ওয়ানাড: প্রবল বর্ষণের ফলে ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে কেরলের ওয়ানাড (Landslide-Hit Wayanad)। প্রচুর মানুষের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগের রাস্তা। বৃহস্পতিবার ওয়ানাডের ভূমিধসে বিপর্যস্ত চুরালমালা থেকে মুন্ডাকাই পর্যন্ত ১৯০ ফুট লম্বা একটি বেইলি ব্রিজ খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নতুন ইতিহাস গড়ল ভারতীয় সেনা (Indian Army)। ২৪ টন পর্যন্ত ওজন বইতে সক্ষম ওই সেতুটি তৈরি করা হয়েছে উদ্ধার কাজ আরও দ্রুত করার জন্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯০ ফুটের ওই বেইলি ব্রিজটি তৈরির কাজ ভারতীয় সেনা শুরু করেছিল ৩১ জুলাই রাত ৯টার সময়। ব্রিজটি সম্পূর্ণ তৈরি হয় পয়লা অগাস্ট বিকেল সাড়ে পাঁচটায়। মোট ১৬ ঘণ্টায় ব্রিজটি তৈরি করে ফেলেন ভারতীয় সেনা জওয়ানরা।
রেকর্ড সময়ে ব্রিজটির তৈরির পর ভারতীয় সেনা জওয়ানদের উচ্ছ্বসিত প্রশংসা করে টুইট করেন ত্রিবান্দ্রমে থাকা প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ভারতীয় সেনার মাদ্রাজ ইঞ্জিনিয়ারিস গ্রুপের মেজর সীতা শালকে ও তাঁর দলকে কুর্নিশ। যাঁরা সমস্ত প্রতিকূলতাকে অগ্রাহ্য করে ওয়ানাডে ৩১ জুলাই রাত ৯টার সময় ২৪ টন ওজন বইতে সক্ষম ১৯০ ফুট লম্বা ব্রিজ তৈরির কাজ শুরু করে পয়লা অগাস্ট বিকেল সাড়ে পাঁচটার সময় তা তৈরি করতে সক্ষম হন। মাত্র ১৬ ঘণ্টার মধ্যে এই কাজ করেছেন তাঁরা।
ভারতীয় সেনার তরফে আরও জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যেই ব্রিজ তৈরির কাজ শেষ হয়ে যেত। কিন্তু, প্রবল বৃষ্টির ফলে বারবার ব্রিজ তৈরির কাজে ব্যাঘাত ঘটে। যার ফলে দেরি হয়ে যায়।
ভারতীয় সেনার সাউদার্ন কমান্ডের তরফেও টুইট করে এই ব্রিজ তৈরির কাজে লিপ্ত থাকা সেনা জওয়ানদের ভূয়সী প্রশংসা করা হয়। যেভাবে প্রতিকূল আবহাওয়া, জলের গতিবেগ, ধ্বংসস্তূপ ও অন্যান্য বাধাকে অগ্রাহ্য করে সেনা জওয়ানরা ব্রিজটির তৈরি করেছেন তার জন্য তাঁদের কুর্নিশ জানানো হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।