Viral News: বয়স মাত্র ৫২ বছর। অর্থাৎ এখনও সরকারি হিসেবে তিনি প্রবীণ নাগরিক হননি। কিন্তু রোজ দিনে একটা করে সিগারেটের প্যাকেট শেষ করা তাঁর অভ্যাস। দীর্ঘদিন ধরেই এই অভ্যাসের শিকার তিনি। অবশেষে তারই মাসুল চোকাতে হল। সম্প্রতি গলার সমস্যা নিয়ে হাসপাতালে যেতে হয় তাঁকে। চিকিৎসক কিছু পরীক্ষানিরীক্ষা করতে দেন তাঁকে। সেই পরীক্ষানিরীক্ষা করতে গিয়েই যা দেখা গেল, তার কথা খুব কম লোকেই শুনেছে। একটি বিরল ঘটনার শিকার হয়েছেন ওই প্রৌঢ়। তাঁর গলায় চুল গজাতে দেখা গিয়েছে(Hair Growth Inside Throat)। সেই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।


গলার মধ্যে চুল


ঘটনাটি অস্ট্রিয়ার। অর্থাৎ ইউরোপের একটি দেশের। গলায় এভাবে চুল গজানোর পদ্ধতিকে বলা হয় এন্ডোট্রাকিয়াল হেয়ার গ্রোথ। ঘটনাচক্রে এই হাসপাতালে যাওয়ার ঘটনা প্রায় ১৪ বছর আগের। তার পর থেকে নিয়মিত তাঁকে হাসপাতালে যেতে হয়। গলার ওই চুল ছাঁটাতে। এদিকে ধূমপানের নেশা ছাড়তে পারেননি বলে ওই চুলও নিয়মিত বাড়তে থাকে (Hair Growth Inside Throat Viral)।


শ্বাসকষ্ট ও কাশি


আমেরিকান জার্নাল অব কেস রিপোর্টসে সম্প্রতি এই ঘটনার কথা উল্লেখ করা হয়। সেখানে বলা হয়েছে, ২০০৭ সাল নাগাদ হঠাৎ করেই প্রচণ্ড শ্বাসকষ্ট ও কাশি শুরু হয়েছিল ওই ব্যক্তির। গলার স্বরও পরিবর্তন হয়ে যায়। একবার কাশতে কাশতে গলা থেকে একটি পাঁচ সেন্টিমিটারের চুল বেরিয়ে আসে। সেই কথা তিনি চিকিৎসকদের জানান। ২০০৬ সাল থেকেই নাকি এই লক্ষণ দেখা দিতে শুরু করেছিল।প্রায় এক বছর পর তিনি থাকতে না পেরে চিকিৎসকের কাছে যান। আর তখনই ধরা পড়ে এই সমস্যাটি।


ছোটবেলায় একটি অস্ত্রোপচার


প্রসঙ্গত, ১৯৯০ সাল থেকেই ধূমপানের অভ্যাস রয়েছে ওই ব্যক্তির।চিকিৎসকরা তাঁর ব্রঙ্কোস্কোপি করে দেখেন গলার মধ্যে বেশ কয়েকটি চুল গজিয়েছে। ১০ বছর বয়সে ওই ব্যক্তিকে অস্ত্রোপচার করাতে হয়েছিল। সেই সময় তাঁর ট্রাকিয়া (গলার একটি অংশ) কিছুটা উন্মু্ক্ত করে দেওয়া হয়। যাতে ফুসফুসে সহজে বাতাস পৌঁছায়। চিকিৎসকদের কথায়, সেখানেই বর্তমানে বেশ কিছু চুল গজাতে দেখা গিয়েছে। এই ঘটনা সাধারণত বিরল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে একই সঙ্গে ধূমপানের মারাত্মক সব পরিনতির ব্যাপারেও সতর্ক করেন তাঁরা।


আরও পড়ুন - World’s Newest Countries: এখনও তারা ‘কৈশোরে’, ২০২৪-এও ‘সাবালক’ হতে পারেনি বিশ্বের এই দেশগুলি


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।