Robotic Surgery: ভারতের প্রথম সার্জিক্যাল রোবট নিয়ে এসেছিল এসএস ইনোভেশনস। যন্ত্রটির নাম ছিল এসএসআই মন্ত্র। ওই সংস্থাটিই এই যন্ত্র তৈরি করে। অর্থাৎ মেড ইন ইন্ডিয়া। সম্প্রতি সেই রোবটটি একশোটি কার্ডিয়াক সার্জারি অর্থাৎ হার্টের অস্ত্রোপচার সম্পূর্ণ করল। গত বৃহস্পতিবার এই ঘোষণা করেছে সংস্থাটি। আর সেই উপলক্ষেই সংবাদমাধ্যম আইএএনএসকে নিজের আগামী পরিকল্পনার কথা জানালেন সংস্থার প্রধান সুধীর শ্রীবাস্তব।
কী বলছেন সংস্থার প্রধান ?
সংস্থার চেয়ারম্যান ও সিইও সুধীর শ্রীবাস্তব বলেন, এসএসআই সংস্থার এই সাফল্য নিঃসন্দেহে ভবিষ্যতে সংস্থাকে আরও বড় করার পথ খুলে দিল। তাঁর কথায়, ফিফথ আর্ম কেপেবিলিটি নিয়ে কাজ হয় ওই সংস্থায়। যার সাহায্যে খুব কঠিন কার্ডিয়াক সার্জারিও সহজে করে ফেলা যায়। বর্তমানে চিকিৎসার বাজারে এই ধরনের অস্ত্রোপচারের চাহিদাও দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসক। তাঁর কথায়, খুব সামান্য ছিদ্র করে এই অস্ত্রোপচার করা হয়ে থাকে। ফলে খুব বেশি ইনজুরি বা আঘাতের সম্ভাবনা থাকে না। অন্যদিকে খুব সহজই সেরে ওঠেন রোগী।
সংস্থার প্রধানের কথায়, অত্যাধুনিক পদ্ধতির এসএসআই মন্ত্র সিস্টেম ব্যবহার করা হয় সারা বিশ্বে। এই তালিকায় প্রায় ১০০০টি পদ্ধতি রয়েছে বলে জানিয়েছে এসএসআই। কোন কোন পদ্ধতিগুলি এই তালিকার মধ্যে শীর্ষে রয়েছে তাও জানিয়েছে ওই সংস্থা। বলা হয়েছে টোটালি এনডোস্কোপিক করোনারি আর্টারি বাইপাসের কথা। এছাড়াও, শীর্ষে রয়েছে ইন্টারনাল ম্যামারি আর্টারি টেক ডাউন। মিত্রাল ভালভ রিপ্লেসেমেন্ট, বাইল্যাটেরাল ইন্টারনাল ম্যামারি আর্টারি টেক ডাউন।
সংস্থার কথায়, এসএসআই মন্ত্র নয়া পদ্ধতিতে অস্ত্রোপচার শুরু করেছে। এই পদ্ধতিতে লোকাল ট্রমা অর্থাৎ যেই অংশে অস্ত্রোপচার হচ্ছে সেখানে ট্রমা খুব কম হয়। পাশাপাশি রক্ত বেশি ঝরে না। দ্রুত সেরে যায় ক্ষত। এমনকি আগামীদিনে উন্নত প্রযুক্তি এলে অস্ত্রোপচারের খরচ অনেকটাই কমিয়ে ফেলা সম্ভব বলে জানাচ্ছেন চিকিৎসক সুধীর। রোবট চিকিৎসকদের চাহিদাও বাড়ছে সারা বিশ্বে। একটি পরিসংখ্যান বলছে ২০২২ সালে ৭৯ বিলিয়ন ডলার ছিল এই রোবটের বাজারের মূল্য। ২০৩২ সালে অর্থাৎ ১০ বছর সেটি বেড়ে দাঁড়াতে পারে ১৮৯ বিলিয়নের কাছাকাছি।
ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - ধূমপান না করলেও কঠিন রোগ বাসা বাঁধছে দেহে, কীভাবে ?