কলকাতা: পয়লা বৈশাখ বাঙালির কাছে আবেগের অপর নাম। বাংলা নববর্ষের এই দিনটিতে পরিবারের সকলে মিলে আনন্দ উৎসবে মেতে ওঠেন। পাশাপাশি হইহুল্লোড়, খাওয়াদাওয়া, আনন্দ, হাসিঠাট্টাও সমান তালে চলে। পয়লা বৈশাখের এই আমেজ বহু বছর পেরিয়ে আজও অমলিন।


সংক্রান্তি শেষে বাংলা নববর্ষের সূচনা


চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন। তার পরই শুরু হয় বাঙালির নববর্ষ। নববর্ষ অর্থাৎ নতুন বছরের প্রথম মাস বৈশাখ মাস। বৈশাখ মাসের পয়লা দিনে বাঙালি বাড়িতে হবে এলাহি আয়োজন। মাছ, মাংস সহযোগে বিপুল ভোজের সমাহার জমে উঠবে। থাকবে মিষ্টিমুখ ও পরিজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। পয়লা বৈশাখ হোক বা যেকোনও পার্বণের দিন, পরিজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় না করলে তা যেন সম্পূর্ণ হয় না। তাই পয়লা বৈশাখ অর্থাৎ বছরের প্রথম দিনটিও শুরু হোক সেই শুভকামনা দিয়েই। প্রিয়জনদের কী শুভেচ্ছা পাঠাবেন ভাবছেন ? কয়েকটি সেরা শুভেচ্ছাবার্তার খোঁজ রইল এই প্রতিবেদনে।


পয়লা বৈশাখের শুভেচ্ছা



  • বছরের প্রথম দিন ভাল কাটলে, সুখে সুন্দর কাটে অন্য দিনগুলিও। তোমার জন্য়ও এমনটাই কামনা করি। সারা বছর সুখে পরিপূর্ণ থাকুক সংসার। শুভ নববর্ষ।

  • পয়লা বৈশাখ মানেই বাঙালির একান্ত প্রিয় উৎসব। এই দিন সংসার পরিপূর্ণ হয়ে উঠুক মঙ্গলালোকে। শুভ নববর্ষ।

  • নববর্ষের প্রথম দিন সুখে সমৃদ্ধিতে কাটুক সকলের। সারা বছর যেন ভাল কাটে, এই কামনা করি। শুভ নববর্ষ।

  • নববর্ষ মানেই পুরনো সবকিছু ভুলে নতুন করে পথচলার একটি সুযোগ। বাংলা বছরের এই দিনটির জন্য় আপামর বাঙালির অপেক্ষা। শুভ নববর্ষ।

  • অতীত ভুলে নতুন করে শুরু হোক আগামী দিনযাপন। বাংলা নববর্ষ ১৪৩১ সন যেন তোমাদের পরিবারের সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে, এই কমনা করি। শুভ বাংলা নববর্ষ।

  • পুরনো বছরের সমস্ত পুরাতনত্ব বিদায় নিয়েছে সংক্রান্তির সঙ্গে। নতুন করে আগামী পরিকল্পনা করা উচিত এবার। শুভ বাংলা নববর্ষ।

  • নববর্ষে সন্তানসন্ততি নিয়ে সুখে সংসার করো। এই কামনা করি আজ বছরকার দিনে। শুভ বাংলা নববর্ষ।

  • বাংলা নববর্ষের প্রথম দিন মানেই বাঙালির কাছে হইহুল্লোড় ও জম্পেশ খাওয়াদাওয়ার দিন। তোমাদেরও এমনই সুন্দর কাটুক আজ। শুভ বাংলা নববর্ষ।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন - Poila Boisakh 2024: পয়লা বৈশাখের প্রারম্ভক্ষণ ১৪ না ১৫ এপ্রিল ? কবে শুরু নববর্ষ ১৪৩১ ?