কলকাতা: বাইরে বেরোনো হোক বা অফিস, কাজ, অনুষ্ঠান। অনেকেই হালকা থেকে ভারি মেকআপ করে তবে বেরোন। এই মেকআপ একসময়ের অভ্যাসের মতো হয়ে দাঁড়ায়। অনেকের মতে, অতিরিক্ত মেকআপ ত্বকের ক্ষতি করতে পারে। সত্যিই কি তা হয় ? সত্যিই কি ত্বকের ক্ষতি করে মেকআপ। সময়ের আগে অনেকের ত্বক বুড়িয়ে যায়। তার পিছনেও কি মেকআপ দায়ী থাকে ?


ত্বক বুড়িয়ে যাওয়ার পিছনে কি মেকআপ দায়ী ?


বিশেষজ্ঞদের মতে, মেকআপ কিছু সময় দায়ী থাকতে পারে। তবে সবসময় নয়। কখনও কখনও মানুষের কিছু ভুলেও ত্বক বুড়িয়ে যেতে থাকে। কী কী সেই কারণ ? বিশদে জেনে নেওয়া যাক।



  • নিম্নমানের মেকআপ - মেকআপ বেশিরভাগ সময় কেমিকাল বা রাসায়নিক দিয়েই তৈরি হয়। বাজারে এখনও এই ধরনের মেকআপের চাহিদা বেশি। সকলের ত্বকের প্রকৃতি ও গড়ন একরকম নয়। নিম্নমানের মেকআপ হলে ত্বকের সমস্যা হতেই পারে। তা থেকে ত্বক বুড়িয়ে যেতে পারে।

  • মেকআপ না তোলা - অনেকেই সারাদিনের ক্লান্তির পর ঠিকমতো মেকআপ তোলেন না। মেকআপ নিয়ে ঘুমিয়ে পড়েন। সারা রাত এই মেকআপ ত্বকের ক্ষতি করতে পারে। ত্বক বুড়িয়ে যাওয়ার আশঙ্কা এতে বাড়ে।

  • ত্বকের গ্রন্থির ক্ষতি করে - কিছু মেকআপ ত্বকের সিবাম গ্রন্থিতে জমে থাকে। এর ফলে সিবাম গ্রন্থির স্বাভাবিক কাজ ব্যাহত হয়। যা থেকে ত্বকের সমস্যা বাড়ে। সময়ের আগেই বুড়িয়ে যায় ত্বক।

  • মেকআপ তোলার ভুল - মেকআপ তোলার ভুলেও অনেক সময় মেকআপ থেকে যায়। যা নিম্নমানের হলে ত্বকের ক্ষতি করতে পারে। মেকআপ তোলার সময়  হালকা গরম জল ব্যবহার করা বেশি ভাল। এতে দ্রুত ও ঠিকমতো কাজ হয়।


কেনার আগে মনে রাখুন এই টিপস



  • মেকআপের মধ্যে অ্যালকোহল - নিজের ত্বকের ধরনের সঙ্গে মিলিয়ে নিন মেকআপের উপাদানগুলি। কিছু মেকআপে অ্যালকোহল ব্যবহার করা হয়। এটি ত্বককে শুষ্ক করে দেয়। এতে ত্বকের প্রদাহও বেড়ে যায়।

  • তৈলাক্ত পদার্থ - একই ভাবে কিছু মেকআপে থাকা তৈলাক্ত পদার্থ ত্বকের জন্য ক্ষতিকর। যাদের ত্বক এমনিতেই তৈলাক্ত, তাদের সিবাম গ্রন্থিতে আরও তেল জমতে থাকে। যা থেকে ত্বকের সমস্যা হয়। 

  • সোডিয়াম লরিল সালফেট - ফোমিং এজেন্ট হিসেবে এটি বিভিন্ন মেকআপে মেশানো হয়। এই জিনিসটিও একই ভাবে ত্বকের প্রদাহের কারণ হতে পারে। যার ফলে সময়ের আগে ত্বক বুড়িয়ে যেতে পারে।


আরও পড়ুন - Examination Stress: ‘পরীক্ষার আগে যেন ভুলে যাচ্ছি সব’ - ৫ টিপস মানলেই মনে থাকবে সব