কলকাতা: শ্যাম্প কেনার আগে সতর্ক হন। রোজই বাজারে আসছে নতুন শ্যাম্পু (Shampoo)। চিকিৎসকরা , শ্যাম্পুর কয়েকটি বিষয়ে সচেতন করছেন। কিছু শ্যাম্পুতে গাদা রাসায়নিক থাকে। যা চুলে দিলে বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই আগে থাকতেই সাবধান হন।

শ্যাম্পুতে গাদা রায়নিক শরীরের জন্য খুবই খারাপ

বাজারে গিয়ে শ্যাম্পু কেনার আগে, বোতলের গায়ে বা প্যাকেটের পিছনে ছোট হরফে লেখাগুলি মন দিয়ে পড়ুন। কী কী উপাদান দিয়ে ওই শ্যাম্পুটি তৈরি হয়েছে, তা ওই লেখাটি থেকে জানতে পারবেন। শ্যাম্পুতে গাদা রায়নিক শরীরের জন্য খুবই খারাপ।

বাজারের সালফেট মুক্ত শ্যাম্পু কিনুন

বাজারের সালফেট মুক্ত শ্যাম্পু কিনুন। সালফেটে ডাই অক্সেন নামের উপাদান থাকে। এটি ক্যানসারের আশঙ্কা বাড়িয়ে তোলে। শ্যাম্পুতে সালফেট থাকলে কিডতেও প্রভাব ফেলে। সুতরাং শ্যাম্পু কেনার সময়, ওর কম্পোজিশন দেখে কিনবেন।

প্যারাবেনস নামক পদার্থ শ্যাম্পুতে থাকলে সাবধান

পাশাপাশি ক্রিম দেওয়া শ্যাম্পু থেকেও সতর্ক থাকুন। তাতেও আর্টিফিশিয়াল ক্রিম চুলের ক্ষতি করে। প্যারাবেনস নামক পদার্থ শ্যাম্পুতে থাকলে সাবধান। এই উপাদান ব্যাকটেরিয়াক নাশক। প্রিজার্ভেটিভ হিসেবে ব্যবহার হয়। আবার সাম্প্রতিককালের গবেষণায় দেখা যাচ্ছে,  প্যারাবেনস নামক ক্যানসার আক্রান্ত টিউমারের সঙ্গে যোগ রয়েছে।

শ্যাম্পুতে এসএলএস থাকলেও ক্ষতির সম্মুখীন হতে হয়

শ্যাম্পুতে এসএলএস থাকলেও ক্ষতির সম্মুখীন হতে হয় বই কি ! খেয়াল করে দেখবেন, যে শ্যাম্পুতে প্রচুর ফেনা বের হয়, তার মধ্যে রয়েছে সালফেট। এই সালফেটই শ্যাম্পুর ফেনা তৈরি করে। চুলের ন্যাচেরাল তেল শুষে নিয়ে রুক্ষ বানিয়ে  দেয়। তাই বাজারে বেরিয়ে সালফেট ফ্রি শ্যাম্পু কিনুন। 

এসএলইএস থাকলেও সেই শ্যাম্পু থেকে সাবধান

পাশাপাশি এসএলইএস থাকলেও সেই শ্যাম্পু থেকে সাবধান থাকুন। এটি শ্যাম্পুতে থাকলে চুলের রং ফ্যাকাসে হয়ে যায়। অ্যালার্জির সমস্যা হতে পারে।

আরও পড়ুন, কোলেস্টেরল নিয়ে চিন্তা? কড়া ডায়েটের সঙ্গী হোক নিয়মিত শরীরচর্চা

বেবি শ্যাম্পু ব্যবহার করতে পারেন

তবে কম্পোজিশন দেখে যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে বেবি শ্যাম্পু ব্যবহার করতে পারেন। কারণ বেবি শ্যাম্পুতে ক্ষতিকারক উপাদান কম থাকে। এই শ্যাম্পুতে ফেনা হয় কম। বেবি শ্যাম্পুতে চুলের উঠে যাওয়ার আশঙ্কা তেমন থাকে না।