Autism :চোখে চোখ না রেখেও সাফল্যের আকাশে উড়ান জারি 'অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার' আক্রান্তদের

আই ট্র্যাকিং টেস্ট চলছে এক খুদের (ছবি:PTI)
Mental Health News : এঁরা এবং এঁদের মতো আরও অনেকে কিন্তু আমাদের আশপাশে রয়েছেন, যাঁদের দেখে বোঝা সম্ভব,'অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার' মাত্রেই হতাশা ও ব্যর্থতার গল্প নয়।
পায়েল মজুমদার, কলকাতা: চোখে চোখ রেখে কথা বলতে পারে না, সব সময় একাচোরা ভাব, এই নিয়ে জীবনে কত দূর এগোতে পারবে ? প্রশ্নগুলো ডানা ঝাপটিয়ে এগিয়ে এসেছে বার বার। হয়তো এখনও আসে। কিন্তু 'ওরা' দমেননি।
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে