LIVE UPDATES: এই বাজেটে আয় ও লগ্নি, চাহিদা ও কেনাবেচা বাড়বে, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ব্যবস্থা, বললেন প্রধানমন্ত্রী

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 01 Feb 2020 05:27 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: এক বছর ধরে চলছে দেশের আর্থিক মন্দা। বৃদ্ধি নিম্নগামী, কর্মসংস্থানও আশানুরূপ নয়। এই পরিস্থিতিতে আজ সংসদে দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।...More

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবারের বাজেট সম্পর্কে বলেছেন, দেশে ১০০ বিমানবন্দর তৈরির লক্ষ্য পর্যটন ক্ষেত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পর্যটন ক্ষেত্রে কম লগ্নিতে বেশি কর্মসংস্থান ও অর্থোপার্জনের সংস্থান রয়েছে।
কর্মসংস্থানের মূল ক্ষেত্র কৃষি, পরিকাঠানো, বস্ত্র ও প্রযুক্তি। কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এই চারটি ক্ষেত্রে এবারের বাজেটে অনেক বেশি জোর দেওয়া হয়েছে।
তিনি বলেছেন, কৃষিক্ষেত্রে ১৬ অ্যাকশন পয়েন্ট আনা হয়েছে, যা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন করবে, বেকারদের কর্মসংস্থান হবে।আয়ুষ্মান ভারত প্রকল্প দেশের স্বাস্থ্য ক্ষেত্রকে নতুন দিশা দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, বাজেটে যুবসমাজের কর্মদক্ষতা উন্নয়নের দিকেও নজর দেওয়া হয়েছে। কর্মসংস্থানের জন্য বিনিয়োগ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী বলেছেন, বিদেশি বিনিয়োগেকারীদের জন্য করছাড়ের ব্যবস্থা করা হয়েছে।কর ব্যবস্থার সরলীকরণে যথাযথ ব্যবস্থা করা হয়েছে।ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৫ কোটি টাকা পর্যন্ত অডিট প্রয়োজন হবে না।
তিনি বলেছেন, বাজেটে অন্যতম বড় সিদ্ধান্ত ব্যাঙ্কে আমানত বিমার সীমা ১ লক্ষ থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা।