কলকাতা: আধুনিক জীবনযাপনের সঙ্গে অনেকটাই জড়িয়ে গিয়েছে ক্যানসারের ঝুঁকি। বর্তমানে একে লাইফস্টাইল ডিজিজ বলা হয়। চিকিৎসকদের কথায়, বেশ কিছু ক্যানসারের মধ্যে কোলন ক্যানসারের হারও বাড়ছে। তবে এই মারণরোগের সঙ্গে লড়াইয়ের সহজ উপায় খুঁজে পাওয়া গেল এবার। অস্ট্রেলিয়ান জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের চেষ্টায় তা সম্ভব হয়েছে।
কীসের খোঁজ পেলেন বিজ্ঞানীরা ?
Ku70 নামের একটি বিশেষ প্রোটিনের খোঁজ পেয়েছেন অস্ট্রেলিয়ান জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। ওই প্রোটিনটি একটি সুইচের মতো কাজ করে। এই সুইচ কোশের ডিএনএ-কে অন বা অফ করে দিতে পারে।
কীভাবে ক্যানসার ঠেকায় এই প্রোটিন ?
নয়া আবিষ্কৃত প্রোটিনটি নষ্ট হয়ে যাওয়া ডিএনএ-কে চিনে বার করতে পারে। তার পর সেই ডিএনএ-কে নিস্ক্রিয় করে দেয়। অথবা নষ্টও করে দিতে পারে। এর ফলে কোলন ক্যানসারের আশঙ্কা অনেকটাই কমে।
নষ্ট হওয়া DNA কেন ঝুঁকি বাড়ায় ?
বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে, ক্যানসারের মূল কারণ এই নষ্ট হওয়া ডিএনএ। এটিই কোশকে ক্যানসারাস করে তোলে। এই ডিএনএকে খুঁজে বার করে নষ্ট করে দিতে পারলেই মারণরোগ এড়ানো যায়। ফলে ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমে যায়।
শরীরেই থাকে এই প্রোটিন !
প্রসঙ্গত সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিজ্ঞানী সি মিং ম্যান বলেন এই প্রোটিন আমাদের শরীরেই থাকে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার অংশ এই বিশেষ প্রোটিন। তবে তার পরিমাণ কতটা রয়েছে, তা দেখা জরুরি। কারণ এর পরিমাণ কম হলে রোগের ঝুঁকি বেড়ে যাবে। তাই একজনের কোলন ক্যানসারের ঝুঁকি কতটা রয়েছে তা জানতে Ku70 প্রোটিনের পরীক্ষা করা জরুরি। সেটার পরিমাণই বলে দেবে ক্যানসারের ঝুঁকি!
কোলন ক্যানসার কেন ভয়ের ?
কোলন ক্যানসার সারিয়ে তোলা সম্ভব। তবে সেটি সঠিক সময়ে ধরা পড়া জরুরি। সিডিসি-এর একটি পরিসংখ্যান বলছে, ২০২০ সালে আমেরিকায় ১২৬,২৪০ জন কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হন। এর মধ্যে সেই বছরই মৃত্যু হয়েছিল ৫১,৮৬৯ জনের।
অন্য এক গবেষক অবিনাশ পান্ডে সংবাদ মাধ্যমকে বলেন, Ku70 প্রোটিনটি শরীরের মধ্যে নজরদারির কাজ চালায়। নজরদারির সময় কোনও নষ্ট ডিএনএ দেখলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়। নষ্ট ডিএনএ-এর কোশ ধীরে ধীরে সংখ্যায় বাড়তে শুরু করে। এর ফলে ক্যানসার সারা শরীরে ছড়িয়ে পড়ে। গবেষকদের কথায়, বাওয়েল অর্থাৎ কোলন ক্যানসার ঠেকাতে হলে এই বিশেষ প্রোটিনটির পরিমাণ পরীক্ষা করা জরুরি।
আরও পড়ুন - Chicken Bone Marrow: মুরগির হাড় চিবিয়ে মজ্জা খেতে ভাল লাগে ? এতে শরীরের কতটা লাভ