World Water Day 2023: আজ বিশ্ব জল দিবস (World Water Day)। বিশ্বের বিভিন্ন দেশেই জলের অভাবের কথা আজকাল প্রায়শই সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রকাশ্যে আসে। তাই এই বিশ্ব জল দিবসে আমাদের সকলের উচিত কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া। জলের পাশাপাশি নিকাশি সংক্রান্ত সমস্যা দূর করারও চেষ্টা করা প্রয়োজন। প্রত্যেকেরই উচিত ছোট ছোট পদক্ষেপ নেওয়া। প্রতিদিনের জীবনে আমরা যেভাবে জল ব্যবহার করি, যতটা পরিমাণে জল ব্যবহার করি, যে যে কাজে যেভাবে জল আমাদের প্রয়োজন হয়- এই সবক্ষেত্রেই ছোট ছোট পদক্ষেপ একটা বড় পরিবর্তন আনতে পারে যা সমাজের পক্ষে হিতকর। Water Action Agenda- তে আপনার প্রতিশ্রুতি যুক্ত হবে। আর এই Water Action Agenda উপস্থাপন করা হবে UN 2023 Water Conference- এ। গত ৫০ বছরে এই প্রথম এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। জলের সঠিক ব্যবহারের মাধ্যমে অভাব দূর করার ক্ষেত্রে এই পদক্ষেপের মাধ্যমেই একত্রিত হবে গোটা বিশ্ব। তাই আপনার পক্ষে যতটা সম্ভব ততটাই করুন। 


বিশ্ব জল দিবসে যে সমস্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন


জলের অপচয় কমিয়ে বাঁচানো- সারাদিনে বিভিন্ন কাজের সময় জলের অপচয় করে থাকি আমরা। সেদিকে নজর দেওয়া প্রয়োজন। স্নানের সময় অতিরিক্ত জল খরচ না করা, দাঁত মাজা, বাসন মাজা, রান্না করা ইত্যাদি কাজের সময় লাগাড়ে জলের কল খুলে না রাখা- এইসব ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে জলের অপচয় বন্ধ করা সম্ভব।


এমন খাবার খাওয়া প্রয়োজন যা স্থানীয় খাবার এবং সে খাবার তৈরিতে কম জল প্রয়োজন হয় সেই রকম খাবার খাওয়া প্রয়োজন। 


কিছু ট্যাবু ভাঙা প্রয়োজন- জলের ব্যবহারের সঙ্গে সঠিক নিকাশি এবং বাথরুমের ব্যবস্থা আর মেন্সট্রুয়েশনের বিষয় যে জড়িত সেটা বুঝতে হবে সকলকে।


প্রতিদিন আপনি যে জল ব্যবহার করেন তা কোথা থেকে আসছে, কীভাবে ছড়িয়ে পড়ছে এবং অপচয় হওয়া জলের কী ব্যবস্থা হচ্ছে সেদিকেও নজর দেওয়া প্রয়োজন।


মহিলা এবং পুরুষ, উভয়ের ক্ষেত্রেই জল ব্যবহারের উপকারিতা রয়েছে। তাই এক্ষেত্রে ভেদাভেদ না করাই মঙ্গলের। এর পাশাপাশি জলের সঠিক ভাবে সংরক্ষণ প্রয়োজন। সেই সঙ্গে গাছ লাগানো দরকার, যাতে বন্যা-ক্ষরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ এড়ানো সম্ভব হয়। 


বাড়িতে কোনও জলের পাইপে লিকেজ থাকলে অবিলম্বে তা সারিয়ে ফেলা প্রয়োজন। কারণ এর মাধ্যমেও অনেক জল অপচয় হয়। নিজের এলাকায় কীভাবে সঠিক ভাবে জল সরবরাহ করা সম্ভব, জল সংরক্ষণ করা সম্ভব এবং জলের অপচয় বন্ধ করা যায় সেই প্রসঙ্গে নজর দিতে হবে।


জল দূষণ বন্ধ করা উচিত। অর্থাৎ জলের মধ্যে আবর্জনা ফেলা একেবারেই উচিত নয়। সেই সঙ্গে যে এলাকায় আপনি থাকেন সেখানকার সমস্ত জলাশয়, নদী, পুকুর এইসব পরিষ্কার রাখা প্রয়োজন। 


আরও পড়ুন- প্রবল গ্রীষ্মে কি গরম জলে স্নান করা উচিত ?