Charcoal Mask: ত্বকের পরিচর্যায় চারকোল মাস্ক (Charcoal Mask) ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো অনেকেরই জানা নেই। নানা ভাবেই ত্বকের যত্নে (Skin Care) কাজে লাগে এই চারকোল মাস্ক। শুধু মাস্ক হিসেবে নয়, চারকোল স্ক্রাবও ব্যবহার করা যায় রূপচর্চার (Beauty Tips) জন্য। এবার দেখে নেওয়া যাক চারকোল মাস্কের সাহায্যে কীভাবে ত্বকের পরিচর্যা করবেন। 


কালচে দাগছোপ- সাধারণ মুখের কালচে দাগছোপ, পিগমেন্টেশন, নাকের উপরে থাকা ব্ল্যাকহেডস তোলার জন্য চারকোল মাস্ক ব্যবহার করা যায়। দিনে একবার চারকোল মাস্ক মিনিট ১৫-২০ মিনিট মুখে লাগিয়ে রেখে তা ধুয়ে ফেললে কয়েকদিন পরে তফাৎটা নিজেই বুঝতে পারবেন। 


অয়েলি স্কিন- অয়েলি স্কিনে নানা ধরনের সমস্যা দেখা যায়। তার মধ্যে অন্যতম হল টি-জোনে (কপাল আর নাকের সংযোগস্থল) প্রচুর পরিমাণ তেল-ময়লা জমে পোরসগুলো বন্ধ হয়ে যেতে পারে। সেইসব সমস্যা দূর করার জন্য ব্যবহার করা যেতে পারে চারকোল মাস্ক।


ত্বকের উজ্জলতা- চারকোল মাস্ক ব্যবহার করলে ত্বকের দাগছোপ দূর হয়, ত্বক মোলায়েম হয় এবং ঔজ্জ্বল্য ফিরে আসে। শুধু তাই নয়। ত্বকের পোরসগুলোও পরিষ্কার হয়ে যায় এই চারকোল মাস্কের সাহায্যে। ফলে ত্বক উজ্জ্বল, ঝকঝকে, পরিষ্কার দেখতে লাগে। 


ব্রনর সমস্যা- অয়েলি স্কিনের ক্ষেত্রে ব্রনর সমস্যা মারাত্মক ভাবে দেখা যায়। চারকোল মাস্ক ব্যবহার করলে ব্রনর সমস্যা কমে যায় অনেকাংশেই। এছাড়াও ত্বকের ডেড সেল নষ্ট করতে বা ঝরিয়ে ফেলতে সাহায্য করে চারকোল মাস্ক। ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করতেও সাহায্য করে এই চারকোল মাস্ক। 


কীভাবে ব্যবহার করবেন চারকোল মাস্ক


ত্বকের মধ্যে থাকা সমস্ত ময়লা দূর করে ত্বককে রিফ্রেশ করে এই চারকোল মাস্ক। চারকোল পাউডার কিনে আপনি বাড়িতেও তৈরি করে নিতে পারেন চারকোল মাস্ক বা চারকোল স্ক্রাব। তবে এই মাস্ক লাগানোর জন্য কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। 



  • চারকোল মাস্ক মুখে লাগানোর আগে ভালভাবে মুখ পরিষ্কার করে নেওয়া প্রয়োজন।

  • চোখের চারপাশে কোনও ভাবেই এই চারকোল মাস্ক লাগাবেন না। সতর্ক থাকুন।

  • চারকোল মাস্ক ভালভাবে মুখে লাগিয়ে নেওয়া পর শুকিয়ে যাওয়ার জন্য সময় দিন।

  • মাস্ক শুকিয়ে গেলে ভালভাবে পরিষ্কার ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। 

  • চারকোল মাস্ক দিয়ে মুখ পরিষ্কারের পর ভালভাবে ত্বকে ময়শ্চারাইজার লাগানো প্রয়োজন। 


আরও পড়ুন- চুল এবং ত্বকের পরিচর্যায় কীভাবে কাজে লাগে টি-ট্রি অয়েল?