Type 4 Diabetes: টাইপ ১ ও টাইপ ২ ডায়াবেটিসের কথাই সাধারণত শোনা যায়। যে ডায়াবেটিসের কথা ততটা শোনা যায় না, সেটি হল এর পরবর্তী ধরনের ডায়াবেটিসগুলি। টাইপ ৩ ও টাইপ ৪ ডায়াবেটিসও হতে পারে যেকারওর। মূলত টাইপ ৪ ডায়াবেটিসের কথা বলা হলেও প্রথমে শুরু করা যাক, টাইপ ৩ ডায়াবেটিস দিয়ে। কী এই ডায়াবেটিস ? জেনে নেওয়া যাক। 


টাইপ ৩ ডায়াবেটিস (Type 3 Diabetes)


অ্যালঝাইমার্স ডিজিজ বা ডিমেনশিয়াকে টাইপ ৩ ডায়াবেটিস বলে থাকেন অনেক চিকিৎসকরা। কারণ বিজ্ঞানীদের একাংশের মতে, এই রোগে মস্তিষ্কে ইনসুলিন ঠিকমতো পৌঁছায় না। ইনসুলিনের পরিমাণের তারতম্যের কারণে রোগটি হয় বলে মনে করা হয়। তবে এখনও পর্যন্ত এই তত্ত্ব প্রতিষ্ঠিত নয়। ফলে টাইপ ৩ ডায়াবেটিসকে কোনও রোগের মধ্যে ধরা হয় না।


টাইপ ৪ ডায়াবেটিস (Type 4 Diabetes)


ডায়াবেটিস মানেই অতিরিক্ত ওজন বা ওবেসিটি নয়। বরং ওজন কম থাকলেও ডায়াবেটিস হতে পারে। বয়স্কদের মধ্যে ইনসুলিনের সমস্যার কারণে ডায়াবেটিস হলে তাকে টাইপ ৪ ডায়াবেটিস বলা হয়। এই ডায়াবেটিসে ওজন কমতে থাকে। ওজন বেড়ে যাওয়ার লক্ষণ কিন্তু দেখা যায় না।


টাইপ ৪ ডায়াবেটিসের কারণ (Type 4 Diabetes Cause)


২০১৫ সালে ইঁদুরদের শরীরে একটি পরীক্ষা করে টাইপ ৪ ডায়াবেটিসের খোঁজ মেলে। প্রসঙ্গত, এই ধরনের ডায়াবেটিস ধরা পড়ে কম। ফলে অধিকাংশ ক্ষেত্রেই চিকিৎসার অভাবে রোগীমৃত্যুর আশঙ্কা থাকে। টাইপ ৪ ডায়াবেটিস কেন হয়, তাঁর খোঁজ এখনও চলছে। প্রাথমিকভাবে মনে করা হয় রোগ প্রতিরোধ ক্ষমতার রেগুলেটরি টি সেল এর জন্য দায়ী। তবে এই নিয়ে গবেষণা অসম্পূর্ণ। 


টাইপ ৪ ডায়াবেটিসের লক্ষণ (Type 4 Diabetes Signs)


টাইপ ৪ ডায়াবেটিসে এমন কিছু লক্ষণ দেখা যায়, যার সঙ্গে টাইপ ২ ডায়াবেটিসের মিল রয়েছে। তবে মৌলিক পার্থক্যও রয়েছে একই সঙ্গে।



  • জলতেষ্টা বেড়ে যায়।

  • খিদে বেড়ে যায়।

  • শরীর প্রচণ্ড ক্লান্ত লাগে।

  • চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে।

  • শরীরের কোনও অঙ্গে কেটে গেলে সহজে সারতে চায় না।

  • বারবার প্রস্রাব পায়।

  • অকারণে ওজন কমতে থাকে।


টাইপ ৪ ডায়াবেটিসের চিকিৎসা (Type 4 Diabetes Treatment)


বর্তমানে এই রোগটি নিয়ে গবেষণা চলছে। একইভাবে ওর ওষুধ নিয়েও শুরু হয়েছে গবেষণা।


ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আরও পড়ুন - Heatwave Tips For Children: বিহারে হিটওয়েভের জেরে স্কুলেই অজ্ঞান ৬ পড়ুয়া, সুস্থ থাকতে ছোটদের কী করণীয় ?


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।