কলকাতা: দূষণ এখন সবেতেই। ঠিক তেমনই আলোতে নাকি ছড়াচ্ছে দূষণ। আর এর থেকে দেখা দিতে পারে মানুষের নানা রোগ। সম্প্রতি এমনটাই জানাল একটি গবেষণা। প্রায় ২৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের নিয়ে গবেষণাটি করা হয়েছে। দেখা গিয়েছে, আলোর দূষণের কারণে রোগের ঝুঁকি বাড়ছে। যে সে রোগ নয়, ঝুঁকি বাড়ছে স্ট্রোকের!


কোন ধরনের আলোয় বাড়ছে বিপদ ?


একটি বিশেষ ধরনের আলোর কথা জানিয়েছেন গবেষকরা। যেই আলো রাতের বেলা রাস্তায় রাস্তায় জ্বলে তার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, এই আলোতে সারা বিশ্বের ৮০ শতাংশ মানুষই বসবাস করেন। ফলে এই ধরনের আলোর জন্য ক্ষতিও হচ্ছে অনেক মানুষের। চিনের ঝিজিয়াং ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের তরফে এই গবেষণা করা হয়েছে। স্যাটেলাইটের মাধ্যমে ছবি তুলে এই গবেষণা করা হয়। স্যাটেলাইটের ছবি দেখে পপুলেশন ম্যাপিং বা মোট জনসংখ্যার একটি হিসেব কষেছেন বিজ্ঞানীরা।


কীভাবে জানা গেল স্ট্রোকের কথা ?


গবেষকদের কথায়, এই ব্যাপারে তথ্য সংগ্রহ করা হয়েছে হাসপাতাল থেকে। এর পাশাপাশি সমীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিদের মেডিকাল রেকর্ডও পরীক্ষা করে দেখা হয়। এছাড়াও, কাজে লাগানো হয়েছে বিভিন্ন ব্যক্তির মৃত্যুর শংসাপত্র বা ডেথ সার্টিফিকেট। সেই রিপোর্টের ভিত্তিতে এই বিশ্লেষণ করা হয়েছে। প্রায় ছয় বছর ধরে এই তথ্যগুলির হিসেবনিকেশ করা হয়েছে।


কী কী ধরনের স্ট্রোক ?


মূলত দুই ধরনের স্ট্রোকের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। এর মধ্যে একটি হল ইসকেমিক স্ট্রোক। যা স্ট্রোকের প্রধান ধরন। অন্যদিকে হেমারেজিক স্ট্রোকও দেখা গিয়েছে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে। ৭৭৭ জনের ইসকেমিক স্ট্রোক ও ১৩৩ জনের হেমারেজিক স্ট্রোক হতে দেখা গিয়েছে। রাতে এমন আলোয় আলোকিত এলাকায় বসবাসকারীদের মধ্যে স্ট্রোক ছাড়াও হৃদরোগের ঝুঁকি দেখা গিয়েছে। যারা আলো জ্বালান না, তাদের থেকে এই ঝুঁকি ৪৩ শতাংশ বেশি।


স্ট্রোক ছাড়াও অন্য রোগের ঝুঁকি


শুধু স্ট্রোক নয়, আরও বেশ কিছু রোগের ঝুঁকিও রয়েছে । সংবাদমাধ্যমকে বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য ও এনডোক্রিনোলজির গবেষক জিয়ান বিং ওয়াং বলেন, এর থেকে হার্টের রোগের আশঙ্কাও বাড়ছে দিন দিন। গবেষণায় দেখা গিয়েছে, ১২৭৮ জন ব্যক্তির এই সমস্যা হয়েছে। রাস্তার আলোর সঙ্গে এর যোগাযোগ আছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আরও পড়ুন - Moong Dal Benefits: মেদ ঝরানো থেকে হার্ট সুস্থ রাখা, ৫ উপকার মুগ ডালের পদে