এক্সপ্লোর
Advertisement
৩ বোনই বিয়ে করেছেন ১ জনকে, মিলেমিশে পালন করলেন করওয়া চওথ
এক সঙ্গে এঁরা থাকেন কাঁসিরাম কলোনিতে, তিন বোনেরই দুটি করে সন্তান রয়েছে।
চিত্রকূট: সতীন কাঁটা সরাতে কিছুদিন আগেও মেয়েরা ব্রত, উপোস করত। সুয়োরানি, দুয়োরানির অশান্তি তো বাচ্চাদেরও অজানা নয়। কিন্তু উত্তর প্রদেশের এই বাসিন্দা সত্যিই ভাগ্যবান। তিন তিনজন স্ত্রী তাঁর, মিলে মিশে তিনজন করওয়া চওথে তাঁর দীর্ঘ জীবন কামনা করেছেন।
উত্তর প্রদেশের চিত্রকূট জেলার ওই বাসিন্দার নাম কৃষ্ণ। তাঁর তিন স্ত্রী- শোভা, রীনা আর পিঙ্কি। সম্পর্কে এঁরা তিন সহোদর বোন। ১২ বছর আগে একই অনুষ্ঠানে তিনজনকেই বিয়ে করে ফেলেন তিনি। এক সঙ্গে এঁরা থাকেন কাঁসিরাম কলোনিতে, তিন বোনেরই দুটি করে সন্তান রয়েছে।
তবে এই বিয়ে নিয়ে কৃষ্ণ বা তাঁর তিন বৌ, কেউ মুখ খুলতে রাজি নন। তাঁদের এক আত্মীয় জানিয়েছেন, তিন বৌ মিলেমিশেই থাকেন, তাঁদের মধ্যে কোনও ঝামেলা নেই। এবার এক সঙ্গে করওয়া চওথ পালন করেছেন তাঁরা, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
এই তিন বোন অশিক্ষিত নন, তিনজনেই স্নাতক। তাঁদের ছেলেমেয়েরাও যাতে মিলেমিশে থাকে সে দিকে নজর রয়েছে তাঁদের। ওই আত্মীয় জানিয়েছেন, কেউ আশা করেনি, ১২ বছর এই বিয়ে টিকে যাবে। কৃষ্ণও কখনও জানাননি, ঠিক কী পরিস্থিতিতে তাঁকে তিনজনকেই এক সঙ্গে বিয়ে করতে হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement