জয়পুর : ভোররাতে একের পর এক কম্পন (Earthquake)। টানা তিন তিনবার। তাও মাত্র আধ ঘণ্টার মধ্যে। মাত্র ৩০ মিনিট সময়ের ব্যবধানে তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল জয়পুর (Jaipur Earthquake)। রাজস্থানের রাজধানী শহরে মাঝরাতে একের পর এক কম্পনে কেঁপে ওঠেন শহরবাসী।


ন্যাশনাল সেন্টার ফর সিমসোলজি (National Center for Seismology) টানা কয়েকটি ট্যুইটে জানিয়েছে, ভোররাত ৪ টে ৯ মিনিটে প্রথম ভূকম্পন অনুভূত হয় জয়পুরে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৪। যার কিছুক্ষণ পরেই ভোররাত ৪ টে ২২ মিনিট ও তার ঠিক তিন মিনিট পর ভোররাত ৪ টে ২৫ মিনিটে আরও দুটি ভূ কম্পন অনুভূত হয়েছে জয়পুরে। যে দুটি কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৩.১ ও ৩.৪। শুধু জয়পুরই নয়, রাজস্থানের একাধিক জায়গাতে কম্পন অনুভূত হয়েছে। প্রথম কম্পনের ক্ষেত্রে তা সৃষ্টি হয়েছিল মাটির ১০ কিলোমিটার নিচে। দ্বিতীয়টির ক্ষেত্রে যা ছিল ৫ কিলোমিটার। তৃতীয় তথা শেষ কম্পনের কেন্দ্রস্থলও ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নিচে।


যদিও সৌভাগ্যবশত, ভূমিকম্পের জেরে কোনও হতাহতের খবর নেই। যদিও বারবার কম্পনের জেরে জয়পুর সহ রাজস্থানের একাধিক এলাকার মানুষ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন। ভোররাতে টানা তিনটি কম্পনের পরে অনেকেই বাড়ি ছেড়ে বেরিয়েও আসেন। বারবারের কম্পনের পর রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া ট্যুইট করেন, জয়পুর সহ রাজ্যের একাধিক জায়গায় একাধিক কম্পন অনুভূত হয়েছে। আশা করি সকলে সুস্থ রয়েছেন।


                                                                                                       






 


আরও পড়ুন- তিনটি ভাগ ২১ জুলাইয়ের মূল মঞ্চের, বাঁ দিক ঘেষে তৃণমূল সুপ্রিমোর বক্তব্য রাখার পোডিয়াম


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন         https://t.me/abpanandaofficial