লন্ডন: শিল্পাঞ্চল থেকে পরিবেশ দূষণ (Pollution) হয়, তা সকলেরই জানা। দৈনন্দিন জীবনে পেট্রোল-ডিজেলে চলা গাড়ি হোক বা বাড়ি-অফিসে ব্যবহার করা এসি, সবক্ষেত্রেই কার্বন ফুটপ্রিন্ট রয়েছে অর্থাৎ পরিবেশ দূষণে কমবেশি অবদান রয়েছে। এবার বিজ্ঞানীদের একটি সমীক্ষায় সামনে এল আরও একটি কারণ। প্রতিদিন গৃহস্থ বাড়িতে জামাকাপড় ধোওয়ার জন্য যে ওয়াশিং মেশিন (Washing Machine) ব্যবহার করা হয়, সেখান থেকেও হয় পরিবেশ দূষণ।
কীভাবে?
বিজ্ঞানীরা জানাচ্ছেন, ওয়াশিং মেশিনের মাধ্যমে কাপড় শুকানোর সময় বায়ুদূষণে মাইক্রোফাইবার (Microfibre) ছড়িয়ে পড়ে। যা পরিবেশ দূষণ ঘটায়। যে ধরনের ওয়াশিং মেশিন তাপমাত্রার ব্যবহারের বদলে শুধুমাত্র ঘূর্ণনের (Tumble) মাধ্যমে কাপড় শুকনোর কাজ করে সেখানেই এই ধরনের মাইক্রোফাইবার অধিক পরিমাণে ছড়ায়।
কারা করেছে গবেষণা?
নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয়ের (Northumbria University) গবেষকরা বহুজাতিক সংস্থা প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল (Procter and Gamble)-এর সঙ্গে মিলে এই গবেষণা করেছে। মেশিনে কাপড় ধোওয়ার সময় কত পরিমাণ মাইক্রোফাইবার ছড়ায়, মেশিনের লিন্ট ফিল্টারে (Lint Filter)-এ কত পরিমাণ মাইক্রোফাইবার আটকে যায়, সেগুলি পরীক্ষা করে দেখা হয়েছে। সায়েন্স জার্নাল প্লস ওয়ান (PlOS ONE)-এ গবেষণা প্রকাশিত হয়েছে।
কী বলছেন গবেষকরা:
ঘরে যে ওয়াশিং মেশিন, ড্রায়ার ব্যবহার করা হয় তাতে উল্লেখযোগ্য পরিমাণে মাইক্রোফাইবার তৈরি হয়। যা বায়ু দূষণ যেমন করে তেমনই জলের সঙ্গেও মেশে। ফ্যাব্রিক কন্ডিশনার (fabric conditioner) এবং ড্রায়ার শিট ব্য়বহার করলে মাইক্রোফাইবারের পরিমাণ অনেক কমে যায়। যে লিন্ট ফিল্টার (Lint Filter) থাকে তার ছিদ্রের (Pores)-এর সংখ্যার উপর নির্ভর করে কতটা মাইক্রোফাইবার পরিবেশে বেরবে। গবেষকরা জানিয়েছেন লিন্ট ফিল্টার কটন তন্তুর থেকে পলিয়েস্টারের তন্তু বেশি পরিমাণে আটকাতে পারে। অর্থাৎ পরিবেশে যে মাইক্রোফাইবার ছড়িয়ে পড়ে তা মূলত কটন তন্তু হয়ে থাকে।
কোথায় হয়েছে সমীক্ষা?
ইউরোপ এবং উত্তর আমেরিকার বিভিন্ন ধরনের কাপড় (polyester and cotton), কাপড় ধোওয়ার ধরনের উপর সমীক্ষা হয়েছে। গবেষখ দলের তরফে কেলি শেরিডন (Kelly Sheridan) বলেছেন, 'পুরো গবেষণায় আমরা দেখেছি ঘরে কাপড় ধোওয়া এবং শুকনোর প্রক্রিয়ায় বিপুল পরিমাণ মাইক্রোফাইবার বেরোয় যা অত্যন্ত উদ্বেগের।' তিনি আরও বলেন, 'মানব শরীরের উপর এর কী প্রভাব তা বোঝানো প্রয়োজন। শুধু মানবশরীরই নয়, পরিবেশের উপরও প্রভাব রয়েছে। বায়ুতে যা মিশছে তার সঙ্গেই জলে যে পরিমাণ মাইক্রোফাইবার (Microfibre) মিশছে তা যথেষ্ট চিন্তার।'
যারা ঘরোয়া ওয়াশিং মেশিন বা ড্রায়ার তৈরি করেন তাঁদের দ্রুত প্রয়োজনীয় পরিকাঠামোগত পরিবর্তন আনা উচিত বলে মনে করছেন গবেষকরা। তার জন্য় বেশ কিছু বিকল্প পদ্ধতির কথাও বলেছেন তাঁরা।
আরও পড়ুন: বিট থেকে তরমুজ, রক্তচাপ লাগামে রাখতে পাতে থাকুক ফল-সব্জি