Live Updates: বিজেপিকে অসমের ইতিহাস, পরিচয়, সংস্কৃতি ও ভাষা ধ্বংস করতে দেবে না কংগ্রেস, গুয়াহাটির জনসভায় রাহুল

‘প্রধানমন্ত্রী মিথ্যা বলছেন’, এই মন্তব্যেরও পুনরাবৃত্তি করেছেন রাহুল। বিজেপি তাঁর দাবি ‘মিথ্যা’ বলে খারিজ করলেও রাহুল আবারও দেশে ডিটেনশন সেন্টার থাকা নিয়ে প্রধানমন্ত্রী অসত্য বলছেন বলে অভিযোগ করেন। বিজেপি তাঁকে ‘বছরের সেরা মিথ্যাবাদী’ বলেছে। এ নিয়ে আজ তাঁর প্রতিক্রিয়া চাওয়া হলে রাহুল সাংবাদিকদের বলেন, আমি একটা ভিডিও ট্যুইট করেছি যাতে নরেন্দ্র মোদি বলছেন, ভারতে কোনও ডিটেনশন সেন্টারই নেই। আর একই ভিডিওতে একটা ডিটেনশন সেন্টারের ছবি রয়েছে। সুতরাং আপনারাই ঠিক করুন, কে মিথ্যা বলছে?

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 28 Dec 2019 07:51 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: জাতীয় জনসংখ্যা পঞ্জী (এনপিআর), জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) ২০১৬-র নোটবন্দির সিদ্ধান্তের চেয়েও খারাপ পদক্ষেপ, আরও বড় বিপর্যয় ডেকে আনবে বলে দাবি রাহুল গাঁধীর। শনিবার এখানে কংগ্রেসের ১৩৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে...More

শেষ পর্যন্ত কংগ্রেস নেতার পরিবারের সঙ্গে দেখা করে পরে প্রিয়ঙ্কা বলেন, দারাপুরিজির পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় আমায় বাধা দেয় উত্তরপ্রদেশ পুলিশ। এক মহিলা পুলিশকর্মী হেনস্থা করেছেন আমায়। এক দলীয় কর্মীর টু-হুইলারে চেপে যাচ্ছিলাম, ওরা ঘিরে ধরে আমায়। তারপর সেখান থেকে হেঁটে গন্তব্যে পৌঁছাই।