LIVE UPDATES: লালগোলায় একাধিক ট্রেনে আগুন, ‘গণতান্ত্রিক পথে আন্দোলন করুন, গণ্ডগোল করলে ছাড় নয়’, বার্তা মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদের সাগরদিঘির পোড়াডাঙা স্টেশনেও নাগরিকত্ব আইনের প্রতিবাদে চলছে অবরোধ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 14 Dec 2019 09:16 PM
কোথাও পুড়ল ট্রেন, কোথাও ভস্মীভূত হল স্টেশন। জেলায় জেলায় লাইন আটকে অবরোধ। এ সবের জেরে বিপর্যস্ত রেল পরিষেবা। চরমে যাত্রী ভোগান্তি।পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সাধারণ মানুষের কাছে সহযোগিতার আবেদন জানাল পূর্ব রেল কর্তৃপক্ষ।
জাতীয় নাগরিক পঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভের জের। বাতিল একাধিক ট্রেন। বাতিল করা হয়েছে, হাওড়া-দিঘা এসি এক্সপ্রেস, হাওড়া-পুণে দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-তিরুপতি হামসফর এক্সপ্রেস, হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস, হাওড়া-এর্নাকুলাম অন্ত্যোদয় এক্সপ্রেস ও হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস।
খড়গপুরে বাতিল হাওড়ামুখী ১টি দূরপাল্লার ট্রেন। বাতিল ভদ্রক-হাওড়া প্যাসেঞ্জার। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে হাওড়া-মুম্বই গীতাঞ্জলী এক্সপ্রেস এবং কুরলা এক্সপ্রেস। অন্যদিকে, সাঁকরাইলে অবরোধের জেরে মেচেদা স্টেশনে দাঁড়িয়ে হাওড়াগামী টাটা এক্সপ্রেস, ভুবনেশ্বর-টাটা এক্সপ্রেস।
ভারতের ঝাণ্ডা নিয়ে ভারতকে অপমান করা হয়েছে। ষড়য্ন্ত্রের শিকার হয়েছে বাংলার মানুষ
ভারতের ঝাণ্ডা নিয়ে ভারতকে অপমান করা হয়েছে। ষড়য্ন্ত্রের শিকার হয়েছে বাংলার মানুষ
মালদার হরিশ্চন্দ্রপুরে রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। মালদা-কাটিহার প্যাসেঞ্জারে পাথরবৃষ্টি। স্টেশনেও ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। বিক্ষোভ কালিয়াচকেও।
মালদার হরিশ্চন্দ্রপুরে রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। মালদা-কাটিহার প্যাসেঞ্জারে পাথরবৃষ্টি। স্টেশনেও ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। বিক্ষোভ কালিয়াচকেও।

মুর্শিদাবাদের কাছে দাঁড়িয়ে থাকা ট্রেনের একাধিক কামরায় আগুন। লালগোলার কাছে কৃষ্ণপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা একাধিক ট্রেনের কামরায় আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।
নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বুদ্ধিজীবী মহল। প্রেস ক্লাবে সাংবাদিক সন্মেলনে শিল্পী শুভাপ্রসন্ন, সাহিত্যিক আবুল বাশার, নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, শিল্পী প্রতুল মুখোপাধ্যায় সহ আরও একাধিক বিশিষ্টজনেরা।
নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বুদ্ধিজীবী মহল। প্রেস ক্লাবে সাংবাদিক সন্মেলনে শিল্পী শুভাপ্রসন্ন, সাহিত্যিক আবুল বাশার, নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, শিল্পী প্রতুল মুখোপাধ্যায় সহ আরও একাধিক বিশিষ্টজনেরা।
আবুল বাশার: আমাদের বুদ্ধিজীবীদের একটা সীমাবদ্ধতা রয়েছে। কলমের একটা সীমাবদ্ধতা রয়েছে। আমরা ধর্মে মুসলমান, তবে সংস্কৃতিতে হিন্দু। বাংলার সংস্কৃতির উন্নতি হয়েছে। একমাত্র মমতাই পারেন এই সমস্যার সমাধান করতে। বাংলায় সিএবি প্রয়োগ হবে না। এনআরসি হবে না, বলে দিয়েছেন মমতা। সঠিক রাজনৈতিক নেতৃত্বেই আন্দোলন হবে, আমরা সে পথেই যাব।
