Steps Of Treating Snake Bite: বর্ষার শুরু হতে না হতেই সাপের উপদ্রব বাড়তে শুরু করে। এই অবস্থায় কখনও কাউকে সাপে কামড়ালে (Snake Bite) খুব দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা জরুরি। সাপে কামড়ানোর পর প্রথম ১০০ মিনিট খুবই গুরুত্বপূর্ণ বলে জানাচ্ছেন বাংলার সাপের ডাক্তার দয়ালবন্ধু মজুমদার। সাপে কামড়ালে কী করণীয় ? এবিপি লাইভে এই নিয়ে বিশদ পরামর্শ দিয়েছেন তিনি।
সাপে কামড় থেকে বাঁচার উপায়
সাপে কামড়ালে প্রথম ১০০ মিনিট অর্থাৎ ১ ঘন্টা ৪০ মিনিট খুব গুরুত্বপূর্ণ। এই সময় দ্রুত হাসপাতালে (Snake Bite Treatment) বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। বর্তমানে সব স্বাস্থ্যকেন্দ্রেই সাপে কামড়ানোর চিকিৎসা করার জন্য অ্যান্টিভেনম ওষুধ রাখা হয়। প্রথম ১০০ মিনিটের মধ্যে ১০০ মিলিলিটার অ্যান্টিভেনম শরীরে প্রবেশ করাতে পারলেই রোগীকে ১০০ শতাংশ সারিয়ে তোলা সম্ভব।
সব স্বাস্থ্যকেন্দ্রেই হয় সাপের কামড়ের চিকিৎসা
বর্তমানে সব স্বাস্থ্যকেন্দ্রেই সাপের কামড়ের চিকিৎসা (Snake Bite Remedies) হয়। এর জন্য অ্যান্টিভেনম তামিলনাডুর মহাবলিপুরমের ইরুলা সোসাইটিতে তৈরি হয়। সেখান থেকেই পৌঁছে যায় সারা দেশে। পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম (Polyvalent Antivenom) নামের একটিমাত্র অ্যান্টিভেনমই সাপের কামড়ের চিকিৎসার জন্য যথেষ্ট বলে জানাচ্ছেন দয়ালবন্ধু।
চারটিমাত্র বিষধর সাপ
বাংলায় মোট ১২০ থেকে ১২৫ রকম সাপের প্রজাতি রয়েছে। কিন্তু এগুলির মধ্যে সিংহভাগেরই বিষ নেই বলে জানাচ্ছেন সাপের ডাক্তার দয়ালবন্ধু। তাঁর কথায়, এগুলি কামড়ালে ব্যক্তির কোনও ক্ষতি হয় না বলে এদের কামড়কে ড্রাই বাইট বলে। বাংলার মাত্র চারটি সাপ বিষধর (Snake Bite Proper Myths)। এই তালিকায় রয়েছে কেউটে, গোখরো, চন্দ্রবোড়া ও কালাচিতি বা কালাচ। এর মধ্যে কেউটে ও গোখরোর কামড় (Snake Poison) দেখা যায়। প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। চন্দ্রবোড়ার ক্ষেত্রে স্থানটি ফুলে যায়। কিন্তু কালাচিতি সাপের কামড় দেখা যায় না।
সাপের কামড় আদতে নিউরোটক্সিন বিষ
সাপে যত জোরেই কামড়াক, সেই কামড় আর্টারি বা ধমনীপর্যন্ত পৌঁছায় না। তাই রক্তে মেশে না এটি। সাপের বিষ আদতে নিউরোটক্সিন (Neurotoxin)। অর্থাৎ স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে এই বিষ। যে কারণে চোখ খুলে রাখতে সমস্যা হয় রোগীর।
আরও পড়ুন - Dengue Prevention: বর্ষায় বাড়ে ডেঙ্গির প্রকোপ, নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখুন এভাবে
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।