Top Benefits Of Drinking Black Coffee: চা-কফির নেশা অনেকেরই রয়েছে। দুধ চা নামে অনেকেই বিভোর। দিনে বেশ কয়েক কাপ চা খেয়েও নেন অনেকে। ঠিক তেমনই হল কফি। দুধ দিয়ে কফি খেতে ভালবাসেন অনেকে। কিন্তু দুধ ছাড়া ব্ল্যাক কফির মধ্য়ে রয়েছে বেশ কিছু গুণ। রোজ সকালে যদি এক কাপ এই ব্ল্যাক কফি পান করা যায়, তবে কিছু দিনের মধ্যেই উপকারিতা নজরে আসবে।
ব্ল্যাক কফি পান করবেন কেন ?
১. সুগারের ঝুঁকি কমায় - আজকাল আর ৪০ পর্যন্ত অপেক্ষা করতে হয় না। তাঁর অনেক আগে থেকেই সুগার ধরা দিতে পারে। সুগারের ঝুঁকি কমাতে সাহায্য করে ব্ল্যাক কফি। কারণ কফি ইনসুলিন উৎপাদন বাড়িয়ে দেয়।
২. ওজন কমায় - কফির ক্যাফেইন আমাদের মেটাবলিজম বাড়িয়ে দেয়। যা শরীরের অতিরিক্ত ক্যালোরি ঝরাতে সাহায্য করে। এর ফলে ওজন কমানো যায় সহজে।
৩. শারীরিক সক্ষমতা বাড়ায় - এনার্জি জোগায় কফি। কফির অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আমাদের স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে। এর ফলে কাজ করার জন্য নতুন করে এনার্জি পাওয়া যায়।
৪. ডিমেনশিয়ার ঝুঁকি কমায় - ডিমেনশিয়ার কোনও ওষুধ নেই বর্তমানে। এই কঠিন রোগটির ঝুঁকি কমায় কফি। নার্ভ সেলের অক্সিডেটিভ স্ট্রেস দূর করে কোশগুলিকে সতেজ রাখে।
৫. স্ট্রেস কমায় - অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ কফি। এই অ্যান্টিঅক্সিডেন্ট কোশের অক্সিডেটিভ স্ট্রেস কমায়। যার ফলে শরীরের সামগ্রিক স্ট্রেস কমে যায়। নিজেকে ফের চাঙ্গা লাগে।
৬. স্মৃতিশক্তি বাড়ায় - স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে কফি। কারণ এটি ব্রেনের নার্ভ সেলকে উত্তেজিত করে। পাশাপাশি এই কোশগুলির স্ট্রেস কমিয়ে দেয়। ফলে মনে রাখার ক্ষমতা বাড়ে।
৭. মূত্রের সমস্যা কমায় - কফি খেলে মূত্রের পরিমাণ বেড়ে যায়। ফলে শরীর থেকে বেশি টক্সিক পদার্থ বেরিয়ে যায় প্রস্রাবের সময়। অর্থাৎ শরীরকে ডিটক্স করে দেয় কফি।
৮. লিভারের জন্য ভাল - কফি লিভারের জন্যও উপকারী। ফ্যাটি লিভারের ঝুঁকি কমায় এই পানীয়। পাশাপাশি লিভারের ক্ষতিকর উৎসেচককে রক্তে মিশে যাওয়ার থেকে বাধা দেয় কফি।
ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন - Best Exercises After Work: কাজ থেকে ফিরে করুন এই পাঁচ ব্যায়াম, গায়ের ব্যথা কমবে নিমেষে
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।