বুথ ফেরত সমীক্ষা: দিল্লিতে বাজিমাত করতে চলেছে আপ-ই, ৫১ থেকে ৬৫ আসনে জয়ী হতে পারে কেজরীবালের দল, বিজেপি পেতে পারে ৩-১৭ আসন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
08 Feb 2020 10:25 PM
এবিপি-সি ভোটার বুথ ফেরত সমীক্ষার চূড়ান্ত পরিসংখ্যান অনুযায়ী, আম আদমি পার্টি পেতে পারে ৫১ থেকে ৬৫ আসন। বিজেপি জিততে পারে ৩-১৭ আসনে। কংগ্রেস পেতে পারে ০-৩ আসন।
সবমিলিয়ে সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত, দিল্লিতে ফের একবার ঝাড়ু ঝড়ে বিধ্বস্ত হতে পারে বিজেপি।সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় আম আদমি পার্টি ৪৯ থেকে ৬৩টি আসনে জয়ী হতে পারে। অর্থাত্ সহজেই কেজরীবালের দলের সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার পেরিয়ে যাওয়ার জোরাল সম্ভাবনা। গত বিধানসভা নির্বাচনে আপ ৬৭ আসন পেয়েছিল। সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী, এবার আসন সংখ্যা কিছুটা কমতে পারে তাদের।
৫ থেকে ১৯টি আসন পেতে পারে বিজেপি। অর্থাত্ দিল্লি ফের একবার নরেন্দ্র মোদি-অমিত শাহের হাতের বাইরেই থেকে যেতে পারে। গত বিধানসভা নির্বাচনে তাদের প্রাপ্ত আসন ছিল ৩। এবার সেই সংখ্যা কিছুটা বাড়তে বলেই ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়।
অন্যদিকে, কংগ্রেস সর্বাধিক ৪টি আসন পেতে পারে। কিংবা এবারও তাদের ফের খালি হাতেই ফিরতে হতে পারে বলে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত।
ভোট শতাংশের বিচারে বিকেল ৫টা পর্যন্ত ভোটের ভিত্তিতে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় আভাস মিলেছে, ৭০ আসনের দিল্লি বিধানসভায়, কেজরিওয়ালের আম আদমি পার্টি একাই ৫০.৪ শতাংশ ভোট পেতে পারে।বিজেপি পেতে পারে ৩৬ শতাংশ ভোট। সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, একসময় টানা ১৫ বছর দিল্লির ক্ষমতায় থাকা কংগ্রেস এবার মাত্র ৯ শতাংশ ভোট পেতে পারে। অন্যান্যরা পেতে পারে ৪.৭ শতাংশ ভোট।
৫ থেকে ১৯টি আসন পেতে পারে বিজেপি। অর্থাত্ দিল্লি ফের একবার নরেন্দ্র মোদি-অমিত শাহের হাতের বাইরেই থেকে যেতে পারে। গত বিধানসভা নির্বাচনে তাদের প্রাপ্ত আসন ছিল ৩। এবার সেই সংখ্যা কিছুটা বাড়তে বলেই ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়।
অন্যদিকে, কংগ্রেস সর্বাধিক ৪টি আসন পেতে পারে। কিংবা এবারও তাদের ফের খালি হাতেই ফিরতে হতে পারে বলে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত।
ভোট শতাংশের বিচারে বিকেল ৫টা পর্যন্ত ভোটের ভিত্তিতে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় আভাস মিলেছে, ৭০ আসনের দিল্লি বিধানসভায়, কেজরিওয়ালের আম আদমি পার্টি একাই ৫০.৪ শতাংশ ভোট পেতে পারে।বিজেপি পেতে পারে ৩৬ শতাংশ ভোট। সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, একসময় টানা ১৫ বছর দিল্লির ক্ষমতায় থাকা কংগ্রেস এবার মাত্র ৯ শতাংশ ভোট পেতে পারে। অন্যান্যরা পেতে পারে ৪.৭ শতাংশ ভোট।
