নয়াদিল্লি: সিঙ্গাড়া (Samosa) খেতে কে না পছন্দ করেন। নাম শুনেই হয়তো অনেকের জিভে জল এসে যাবে। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রকারের সিঙ্গাড়া পাওয়া যায়। নানারকমভাবে তৈরি হওয়া সিঙ্গাড়া খেয়ে রসনার তৃপ্তি ঘটান বহু মানুষ। কিন্তু সম্প্রতি নেট দুনিয়ায় যে ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে, তাতে প্রথমবার সিঙ্গাড়া খেলে চমকদার প্রতিক্রিয়া দিতে দেখা গেল ইতালির এক ব্যক্তিকে।


সম্প্রতি ইন্ডিয়ান ইতালিয়ান কাপল নামে এক ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে বয়স্ক এক ইতালিয়ান ব্যক্তিকে প্রথমবার সিঙ্গাড়া খেতে দেখা যায়। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলছে জনপ্রিয় 'পুষ্পা দ্য রাইজ' ছবির 'ও অন্তাভা' গানটি। ভিডিওতে দেখা যাচ্ছে ওই ব্যক্তি সিঙ্গাড়ার মধ্যে চাটনি ঢেলে প্রথমাবার সিঙ্গাড়াতে কামড় বসাচ্ছেন। আর তারপরই তাঁকে দুহাত তুলে ভাংড়া নাচতে দেখা যায়।


আরও পড়ুন - Home Remedies: বাড়িতে টিকটিকির উপদ্রব? দূর করুন ঘরোয়া পদ্ধতিতে


ভারতীয়-ইতালিয়ান জুটি অমিত এবং অম্ব্রা এই ভিডিও শেয়ার করেছেন তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। ইনস্টাগ্রামে তাঁদের ফলোয়ার্সের সংখ্যা চোখে পড়ার মতো। সেখানে ইতিমধ্যএই ৪০ হাজার ফলোয়ার্স রয়েছে তাঁদের। পাশাপাশি তাঁদের ইউটিউব চ্যানেলেও ৯০ হাজার সাবস্ক্রাইবার রয়েছে। ফলে বোঝাই যাচ্ছে নেট দুনিয়ায় এই জুটি কতটা জনপ্রিয়। 



ভিডিওটিতে লেখা রয়েছে, 'যখন ইতালিয়ান প্রেমিকার বাবা প্রথমবার সিঙ্গাড়া চেখে দেখেন।' ভাইরাল হওয়া এই ভিডিও দেখে হাসিতে ফেটে পড়েছেন নেট নাগরিকরা। কমেন্টে তাঁরা এই ভিডিওর প্রতিক্রিয়া জানিয়েছেন। কোনও নেট নাগরিক লিখেছেন, 'এখনও পর্যন্ত সেরা প্রতিক্রিয়া।' আবার কোনও নেট নাগরিক কমেন্ট করেছেন, 'অসাধারণ প্রতিক্রিয়া।' কোনও নেট নাগরিকের আবার মন্তব্য, 'অবশেষে কেউ একজন একেবারে সঠিক সময়ে এই গান ব্যবহার করেছেন।' কেউ আবার তাঁকে ফুচকা চেখে দেখার পরামর্শও দিয়েছেন। ভারতীয় খাবার খেলে ইতালির ব্যক্তির এই প্রতিক্রিয়ায় খুশি নেটিজেনরা।