Skin Peeling In Summer Cause Treatment: গরমে শরীরের বিভিন্ন অঙ্গ থেকে পাতলা খোসার মতো ত্বক উঠে আসছে। এমন অভিজ্ঞতা অনেকেরই হয়ে থাকে। মাঝে মাঝে ত্বক ওঠার জন্য বেশ অপ্রস্তুতে পড়তে হয়। কিন্তু কেন এই সমস্যা হয় ? কী করলে এর থেকে সুরাহা পাওয়া যেতে পারে ? কোন কোন অঙ্গে এই সমস্যা হতে পারে জেনে নেওয়া যাক বিশদ।
কেন চামড়া ওঠে এইভাবে ?
ত্বকের উপরের পাতলা চামড়া বা আস্তরণ উঠে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে। গরমকালে এই সমস্যার বাড়বাড়ন্ত হয়। তারও কিছু কারণ রয়েছে।
- ডিহাইড্রেশন - বিশেষজ্ঞদের কথায়, শরীরে জলের পরিমাণ কমে গেলে ত্বক শুষ্ক হয়ে যায়। সেই সময় চামড়া এভাবে উঠে যায়। অর্থাৎ ডিহাইড্রেশনের বড় প্রভাব রয়েছে। গরমকালে যা অহরহ হয়ে থাকে।
- শুষ্কতা - গরমের পাশাপাশি যে যে অঞ্চলের আবহাওয়া শুষ্ক, সেই অঞ্চলে মানুষদের এই সমস্যা বেশি হতে পারে। শুষ্ক আবহাওয়ার কারণে ত্বকও শুষ্ক হয়ে যায়। এর ফলে ত্বকের উপরের পাতলা আস্তরণ উঠে যেতে থাকে।
- প্রসাধনীর রাসায়নিক - ত্বকের পরিচর্যার জন্য অনেকেই বিভিন্ন সংস্থার প্রসাধনী ব্যবহার করে থাকেন। এই প্রসাধনীগুলিতে বেশ কিছু রাসায়নিক মেশানো হয়। এদের প্রভাবে ত্বকের উপরের পাতলা আস্তরণ উঠে যেতে পারে।
কোন কোন অঙ্গে হতে পারে ?
সাধারণত হাত এবং মুখের থেকে ত্বক উঠতে থাকে। কারণ এই দুটি অঙ্গ সবচেয়ে বেশি রোদের সংস্পর্শে আসে। কিন্তু এছাড়াও, অন্যান্য অঙ্গেও এই সমস্যা হতে পারে। যেমন ধরা যাক,পায়েও একই সমস্যা হতে পারে। যদি পা রোদের সংস্পর্শে আসে।
কী করলে মিলবে সুরাহা ?
এই সমস্যা থেকে সুরাহা পেতে রোজকার অভ্যাসের কিছু বদল আনতে হবে।
- জল বেশি করে খাওয়া - জল বেশি করে খেতে হবে রোজ। পরিমাণ মেপে জল খেতে হবে। এতে ডিহাইড্রেশনের ভয় কমবে।
- অর্গ্যানিক প্রসাধনী - আজকাল বাজারে অর্গ্যানিক প্রসাধনী উপলব্ধ। এগুলি ব্যবহার করলে ত্বকের সমস্যা অনেকটাই কমানো যায়
- ময়শ্চারাইজার ব্যবহার - গরমকালে ময়শ্চারাইজার সাধারণত ব্যবহার করতে নিষেধ করা হয় । কিন্তু সঠিক ময়শ্চারাইজার ব্যবহার করলে ত্বকের এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Misti Dahi: বাড়িতে কীভাবে পাতবেন মিষ্টি দই