দক্ষিণ দিল্লিতেও বাজিমাত করতে পারে আপ। বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী, এখানে আপ পেতে পারে ৭-৯ আসন। বিজেপি পেতে পারে ০-২ আসন। কংগ্রেস এখানে একটি আসন পেতে পারে। এখানে আপ পেতে পারে ৪৬ শতাংশ ভোট, বিজেপি ৩৪ শতাংশ এবং কংগ্রেস ১৩ শতাংশ ভোট পেতে পারে।
বুথফেরত সমীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে, উত্তর-পশ্চিম দিল্লিতেও ক্লিন সুইপ করতে চলেছে আম আদমি পার্টি। ৮ থেকে ১০ আসনে জিততে পারে দিল্লির ক্ষমতাসীন দল। অন্যদিকে, বিজেপি ২ আসন পেতে পারে। এখানে কংগ্রেসের খাতা শূন্যই থাকবে বলে সমীক্ষায় পূর্বাভাস। এখানে আপ ৪৭ শতাংশ, বিজেপি ৩৪ শতাংশ এবং কংগ্রেস ১০ শতাংশ ভোট পেতে পারে।
উত্তর-পূর্ব দিল্লিতেও প্রতিপক্ষদের অনেকটাই পিছনে ফেলেছে আপ। বুথফেরত সমীক্ষা অনুযায়ী, আপ পেতে পারে ৭-৯ আসন। বিজেপি ১-৩ আসন। কংগ্রেস এখানে পেতে পারে একটি আসন। এখানে আপ ৫১ শতাংশ, বিজেপি ৩৬ শতাংশ এবং কংগ্রেস পেতে পারে ১০ শতাংশ ভোট।
নয়াদিল্লি সংসদীয় ক্ষেত্রে আপ ৪৯ শতাংশ, বিজেপি ৩৭ শতাংশ এবং কংগ্রেস ৮.৫ শতাংশ ভোট পেতে পারে।
নয়াদিল্লি সংসদীয় কেন্দ্রে বুথফেরত সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী বিজেপি পেতে পারে ১-৩ আসন। আপ ৭-৯ আসনে জয়ী হতে পারে। এখানে কংগ্রেসকে খালি হাতেই ফিরতে হচ্ছে বলে সমীক্ষায় ইঙ্গিত মিলেছে।
পূর্ব দিল্লিতে আপ পেতে পারে ৫৪ শতাংশ ভোট। বিজেপি ৩৪ এবং কংগ্রেস ৯ শতাংশ ভোট পেতে পারে।
এবিপি নিউজ-সি ভোটার বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী, পূর্ব দিল্লিতেও পাল্লাভারী অরবিন্দ কেজরীবালের দলের। এখানে ৬-৮ আসনে জিততে পারে আপ। বিজেপি পেতে পারে ১-৩ আসন। অন্যদিকে, কংগ্রেস জিততে পারে একটি আসনে।
এবিপি নিউজ-সি ভোটার বুথফেরত সমীক্ষায় প্রথমে দিল্লির চাঁদনি চক এলাকার সম্ভাব্য ফলাফলের তথ্য সামনে এসেছে। সমীক্ষা অনুযায়ী, আম আদমি পার্টি পেতে পারে ৫২ শতাংশ ভোট, বিজেপির ঝুলিতে যেতে পারে ৪০ শতাংশ ভোট। কংগ্রেস মাত্র ৫.৬ শতাংশ ভোট পেতে পারে। এই সংসদীয় আসন এলাকায় ১০ আসন রয়েছে। এরমধ্যে ৭-৯ টি আসন পেতে পারে আম আদমি পার্টি। বিজেপি পেতে পারে ১-৩ আসন। কংগ্রেস পেতে পারে একটি আসন।
প্রেক্ষাপট
নয়াদিল্লি: নির্বিঘ্নেই মিটল দেশের রাজধানীর বিধানসভা নির্বাচন! বিকেল ৫টা পর্যন্ত দিল্লিতে ভোট পড়ল ৫৭ শতাংশ। সিএএ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে কাদের ক্ষমতায় আনবে দিল্লিবাসী? আম আদমি পার্টি ক্ষমতা ধরে রাখতে পারবে? লোকসভার সাফল্যের ডিভিডেন্ট পাবে বিজেপি? কংগ্রেসের অবস্থা কতটা বদলাবে? উত্তর মঙ্গলবার।
তার আগে নজর রাখা যাক বুথ ফেরত সমীক্ষার ফলাফলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -