অযোধ্যা-মামলা: কাল রায় ঘোষণা সুপ্রিম কোর্টের, 'ফয়সলা যে দিকেই যাক, কারও হার-জিত হবে না', টুইট প্রধানমন্ত্রীর

শুক্রবার, আইনশৃঙ্খলার পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার হাল-হকিকৎ খতিয়ে দেখতে উত্তরপ্রদেশের মুখ্যসচিব রাজেন্দ্র কুমার তিওয়ারি ও রাজ্য পুলিশের ডিজি ওমপ্রকাশ সিংহের সঙ্গে বৈঠক করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 08 Nov 2019 11:41 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: শনিবারই অযোধ্যা-মামলার রায়। আগামীকাল সকাল সাড়ে ১০টা নাগাদ অযোধ্যা মামলার রায় দেবে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। খবর সংবাদসংস্থা সূত্রে।   আগামীকাল, শনিবারই সম্ভবত হতে চলেছে বহু-প্রতিক্ষীত অযোধ্যা-মামলার রায়দান। তার আগে শুক্রবার,...More