Tinder Date Scam 1 Lakh Cafe Bill: ইউপিএসসি-র জন্য পুরোদমে পড়াশোনা চলছে। সারাদিন ধরে বইয়ে মুখ গুঁজে বসে থাকতে হয়। এই অবস্থায় অল্প ‘ব্রেক’ নিতে কার না ইচ্ছে করে। আর সেই করতে গিয়েই টিন্ডারে নিজের অ্যাকাউন্ট খোলা। পছন্দের একজনকে রাইট সোয়াইপ (যার অর্থ পছন্দ হয়েছে) করে ফেলা। আর তার সঙ্গে কিছু ব্যক্তিগত কথা বলে একদিন ডেট (Tinder Date Scam) করতে যাওয়া। ঠিক এই কাজগুলিই করেছিলেন পূর্ব দিল্লির এক যুবক। টিন্ডারে আলাপ হওয়া বর্ষার সঙ্গে মিট করেন বিকাশ মার্গের ব্ল্যাক মিরর ক্যাফেতে। তার পরই চরম অঘটনটি ঘটে।


ঠিক কী ঘটেছিল ?


ব্ল্যাক মিরর ক্যাফেতে (Viral News) গিয়ে কিছু খাবার অর্ডার দিয়েছিলেন তিনি। খাবারের তালিকায় ছিল কিছু স্ন্যাকসজাতীয় খাবার, দুটো কেক ও চার কাপ কফি ও চা। খাবার খেতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই  বর্ষা বলে ওই মেয়েটির কাছে একটি ফোন আসে। এদিকে বসে থাকা যুবকটি শুনতে পান, তার ‘ডেট’-এর বাড়িতে অঘটন ঘটে গিয়েছে। তাঁকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এই অবস্থায় মেয়েটিকে আর বসতে বলেননি যুবকটি। এর পর নিজেই খাবারগুলি শেষ করে নেন। তার পর ওয়েটার বিল (Tinder Date Scam 1 Lakh Cafe Bill) ধরালে চক্ষু চড়কগাছ হয়ে ওঠে। কারণ এই কটি খাবারের জন্য মোট বিল হয়েছে ১,২১,৯১৭ টাকা! 


যুবকের অভিযোগ দায়ের


ঘটনাটিতে সন্দেহ হওয়ায় যুবকটি প্রশ্ন তোলেন। কিন্তু ক্যাফে থেকে তাঁকে শাসানো হয়। কোনওরকমে টাকা অনলাইনে পেমেন্ট করে বেরিয়ে আসেন তিনি। এর পরেই সোজা থানা। যুবকের অভিযোগের ভিত্তিতে ক্যাফে মালিক অক্ষয় পাওয়াকে গ্রেফতার করা হয়। ক্লাস টেনের ড্রপআউট শাহদারার বাসিন্দা অক্ষয়। তাঁর অধীনে যারা কাজ করত, তাদের এর পর জেরা করা হয়। তাদের মধ্যে আরিয়ান নামে একটি ছেলের সঙ্গে যোগ পাওয়া যায় বর্ষা মেয়েটির। তার পরেই সামনে আসে গোটা প্রতারণা চক্রটি। 


জড়িত অনেকেই


ক্যাফের ওই প্রতারণা চক্রে শুধু মালিক নন। মেয়েটিসহ আরিয়ান নামের ওয়েটারটিও জড়িত বলে জানা গিয়েছে। প্রত্যেকের ভাগের টাকা নির্দিষ্ট করা থাকে। প্রতারণা করে পাওয়া টাকার মধ্যে ১৫ শতাংশ বর্ষার ভাগ, ৪০ শতাংশ ক্যাফে মালিক ও বাকি ৪৫ শতাংশ ক্যাফের ওয়েটাররা ভাগ করে নেন। জেরায় এই সব কথাই স্বীকার করেছেন অক্ষয়।


আরও পড়ুন - Rupa Yadav: সিরিয়ালের গল্প নয়, বাস্তব ঘটনা ! ৮ বছর বয়সে বিয়ে, ২ শিশু ও সংসার সামলে রূপা আজ ডাক্তার, লক্ষ্য একটাই


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।