Mango Halwa Recipe: আমের মরসুম দেখতে দেখতে চলেই এল। আর এই সময় আমের নানা পদ খেতে কার না মন চায়। তাই এবার বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন আমের হালুয়া। সাধারণত গাজরের হালুয়া নামটির সঙ্গেই আমরা পরিচিত। কিন্তু আমের হালুয়াও স্বাদেগুণে সেরা পদ। একেবারে জিভে লেগে থাকার মতোই। কীভাবে বানাবেন এই সুস্বাদু পদ ? রইল রেসিপি।
আমের হালুয়া রেসিপি (Mango Halwa Recipe)
উপকরণ - ৩ টি সাধারণ সাইজের আম, তিন কাপ জল, দুই কাপ সুজি, দেড় কাপ চিনি, কয়েকটি এলাচ, চার টেবিল চামচ ঘি, দুই টেবিল চামচ কাজু, দুই টেবিল চামচ কিসমিস, এক চিমটে কেশর।
পদ্ধতি
- প্রথমে একটি কড়াইয়ে সুজি শুকনো খোলায় ভেজে নিতে হবে। হালকা লাল হয়ে এলে এর থেকে গন্ধ বেরোচ্ছে কি না দেখে নিন। বাদামি করে ভাজা যাবে না সুজি।
- এবার একটি পাত্রে সুজি আলাদা করে রেখে কড়াইয়ে ২ চামচ ঘি দিন। এর মধ্য়ে কাজু দিয়ে ভেজে নিন অল্প। কাজু ভাজা হয়ে গেলে এর মধ্য়ে কিসমিস দিয়ে দিন।
- এবার আমের খোসা ছাড়িয়ে আঁটি আলাদা করে আমটি চটকে নিতে হবে। এর মধ্যে এলাচ, কেশর ও চিনি দিয়ে ভাল করে চটকে নিতে হবে।
- এবার কড়াইয়ে দেড় কাপ জল দিন। জল একটু ফুটে এলে এর মধ্যে ধীরে ধীরে ভাজা সুজি মেশাতে হবে। সুজি এমনভাবে মেশাতে হবে যাতে কোনও দলা না পাকিয়ে যায়। তার জন্য একহাত দিয়ে সুজি ঢালুন। অন্য হাত দিয়ে হাতা নাড়তে থাকুন।
- এবার এর মধ্যে এক চামচ ঘি দিয়ে ভাল করে নেড়ে নিন। কিছুক্ষণ পর আমের মিশ্রণটি দিয়ে দিন এর মধ্যে।
- এবার ১০ মিনিট ভাল করে কষাতে হবে গোটা মিশ্রণ। কষানো জরুরি যাতে তলা ধরে না যায়। অল্প আঁচেই গোটা রান্না করে ফেলুন।
- মিশ্রণের সুগন্ধ বেরোতে শুরু করলে জল টানিয়ে নিতে হবে।
- এর পর মিশ্রণটি একটি প্লেটে ঢেলে উপর দিয়ে কিছু কাজু ও কিসমিস সাজিয়ে দিন। এর মধ্যে চাইলে উপর দিয়ে অল্প সিরাপ দিতে পারেন।
- এর পর গরম গরম পরিবেশন করুন আমের হালুয়া (Mango Halwa)।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Health Tips: সকালে খালি পেটে জল খেয়ে এই কাজগুলি না করাই ভাল