প্রতুল মুখোপাধ্যায়: অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমরা। আর এই বিপজ্জনক পরিস্থিতির জন্য দায়ী একটি বিপজ্জনক পার্টি। যার নাম বিজেপি। বিবেকানন্দকে বাদ দিয়ে ওরা হয়েছে বিভেদানন্দ। বিভেদেই ওদের আনন্দ। সমস্ত মানুষের জনবিক্ষোভ ছাড়া এমন বিপদকে তাড়ানো যাবে না। বিক্ষোভ যেন প্রচণ্ড রকম আইন শৃঙ্খলা ভঙ্গের দিকে যেন না যায়। সবাইকে এক সঙ্গে নিয়ে এগোবে। তবে তা কখনই রেল লাইনে ট্রেন চালকের দিকে পাথর ছুড়ে নয়।
গণতান্ত্রিক পথে আন্দোলন করুন, কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না। পথ অবরোধ, রেল অবরোধ করবেন না। সাধারণ মানুষের ভোগান্তি বরদাস্ত করা হবে না। যাঁরা গন্ডগোল করছেন, রাস্তায় নেমে আইন হাতে তুলে নিচ্ছেন, তাঁদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। বাসে আগুন লাগিয়ে, ট্রেনে পাথর ছুড়ে, সরকারি সম্পত্তি নষ্ট করলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বললেন মুখ্যমন্ত্রী।
পশ্চিম মেদিনীপুরের গড়বেতার হেতোচোল ও বোষ্টম মোড়ে আগুন জ্বালিয়ে পথ অবরোধ। ঘণ্টাদেড়েক পর অবরোধ উঠে যায়।
হাওড়ায় কোনা এক্সপ্রেসওয়ের গড়ফা ব্রিজের কাছে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ।৬টি বাস ভাঙচুর করে আগুন, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি। লাঠিচার্জ পুলিশের। যান চলাচল বন্ধ। পাশাপাশি, ডোমজুড়ের সলপ মোড়ে ৬ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ হয়। আধঘণ্টা পর অবরোধ তুলে দেয় পুলিশ। সাঁকরাইল স্টেশনে টিকিট কাউন্টারে আগুন, চাঁপাতলা মোড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। বাউড়িয়া ও নলপুর স্টেশনেও অবরোধ হয়। অন্যদিকে, গতকাল উলুবেড়িয়া স্টেশনে ভাঙচুরের জেরে আজ ৬ নম্বর প্ল্যাটফর্মে অস্থায়ী টিকিট কাউন্টার তৈরি করে, সেখান থেকে যাত্রীদের টিকিট কাটতে অনুরোধ করা হয়েছে।
বীরভূমের মুরারই স্টেশনে রেল অবরোধ। তার আগে মিছিল করে অবরোধকারীরা। এরপর রেললাইনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার তালাই মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ। ঘণ্টাতিনেক পর অবরোধ ওঠে। সুতি থানার সাজুর মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে যাত্রীদের নামিয়ে ৩টি সরকারি বাস ভাঙচুর, একটিতে আগুন লাগানো হয়। সাগরদিঘির পোড়াডাঙা স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভকারীরা। তার জেরে জঙ্গিপুর স্টেশনে আটকে পড়ে হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস। প্রায় ৪ ঘণ্টা পর পোড়াডাঙা স্টেশনে অবরোধ ওঠে। নিমতিতা স্টেশনেও বিক্ষোভ-অবরোধ হয়। ফরাক্কার সাঁকোপাড়া স্টেশনে হাওড়া-মালদা টাউন প্যাসেঞ্জার ট্রেন আটকে অবরোধ। রেললাইনের পাশে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। সামশেরগঞ্জ থানা এলাকায় বাসুদেবপুর হল্ট স্টেশনে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় অবরোধকারীরা। লালগোলার পণ্ডিতপুরে রাজ্য সড়ক অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ। অন্যদিকে, গতকাল বেলডাঙা স্টেশনে আগুন লাগিয়ে দেওয়ায় লালগোলা থেকে পলাশি পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ। আজ সকালে ফের বেলডাঙা স্টেশনে রেলের যন্ত্রাংশে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। আগুন নেভাতে যাওয়ায় দমকলের গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়।
শিয়ালদা-হাসনাবাদ শাখার কাঁকড়া মির্জানগর ও ষন্ডালিয়া স্টেশনে রেল অবরোধ।টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়। শিয়ালদা-হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টাতিনেক পর কাঁকড়া মির্জানগর স্টেশনে অবরোধ ওঠে। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয় হাসনাবাদের হরিপুরে। আমডাঙার আওয়াল সিদ্ধি মোড়ে জলের পাইপ ফেলে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ। তার জেরে হাবড়া-নৈহাটি রোডও অবরুদ্ধ। শাসন থানার গোলাবাড়ি মোড়ে টাকি রোড অবরোধ। যাত্রীদের অটো-টোটো থেকে নামিয়ে দেন অবরোধকারীরা। রেহাই মেলেনি পরীক্ষার্থীদেরও। দত্তপুকুরের কদম্বগাছিতেও টাকি রোড অবরোধ করা হয়। দেগঙ্গার কচুয়ায় বাবর আলি মোড়েও অবরোধ।
