ই-সিগারেটের পুরো অর্থ ইলেকট্রিক সিগারেট। সাধারণ সিগারেটের থেকে বেশ কয়েকগুণ কড়া এই সিগারেট। এবার সেই কড়া সিগারেটেরই শিকার হলেন ১৭ বছরের তরুণী। সম্প্রতি এক সপ্তাহ ধরে ই-সিগারেটের অভ্যাস ধরেছিলেন তরুণী। সপ্তাহের গোটাটা কাটতে না কাটতেই হঠাৎ বিপত্তি। বন্ধুর বাড়িতে থাকাকালীন ই-সিগারেটে ধূমপান করছিলেন ওই তরুণী। হঠাৎই দেখা যায়, তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েছেন। তাঁর চেহারা নীল হয়ে যাচ্ছে। অর্থাৎ শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। এই দেখেই তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করতে হয়। সেখানে গেলে চিকিৎসকরা জানান, ফুসফুসের একটি অংশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তরুণীর। তাঁকে বাঁচানোর জন্য অবশেষে ফুসফুসের কিছুটা অংশ বাদ দিতে হয় !


ঠিক কী ঘটনা ঘটেছিল ? 


মেট্রো সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তরুণী প্রচুর পরিমাণ সিগারেট পান করছিলেন। অতিরিক্ত সিগারেট পানের ফলে তাঁর ফুসফুসের মধ্যে একটা এয়ার ব্লিস্টার তৈরি হয়। যাকে পালমোনারি ব্লেবও বলা হয় চিকিৎসকদের ভাষায়। এই পালমোনারি ব্লেব বাদ দেওয়া গেলে তবেই বাঁচানো সম্ভব ছিল ১৭ বছরের ওই তরুণীকে। অবশেষে তাই চিকিৎসকরা কিছুটা অংশ কেটে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রায় সাড়ে পাঁচ ঘন্টার চিকিৎসায় তরুণীর ফুসফুস স্বাভাবিক করে তোলা সম্ভব হয়। প্রসঙ্গত, ঘটনাটি ঘটে ব্রিটেনে। কাইলাা ব্লিথ নামের ওই তরুণীর গত ১১ মে এই ঘটনার শিকার হন। তাঁর বাবা শিশুদের মতো কাঁদতে শুরু করে দেন ঘটনাস্থলেই। তাঁর বাবার কথায়, মুহূর্তের মধ্যে এই ঘটনা দেখে দিশেহারা হয়ে যান তিনি। যেকোনও মুহূর্তে বড়সড় বিপদ ঘটে যেতে পারত। কারণ চিকিৎসকদের কথায়, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারত যেকোনও সময়। বলা ভাল, বন্ধুদের অনেকেই সে সময় ভেবেছিলেন কাইলা মারা গিয়েছেন। কিন্তু চিকিৎসকদের চেষ্টায় অবশেষে তাঁকে ফিরিয়ে আনা গিয়েছে।


পালমোনারি ব্লেব আদতে কী ?


ফুসফুসের দুটি স্তর রয়েছে। এই দুটি স্তরের মধ্য়েই থাকে পালমোনারি ব্লেব। এটি বায়বীয় পদার্থ আদতে। পালমোনারি ব্লেব ফেটে গেলে সেখান থেকে বায়ু বাইরে বেরিয়ে যায়। অর্থাৎ ফুসফুসের বাইরে বেরিয়ে আসে সেটি। এই সময় সেই বায়ু বক্ষগহ্বর ও ফুসফুসের মাঝে চলে আসে। এই বায়ুর চাপে ফুসফুস কিছু দেবে যায়। যার ফলে তীব্র শ্বাসকষ্ট শুরু হয়।


ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আরও পড়ুন - Vitamin B12 Deficiency: ক্লান্ত লাগে, দরকারি কথা ভুলে যাচ্ছেন ? এই ভিটামিনের অভাব নয় তো ?


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।