Sun Allergy Cause Symptoms Treatment: রোদ্দুরে অ্যালার্জি! শুনতে একটু অদ্ভুত লাগলেও এটি একটি রোগেরই নাম। এবং অনেকেই এই রোগের শিকার। রোদ্দুরে অ্যালার্জি বা সূর্যে অ্যালার্জির বেশ কিছু লক্ষণ রয়েছে। মূলত গরমকালে এই সমস্যা বেশি হয়। কারণ এই সময় রোদের তীব্রতা বেশি থাকে। তবে এই রোগের চিকিৎসাও রয়েছে‌। কী সেগুলি ? একে একে জেনে নেওয়া যাক। 


সান অ্যালার্জি


সান অ্যালার্জিতে রোদে বেরোনোর ফলে



  • গায়ে ঘামাচি হয়। 

  • ত্বক লালচে হয়ে যায়। 

  • ত্বকে চুলকানির সমস্যা হতে পারে। 

  • ত্বকের উপরে পাতলা আস্তরণ উঠতে পারে।

  • কিছু ক্ষেত্রে ত্বকে জ্বলুনি হয়। 


সান অ্যালার্জির কারণ 


সান অ্যালার্জির আসল কারণ এখনও অজানা। তবে এই সমস্যার মূলে প্রায়ই জিনগত প্যাটার্ন অর্থাৎ একটি নকশা লক্ষ করা যায়। অন্যদিকে অ্যালার্জির মূলে রয়েছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। এর হিস্টামিনই অ্যালার্জিক প্রতিক্রিয়া বা রেসপন্স তৈরি করে। 



  • বেশি সময় রোদে থাকলে হতে পারে। 

  • রোদের তীব্রতা বেশি হলে এটি হয়। যেমন গরমকালে বেশি সমস্যা হয়। 

  • অবস্থা বিশেষে অ্যালার্জির নানা ধরন হয়।‌


সান অ্যালার্জি প্রতিরোধের উপায়


সান অ্যালার্জি থেকে ত্বক ও শরীরকে বাঁচানোর বেশ কয়েকটি উপায় রয়েছে। চিকিৎসা বিজ্ঞানে একটি চলতি লব্জ হল, প্রিভেনশন ইস বেটার দ্যান কিওর অর্থাৎ রোগ প্রতিরোধ চিকিৎসার মাধ্যমে সেরে ওঠার চেয়ে ভাল। এক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। 



  • খুব বেশি রোদে না বেরোনোই ভাল। 

  • রোদ যখন চড়া থাকে, তখন রোদে না বেরোনো। 

  • রোদে বেরোনোর সময় ত্বক ঢেকে রাখা। এর জন্য ফুল হাতার পোশাক পরা যেতে পারে। 

  • রোদে একান্ত বেরোতে হলে ছাতা নেওয়া ভাল।

  • ভাল এসপিএফ-এর সানস্ক্রিন মেখে বেরোলে ত্বকের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।‌ 

  • চিকিৎসকের পরামর্শ মেনে ত্বকের জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিমও নিতে পারেন। 


সান অ্যালার্জির চিকিৎসা


একান্ত চিকিৎসার প্রয়োজন হলে তা চিকিৎসকের পরামর্শ নিয়েই করা ভাল। 



  • এক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন ড্রাগ দিয়ে চিকিৎসা করেন চিকিৎসকরা। 

  • ত্বককে চুলকানি থেকে রেহাই দিতে বিশেষ অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিমও দিতে পারেন চিকিৎসক। 

  • এছাড়াও ঘরোয়া উপায়েও ত্বকের জ্বলুনি ও চুলকানির থেকে মুক্তি পাওয়া যায়। 


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন - Summer Health Tips: গরমে বেশি ঘামলে বেশি জল খাওয়া ঠিক ?