মৌড়িগ্রাম, সাঁকরাইল, নলপুর লাইনে সব ট্রেন বন্ধ।
সাঁকরাইলেও চলছে ট্রেন অবরোধ। হাওড়া দক্ষিণ-পূর্ব শাখায় ব্যাহত ট্রেন চলাচল। চাঁপাতলা মোড়েও আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় অবরোধকারীরা। অন্যদিকে, গতকাল উলুবেড়িয়া স্টেশনে ভাঙচুরের জেরে আজ ৬ নম্বর প্ল্যাটফর্মে অস্থায়ী টিকিট কাউন্টার তৈরি করে, সেখান থেকে যাত্রীদের টিকিট কাটতে অনুরোধ করা হয়েছে।
সুতি থানার সাজুর মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে যাত্রীদের নামিয়ে ৩টি সরকারি বাস ভাঙচুর।
হাওড়ায় কোনা এক্সপ্রেসওয়ের গড়ফা ব্রিজের কাছে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ। অন্তত ৬টি বাস ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি। পাল্টা লাঠিচার্জ পুলিশের। ডোমজুড়ের সলপ মোড়ে ৬ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ হয়। আধঘণ্টা পর অবরোধ তুলে দেয় পুলিশ। সাঁকরাইলের চাঁপাতলা মোড়েও আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান অবরোধকারীরা।
শাসনে অবরোধ চলছে টাকি রোডে। পরীক্ষার্থীদের ভোগান্তি, আটকে পড়েছেন রাস্তায়। অবরুদ্ধ আমডাঙা-সোনাডাঙা মেন রোড। মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনেও রাস্তা অবরোধ চলছে। অবরুদ্ধ হাওড়ার সাঁকরাইলের রাস্তা। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় রাস্তা অবরোধ।
বীরভূমের মুরারই স্টেশনে রেল অবরোধ। স্টেশনে ভাঙচুরের জেরে খোলা হল অস্থায়ী কাউন্টার।
আমডাঙার আওয়াল সিদ্ধি মোড়ে জলের পাইপ ফেলে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ। তার জেরে হাবড়া-নৈহাটি রোডও অবরুদ্ধ।
কোনা এক্সপ্রেসওয়ের ওপর গড়ফা ব্রিজের কাছে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ।
হাওড়ার সাঁকরাইলেও চলছে বিক্ষোভ অবরোধ।
মুর্শিদাবাদের সাজুর মোড়ে সরকারি বাস বাঙচুর করল বিক্ষোভকারীরা।
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার তালাই মোড় ও সুতি থানার সাজুর মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ। টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু হয়। ব্যাহত যান চলাচল। সাগরদিঘির পোড়াডাঙা স্টেশনে রেল অবরোধ। তার জেরে জঙ্গিপুর স্টেশনে আটকে পড়েছে ইন্টারসিটি এক্সপ্রেস। নিমতিতা স্টেশনেও বিক্ষোভ-অবরোধ। গতকাল বেলডাঙা স্টেশনে আগুন লাগিয়ে দেওয়ায় লালগোলা থেকে পলাশি পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ।
হাওড়ার ডোমজুড়ের শলপ মোড়ের ৬ নম্বর জাতীয় সড়কে অবরোধ চলছে। টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ।
জঙ্গিপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ইন্টারসিটি এক্সপ্রেস।

প্রেক্ষাপট

কলকাতা: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আজ সকাল থেকে অবরোধ শুরু হয়েছে শিয়ালদহ-হাসনাবাদ শাখায়। কাঁকড়া মির্জানগর ও ষন্ডালিয়া স্টেশনে অবরোধ চলছে। আপাতত ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ। লাইনের ওপর টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ।

মুর্শিদাবাদের সুতির কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে অবরোধ চলছে। মুর্শিদাবাদের সাগরদিঘির পোড়াডাঙা স্টেশনেও নাগরিকত্ব আইনের প্রতিবাদে চলছে অবরোধ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.