বুথ ফেরত সমীক্ষা: দিল্লিতে বাজিমাত করতে চলেছে আপ-ই, ৫১ থেকে ৬৫ আসনে জয়ী হতে পারে কেজরীবালের দল, বিজেপি পেতে পারে ৩-১৭ আসন

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 08 Feb 2020 10:25 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: নির্বিঘ্নেই মিটল দেশের রাজধানীর বিধানসভা নির্বাচন! বিকেল ৫টা পর্যন্ত দিল্লিতে ভোট পড়ল ৫৭ শতাংশ। সিএএ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে কাদের ক্ষমতায় আনবে দিল্লিবাসী? আম আদমি পার্টি ক্ষমতা ধরে রাখতে পারবে?...More

এবিপি-সি ভোটার বুথ ফেরত সমীক্ষার চূড়ান্ত পরিসংখ্যান অনুযায়ী, আম আদমি পার্টি পেতে পারে ৫১ থেকে ৬৫ আসন। বিজেপি জিততে পারে ৩-১৭ আসনে। কংগ্রেস পেতে পারে ০-৩ আসন।