Kerala Man Death For Middle Berth Issues: সাধারণ স্লিপার ক্লাসের মূলত তিনটি বার্থ থাকে। এর মধ্যে উপরের ও নিচের বার্থটি ছাড়াও মধ্যখানে একটি বার্থ থাকে। এই বার্থটি খুলে গিয়েই এবার বিপত্তি হল। প্রাণ গেল এক ৬২ বছরের প্রবীণ নাগরিকের।  আলি খান নামের ওই ব্যক্তি এর্নাকুলাম-হজরত নিজামুদ্দিন মিলেনিয়াম সুপারফাস্ট এক্সপ্রেসে যাত্রা করছিলেন। এই দিন ওই সুপারফাস্ট ট্রেনে এস সিক্স কোচে নিজের সংরক্ষিত আসনে উঠেছিলেন। তাঁর উপরের মিডল বার্থটি ফাঁকা ছিল। কারণ সেই বার্থের যাত্রী থার্ড এসি কোচের একটি আসন পেয়ে যান। কিন্তু ফাঁকা থাকলেও ঠিকমতো লাগানো ছিল না বার্থটি। যার ফলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়।


মিডল বার্থ ঠিকভাবে আটকানো ছিল না চেনের দৈর্ঘ্য কমবেশি ছিল ?


প্রসঙ্গত, আলি পেশায় একজন এলআইসি এজেন্ট। কেরলের বাসিন্দা আলি দিল্লি যাচ্ছিলেন বন্ধুর মেয়ের সঙ্গে দেখা করতে। সাধারণত মিডল বার্থ একটি চেনের সঙ্গে উপরের বার্থের সঙ্গে আটকানো থাকে। কিন্তু এই দিন তা ঠিকমতো ছিল না। এদিকে লোয়ার বার্থে শুয়ে বিশ্রাম করছিলেন আলি। সেই সময় মিডল বার্থ ফাঁকাই ছিল। তবুও ঠিকমতো আটকানো না থাকায় সেটি আচমকাই খুলে যায়  বলেই দাবি রেলের। সরাসরি আলির ঘাড়ে এসে পড়ে সেটি। তাতেই গুরুতর আহত হন তিনি। মিডল বার্থের দুটি চেন অনেক সময় সমান দৈর্ঘ্যের হয় না। যার ফলে একটি ঠিকমতো আটকালেও অন্যটি আলগা থেকে যায়। চেন পেঁচিয়ে লাগালেও এমনটা হয় অনেকসময়। তার থেকেও দুর্ঘটনা ঘটার আশঙ্কা কিন্তু থেকে যায়। তবে এ ক্ষেত্রে বার্থের চেনে কোনও গণ্ডগোল ছিল না বলেই দাবি করছে রেল কর্তৃপক্ষ।


রেলের তরফে ব্যবস্থা


রেলের তরফে এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। আলি আহত হয়েছেন খবর পাওয়ার পর এক্সপ্রেসটি পরের স্টেশনেই দাঁড় করানো হয়। সেখান থেকে তাঁকে অ্যাম্বুলেন্সে করে হায়দ্রাবাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে বলে জানান চিকিৎসকরা। যার জেরে তাঁকে বাচানো যায়নি। এক সপ্তাহ পর মৃত্যু হয় তাঁর।


রেলের তরফে বিজ্ঞপ্তি


রেল এই ঘটনায় ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি দিয়েছে। তাতে জানানো হয়েছে, ওই মিডল বার্থের চেনে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না। যিনি আগে ওটি ব্যবহার করেছেন, তিনিই ভুলভাবে আটকে ছিলেন। যার ফলে সেটি খুলে পড়ে যায়। রেলের তরফে মিডল বার্থের চেন নিয়েও এই দিন যাত্রীদের সচেতন করা হয়। বলা হয়, চেনটি ঠিকমতো আটকানো ও খোলা প্রত্যেক যাত্রীদের দায়িত্ব। তা না হলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে যেকোনও সময়।


আরও পড়ুন - Smoking Effects: ধূমপানে এরকম ক্ষতিও হয় ! গলার ভিতরে ‘চুলের মত’ ওটা কী ?


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।