কলকাতা : মা-বাবার পরই শিক্ষকের (Teacher) স্থান। ছোটবেলা থেকেই এই কথাটার সঙ্গে আমরা পরিচিত। আমাদের প্রত্যেকের জীবনে শিক্ষকদের একটা বড় ভূমিকা থাকে। পড়াশোনা থেকে চরিত্র গঠন, সবক্ষেত্রেই তাঁরা আমাদের প্রেরণা হয়ে ওঠেন। তাই শিক্ষক দিবসের (Teacher's Day 2021) মতো বিশেষ দিনে তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এমন উপহার দেওয়া দরকার যা দেখে তাঁরা মন থেকে খুশি হবেন।


ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে ৫ সেপ্টেম্বর দিনটা সারাদেশে শিক্ষক দিবস (Teacher's Day) হিসেবে পালন করা হয়। এদিন সমস্ত শিক্ষাক্ষেত্র, স্কুল, কলেজ, কোচিং সেন্টার, সব জায়গাতেই বিশেষভাবে পালন করা হয়। শিক্ষক দিবসে অনেক ছাত্র-ছাত্রীরাই এই বিশেষ দিনে শিক্ষকের জন্য উপহার নিয়ে যায়। আপনিও যদি আপনার শিক্ষককে বিশেষ কোনও উপহার (Teacher's Day Gift) দিতে চান, তাহলে রইল কিছু উদাহরণ-


১. দোকান থেকে কিনেও নিতে পারেন। আবার নিজে হাতে বাড়িতে বানিতেও ফেলতে পারেন গ্রিটিংস কার্ড। যেখানে আপনি নিজের অনুভূতির কথা লিখে আপনার শিক্ষককে দিতে পারবেন।


২. একটি গাছ, একটি প্রাণ। ছোটবেলা থেকে মা-বাবা ছাড়া শিক্ষকরাই এমন সুপরামর্শ দিয়ে থাকেন। গাছের যত্ন করলে প্রকৃতি সুন্দর থাকবে। আর প্রকৃতি ভালো থাকলেই আমরাও ভালো থাকব। তাছাড়া গাছ যদি অক্সিজেন না দেয়, তাহলে আমাদেরও প্রাণ বাঁচানো সম্ভব নয়। তাই প্রাণ বাঁচাতে গেলে গাছ বাঁচানো খুবই জরুরি। শিক্ষক দিবসে আপনিও যদি আপনার শিক্ষককে গাছের চারা উপহার দেন, তাহলে তিনিও অনুভব করবেন যে আপনি প্রকৃতিকে এবং তাঁর কথাকে কতটা গুরুত্ব দেন।


৩. আমরা সকলেই জানি বইয়ের থেকে বড় বন্ধু হয় না। শিক্ষক দিবসে শ্রদ্ধেয় মাস্টারমশাইকে যদি আপনি বই উপহার দেন, তাহলে তিনি না খুশি হয়ে পারবেন না।


৪. ছোটবেলা থেকেই ডায়রি বা দিনলিপি লেখার পরামর্শ দেন শিক্ষকরা। সারাদিন কী করছি তা লিখে রাখার অভ্যাস করান তাঁরাই। শিক্ষক দিবসে আপনিও তাঁকে ডায়রি উপহার দিতে পারেন। প্রয়োজনে ডায়রির শুরুতে আপনি তাঁকে কতটা শ্রদ্ধা করেন কিংবা আপনার জীবনে তাঁর অবদান কতটা, এমন কিছু কথা লিখে দিতে পারেন।


Education Loan Information:

Calculate Education Loan EMI