কলকাতা: কাশি অনেকরকম হয়। প্রতি কাশিই কিছু না কিছু শারীরিক সমস্যার লক্ষণ। এই সমস্যাগুলির মধ্যে আবার ফুসফুসের সমস্যা প্রধান। বেশিরভাগ কাশি ফুসফুসের কোনও না কোনও সমস্যার কারণে হয়ে থাকে। কিন্তু এর মধ্যে থেকে টিবি-এর কাশি বুঝে ওঠা মুশকিল।


কোভিড নিয়ে একটা সময় আতঙ্কে কেটেছে সারা বিশ্বের। কিন্তু কোভিডের মতোই আরও একটি বিপজ্জনক রোগ টিবি বা টিউবারকিউলোসিস। এই রোগটি ফুসফুসের রোগ। এতে মৃত্যুর হারও বেশ উদ্বেগের। টিবি-এর অন্যতম প্রধান লক্ষণ কাশি। কিন্তু কোন কাশি টিবি-এর কাশি তা শুনে বোঝা যায় না। এর ফলে অনেকেই এই লক্ষণ এড়িয়ে চলেন। ফুসফুসে রোগটি বাসা বাঁধতে থাকে। যার থেকে বাড়ে মৃত্যুর হার। সম্প্রতি এক গবেষণা শুরু হয়েছে টিবি শনাক্তকরণ নিয়ে। চেষ্টা চলছে একটি মোবাইল ফোন আবিষ্কারের।


টিবি খুঁজবে মোবাইল ফোনের অ্যাপ


এখন ফোনে অনেকরকম অ্যাপই পাওয়া যায়। এই অ্যাপগুলি দিয়ে নিজের স্বাস্থ্যের বিভিন্ন দিক জানান যায়। যেমন পালস মাপা যায় অ্যাপের সাহায্যে। সম্প্রতি তেমনই এক অ্যাপ ডেভেলপে উদ্যোগী হলেন বিজ্ঞানীরা। টিবি রোগ শনাক্ত করার জন্য এই অ্যাপ তৈরি করা হচ্ছে। কাশি শুনেই অ্যাপটি বুঝে যাবে টিবি হয়েছে কি না। 


ফোনের অ্যাপ কাশি (phone app for TB cough) চিনবে কী করে ?


এই প্রশ্ন অনেকের মনে আসতে পারে। আসলে একেক রোগের কাশি একেকরকম হয়ে থাকে। তেমনই টিবি রোগের কাশির কিছু বিশেষ লক্ষণ রয়েছে। এই লক্ষণগুলি নিজের ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখবে ওই অ্যাপ। তার পরই অ্যাপের অনুমান জানা যাবে। 


কেন ফোন অ্যাপ দিয়ে টিবি (TB test) পরীক্ষা ?


টিবি রোগ দূরীকরণে বিশ্বের বিভিন্ন দেশ তৎপর। ভারতও টিবি দূরীকরণে কেন্দ্রীয় প্রকল্প স্থির করেছে। কিন্তু টিবি রোগ শনাক্তকরণের পরীক্ষা বেশ খরচসাপেক্ষ। বর্তমানে টিবি রোগ ধরার জন্য স্পাটাম কালচার করা হয়। এর পাশাপাশি জিনএক্সপার্ট মলিকিউলার টেস্টও করা হয়ে থাকে। কিন্তু এই দুই ধরনের পরীক্ষা খরচসাপেক্ষ বলে অনেকেই ঠিক সময়ে টিবি পরীক্ষা করান না। এর ফলে রোগ শরীরে গেঁড়ে বসে। এই সমস্য়ার সমাধান করতেই টিবি শনাক্তকারী অ্যাপ তৈরি করছেন গবেষকরা। এতে উন্নয়নশীল দেশগুলিতে অনেকটাই টিবি রোধ করা সম্ভব হবে বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা।


আরও পড়ুন - Health News: হার্টের রোগের বড় কারণ কি জিন ?