Hair Colour: আজকাল চুলে নানা ধরনের রঙ (Hair Colour) করা ফ্যাশনে ইন। অনেকে অবশ্য কালো চুলই পছন্দ করেন। কেউ বা সল্ট অ্যান্ড পিপার লুকের (সাদা-কালো অর্থাৎ কাঁচা-পাকা চুল) প্রতি মজেছেন। তবে এসব ছাড়াও বিভিন্ন নিয়ন হেয়ার কালার (Hair Care Tips) এখন ট্রেন্ডিং। লাল, নীল, সবুজ, হলুদ- ইচ্ছে হলে সব রঙই আপনি নিজের চুলে লাগাতে পারবেন। তবে এইসব হেয়ার কালার দীর্ঘদিন টিকিয়ে রাখতে চাইলে বেশ কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। নাহলে বিস্তর খরচ করে চুলে রঙ করলেও লাভ হবে না। অল্পদিনের মধ্যেই চুলের রঙ নষ্ট হয়ে যেতে পারে। তাই হেয়ার কালার অনেকদিন টিকিয়ে রাখতে কী কী নিয়ম মেনে চলবেন সেগুলো একনজরে দেখে নিন।
- ১। চুল আর্দ্র বা হাইড্রেট রাখা খুব প্রয়োজন। কারণ চুল যত রুক্ষ শুষ্ক হবে তত তাড়াতাড়ি রঙ নষ্ট হয়ে যাবে। তাই শ্যাম্পু বা কন্ডিশনার লাগানোর পরেও চুল হাইড্রেট রাখা প্রয়োজন।
- ২। কোনওভাবেই চুল হিট বা তাপ প্রয়োগ না করাই ভাল। অর্থাৎ হেয়ার স্ট্রেটনার, হেয়ার ব্লোয়ার, কিংবা হেয়ার ড্রায়ার- এগুলো চুলে যত কম ব্যবহার করা যাবে তত বেশিদিন চুলের রঙ টিকে থাকবে।
- ৩। অতিরিক্ত গরম জল দিয়ে চুল ধোয়া একেবারেই ভাল নয়। একান্ত প্রয়োজনে হাল্কা গরম জল ব্যবহার করতে পারেন। কারণ বেশি গরম জল ব্যবহার করলে চুলের রঙ নষ্ট হয়ে যেতে পারে।
- ৪। চুল স্ট্রেট বা কার্ল না করাই ভাল। কারণ এক্ষেত্রে হেয়ার স্ট্রেটনার এবং হেয়ার রোলারের মাধ্যমে অতিরিক্ত তাপ চুলে লাগে। এর ফলে সহজেই চুলের রঙ ফিকে হয়ে যেতে পারে।
- ৫। ভেজা চুল শুকিয়ে নেওয়ার জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। পাখার হাওয়ায় সাধারণ উপায়ে চুল শুকিয়ে নিলেই ভাল। তাই বেরনোর আগে হাতে সময় নিয়ে স্নান করুন, যাতে ভেজা চুল শুকিয়ে নেওয়া সম্ভব।
- ৬। সালফার যুক্ত শ্যাম্পু, কন্ডিশনার এবং অন্যান্য হেয়ার প্রোডাক্ট- সবই চুলের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই সালাফার যুক্ত হেয়ার প্রোডাক্ট ব্যবহার না করাই চুলের জন্য ভাল। আর এইসব উপকরণ ব্যবহার করা না হলে চুলের রঙ অর্থাৎ হেয়ার কালারও অনেকদিন টিকে থাকবে।
- ৭। বাইরে রোদের মধ্যে বেরোলে চুল ঢেকে রাখুন। স্কার্ফ ব্যবহার করতে পারেন। কিংবা ব্যবহার করতে পারেন ছাতা। কারণ রোদের তাপে চুলের মারাত্মক ক্ষতি হয়। নানা সমস্যা দেখা দিতে পারে। একইসঙ্গে ফিকে হতে পারে হেয়ার কালার।
আরও পড়ুন- ত্বকের কোন কোন সমস্যা দূর করে চারকোল মাস্ক? কীভাবে ব্যবহার করা উচিত