Skin Care: ত্বকের পরিচর্যার ক্ষেত্রে বাজারচলতি কসমেটিকস প্রোডাক্ট ব্যবহারের পরিবর্তে ঘরোয়া পদ্ধতিতে (Skin Care Tips) ভরসা রাখা ত্বকের জন্য স্বাস্থ্যকর। সাধারণ মধ্যবিত্ত বাড়িতে যেসব উপকরণ থাকে তা দিয়েই অনায়াসে ত্বকের পরিচর্চা করা সম্ভব। বাড়িতে সহজে ফেসপ্যাক এবং ফেসস্ক্রাব তৈরি করতে চাইলে অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ হল মধু (Honey)। এই মধুর সঙ্গে একাধিক উপকরণ মিশিয়ে যেসমস্ত মিশ্রণ তৈরি করা যায় তা দিয়ে বাড়িতেই আপনি রূপচর্চা করতে পারবেন। মধুর সঙ্গে কোন কোন উপকরণ মিশিয়ে ত্বকের যত্ন করলে কালচে দাগছোপ দূর হবে একনজরে দেখে নিন।


মধু এবং পাতিলেবুর রস- এই দুই উপকরণ একসঙ্গে মিশিয়ে মুখে মাখলে কালচে দাগছোপ দূর হবে অল্প সময়েই। এক চামচ মধুর সঙ্গে মিশিয়ে নিতে হবে এক চামচ পাতিলেবুর রস। এরপর এই মিশ্রণ ভালভাবে মুখে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট রেখে ভালভাবে পরিষ্কার জলে মুখে ধুয়ে নেওয়া প্রয়োজন। হাল্কা গরম জল দিয়ে মুখ পরিষ্কার করতে পারলে ভাল। সপ্তাহে একদিন এই মিশ্রণ মুখে মাখলে কয়েক সপ্তাহ পরে হাতেনাতে ফল পাবেন আপনি। 


মধু এবং হলুদ গুঁড়ো- মধুর সঙ্গে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করে নিতে পারেন বাড়িতে। হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপকরণ। এক চামচ মধুর সঙ্গে মিশিয়ে নিতে হবে সামান্য হলুদ গুঁড়ো। এরপর এই মিশ্রণ মুখে ভাল করে লাগিয়ে নিন। মিনিট ১০-১৫ রেখে হাল্কা গরম জল দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে। সপ্তাহে দু'বার এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। উপকার পাবেন। 


মধু ও দারুচিনি- মধুর সঙ্গে দারুচিনি গুঁড়ো মিশিয়ে তৈরি করতে পারেন ফেসপ্যাক যা স্ক্রাবেরও কাজ করবে। যাঁদের ত্বকে প্রবলভাবে ব্রনর সমস্যা রয়েছে এবং এর ফলে দাগছোপ বিদ্যমান, তাঁদের ত্বকের দারুণ ভাবে কাজ করবে মধু ও দারুচিনি গুঁড়োর এই মিশ্রণ। এর পাশাপাশি ত্বকের কালচে দাগছোপ দূর হবে। এক চামচ মধুর মধ্যে সামান্য দারুচিনির গুঁড়ো মিশিয়ে এই ফেসপ্যাক তৈরি করা যাবে। ফেস মাস্ক হিসেবেও এই মিশ্রণ কাজ করবে। সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন। স্নানের আগে ভালভাবে মুখে লাগিয়ে নিন। তারপর ১০-১৫ মিনিট রেখে হাল্কা গরম জল দিয়ে মুখে ধুয়ে নিতে হবে।  

 

মধু এবং পাকা পেঁপে- মধুর সঙ্গে সামান্য পরিমাণে পাকা পেঁপে ঘষে নিয়ে মিশিয়ে দিন। এই মিশ্রণ ন্যাচারাল এক্সফোলিয়েটরের কাজ করবে। অর্থাৎ এই মিশ্রণ মুখে মাখলে আপনার ডেড স্কিন সেল অনায়াসে ঝরে যাবে। ফিরে আসবে ত্বকের জেল্লা। সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন। স্নানের আগে ভালভাবে মুখে লাগিয়ে নিন। তারপর ১০-১৫ মিনিট রেখে হাল্কা গরম জল দিয়ে মুখে ধুয়ে নিতে হবে।

 

মধু ও অ্যালোভেরা জেল- ত্বকের পরিচর্যায় অ্যালোভেরা জেল সবসময়েই খুব উপকারি। সামান্য মধু আর অ্যালোভেরা জেল মিশিয়ে যে মিশ্রণ তৈরি হয় তা মুখে মাখলে একাধিক উপকারি পাওয়া যায়। অ্যালোভেরার মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ। এছাড়াও অ্যালোভেরা ভিটামিন এবং মিনারেলসে ভরপুর একটি উপাদান। ফলে অ্যালোভেরা জেল আপনার ত্বকে পুষ্টি জোগাবে। এক চামচ মধু এবং এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে বাড়িতেই সহজে তৈরি করে নিতে পারেন ফেস স্ক্রাব।