Refrigerator Maintenance Tips: তীব্র গরমে অসহনীয় পরিস্থিতি। দেখা নেই বৃষ্টির। রোদের তেজ কমলেও স্বস্তি নেই। কারণ তীব্র গরমের দোসর অতিরিক্ত আর্দ্রতা। হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ। এর মধ্যে চলছে লোডশেডিংয়ের অত্যাচার। শুধু তাই নয়, গরম এতই পড়েছে যে অনেকের বাড়িতেই খারাপ হয়ে যাচ্ছে ইলেকট্রনিক্স জিনিসপত্র। এই তালিকায় একদম শীর্ষে রয়েছে এয়ার কন্ডিশনার (Air Conditioner) এবং রেফ্রিজারেটর (Refrigerator) অর্থাৎ ফ্রিজ (Fridge Maintenance Tips)। একবার যদি এই গরমে ফ্রিজ খারাপ হয়ে যায় তাহলে আর রক্ষা নেই। ফ্রিজে থাকা জিনিসপত্র তো নষ্ট হবেই। তার সঙ্গে নানা সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। গরমের মরশুমে আপনার বাড়ির রেফ্রিজারেটর যেন ঠিকভাবে কাজ করতে পারে তার জন্য রইল সহজ কিছু টিপস। শুধু গরমকালে নয়, সারা বছরই আপনি মেনে চলতে পারেন এই নিয়মগুলি। তাহলে আপনার বাড়ির ফ্রিজ সহজে খারাপ হবে এবং টিকবেও অনেকদিন। 


চলুন দেখে নেওয়া যাক ফ্রিজ ভাল রাখার সহজ কিছু টিপস 


ফ্রিজ ভালভাবে পরিষ্কার রাখা সবচেয়ে জরুরি বিষয় 


আমরা ফ্রিজে নানা ধরনের খাবার এবং অন্যান্য অনেক জিনিসই রাখি। অনেকে ওষুধ রাখেন বাড়ির ফ্রিজে। যে জিনিসই ফ্রিজে রাখুন না কেন তা ভাল থাকবে এবং ফ্রিজ ভালভাবে কাজ করতে পারবে যদি আপনি সঠিকভাবে ফ্রিজ পরিষ্কার করে রাখেন। সপ্তাহে একবার ফ্রিজ পরিষ্কার করতে পারলে খুবই ভাল। নাহলে অন্তত দু'সপ্তাহে একবার ফ্রিজ পরিষ্কার করতেই হবে। যাঁরা ফ্রিজে কাঁচা সবজি রাখেন তাঁরা শাকসবজি থেকে বেরনো অতিরিক্ত খোসা ভালভাবে পরিষ্কারের দিকে নজর দিন। যাঁদের ফ্রিজে মাছ, মাংস থাকে, তাঁরা নিয়ম করে ফ্রিজের বরফ পরিবর্তন করুন। অনেকের ফ্রিজের পিছনে বা নীচে থাকা ট্রে- এর মধ্যে জল জমে। ফ্রিজ থেকেই বেরোয় এই নোংরা জল। এটা নিয়মিত পরিষ্কার করতে হবে। ফ্রিজের ভিতরের তাকগুলি আলাদা করে খুলে ধুয়ে পরিষ্কার করতে হবে। সাবানজল দিয়ে ফ্রিজ পরিষ্কার করুন। তারপর পরিষ্কার শুকনো কাপড় দিয়ে অবশ্যই মুছে নিতে হবে। 


জেনে নিন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় 



  • ফ্রিজের দরজা কখনই খুব জোরে বন্ধ করবেন না। আর ঠিকভাবে ফ্রিজ এবং ফ্রিজারের দরজা বন্ধ হয়েছে কিনা দেখে নিন।

  • ফ্রিজে কোনও খাবার নষ্ট হতে দেবেন না। এর জেরে ফ্রিজে দুর্গন্ধ হতে পারে। এমনিতে ফ্রিজের গন্ধ দূর করতে লেবুর টুকরো রাখতে পারেন। 

  • ফ্রিজের তাপমাত্রা বারংবার কমানো কিংবা বাড়ানো করবেন না। এতে ফ্রিজের কম্প্রেশার খারাপ হয়ে যেতে পারে। 

  • ফ্রিজের মধ্যে জমে থাকা বরফ নির্দিষ্ট সময়ান্তরে পরিষ্কার করা জরুরি। 

  • ফ্রিজের ভিতরের পাশাপাশি বাইরের অংশও পরিষ্কার রাখা জরুরি। 

  • ফ্রিজের উপরে অনেক বাড়িতে প্রচুর জিনিস রাখা হয়। এই অভ্যাস অবিলম্বে দূর করা প্রয়োজন। 

  • ভেজা হাতে ফ্রিজ ব্যবহার না করাই ভাল। কারেন্টের শক খেতে পারেন। তাই সতর্ক থাকা দরকার। 


আরও পড়ুন- কাঁঠালের বীজ ফেলে না দিয়ে মুখরোচক পদ ? এই ক্ষতিকর দিকগুলি জেনে রাখা ভাল