Eating Habits: দুধের সঙ্গে অনেক জিনিস খেলেই উপকারের থেকে অপকার বেশি হয়। শরীর দেখা দেয় অস্বস্তি। এই তালিকায় একটি ফল রয়েছে। আমরা অনেকেই দুধের সঙ্গে এই ফল প্রায়ই খেয়ে থাকি। অথচ জানিই না যে এর ফল কী মারাত্মক হতে পারে। ভীষণভাবে অসুস্থ হয়ে যেতে পারেন আপনি। তাহলে চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক দুধের সঙ্গে কোন ফল ভুলেও খাওয়া উচিত নয়।
দুধ এবং কলা, কিছুতেই খাবেন না একসঙ্গে, দেখা দিতে পারে একাধিক সমস্যা
অনেকেই ব্রেকফাস্টে দুধ এবং কলা একসঙ্গে খেয়ে থাকেন। জলখাবারে কর্নফ্লেক্স কিংবা ওটস খেলে তার মধ্যে একসঙ্গেই দেওয়া হয় কলা এবং দুধ। এছাড়াও স্মুদি তৈরির সময়েও কলা এবং দুধ একসঙ্গেই মিশিয়ে নেওয়া হয় বেশিরভাগ সময়। কলা এবং দুধ একসঙ্গে খেলে একাধিক সমস্যা দেখা দিতে পারে আপনার শরীরে।
- দুধ এবং কলা একসঙ্গে খেলে প্রবল অ্যাসিডিটি হতে পারে আপনার। গা-গোলানো, বমি ভাব এইসব লক্ষণও দেখা যেতে পারে।
- কলা এবং দুধ একসঙ্গে খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে। পেটে ব্যথা হতে পারে। দুধ এবং কলা একসঙ্গে খেলে পেটে ব্যথা, গা-গোলানোর পাশাপাশি ডায়েরিয়ার মতো বড় সমস্যাও দেখা দিতে পারে।
- দুধ এবং কলা একসঙ্গে খেলে অনেকটা পরিমাণে ক্যালোরি খাওয়া হয়ে যায়। তার ফলে বাড়তে পারে ওজন। আপনি হয়তো ভাবছেন কর্নফ্লেক্স কিংবা ওটস বা স্মুদিতে দুধ এবং কলা একসঙ্গে খেয়ে প্রচুর পুষ্টি পাচ্ছেন। অথচ হচ্ছে উল্টোটা। ক্যালোরি বেশি ঢুকছে শরীরে।
- কলা এবং দুধ একসঙ্গে খাওয়ার অভ্যাস হৃদযন্ত্রের স্বাস্থ্য এবং লিভারের পক্ষে মারাত্মক খারাপ। দিনের পর দিন দুধ-কলা একসঙ্গে খেলে বদহজমের সমস্যা দেখা দিতে বাধ্য।
অতএব এতদিন পর্যন্ত যাঁরা ব্রেকফাস্টে মনের আনন্দে দুধ-কলা একসঙ্গে খেয়েছেন, তাঁরা হয়তো এতদিনে শরীরে পুষে ফেলেছেন অনেক রোগ। তাই এখন সতর্ক হয়ে যান যাতে ক্ষতির পরিমাণ না বাড়ে।
আরও পড়ুন- শীতের মরশুমে রোজ দু-তিন টুকরো আমলকি খেলে কীভাবে ভাল থাকবে আপনার স্বাস্থ্য?
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।