরু করেছি। কিন্তু খুব কম লোকই ছেলেদের মেয়ের মতো করে মানুষ করে তুলতে পারেন।’


মালাল ইউসুফজাই - বিশ্বশান্তির অন্যতম প্রতীক মালালা ইউসুফজাই। সন্ত্রাসবিরোধী এই তরুণী একবার বলেন, সারা বিশ্বে তিনটি শক্তি রয়েছে। একটি হল তলোয়ারের শক্তি। তবে এর থেকে বেশি শক্তিশালী কলম। আর এই দুইয়ের থেকেও বেশি শক্তিশালী হল নারী।


আরও পড়ুন - International Women’s Day: আন্তর্জাতিক নারী দিবসে আত্মীয়াকে কিছু দেবেন ? রইল ৬ সেরা উপহারের হদিশ