ভাদোদরা: একজন মহিলাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার হল চারজন। ঘটনাটি ঘটেছে গুজরাটের (Gujarat) ভাদোদরায় (Vadodara)। মৃত ওই মহিলার নাম বিদ্যা রমেশ ভাসাবা। তিনি ভাদোদরা জেলার শিনোর গ্রামে বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই মহিলা নিখোঁজ হয়ে গেছিলেন। পরে তাঁর মৃতদেহ ঝোপের আড়াল থেকে উদ্ধার হয়।
পুলিশের রিপোর্ট অনুযায়ী, ওই মহিলাকে ধর্ষণ ও খুনের অভিযোগে ধৃত চারজন ব্যক্তি হল প্রভীন শানাভাই ভাসাভা, কিরণ শানাভাই ভাসাবা, গঙ্গারাম গঙ্গুভাই ভাসাবা ও চুনিলাল মঙ্গলদাস। ধৃত চারজনের বাড়িই শিনোর ও আশপাশের গ্রামে।
তদন্তে জানা গেছে, মৃত মহিলার দেবর কিরণ শানাভাই ভাসাভার সন্দেহ ছিল যে বিদ্যা অন্য কোনও সম্পর্কে জড়িয়ে রয়েছে। পুলিশের তদন্তকারীরা জানিয়েছেন, নিজের সন্দেহের কথা বলে কিরণ বিদ্যাকে তার সঙ্গে বিয়ে করার জন্য চাপ দিত। কিন্তু, বিদ্যা তাতে রাজি হতেন না।
সেই রাগে বিদ্যাকে স্থানীয় মন্টোরস বোট ট্রেনিং সেন্টারে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে কিরণ ও তার তিন সঙ্গী। রক্তাক্ত অবস্থায় বিদ্যা যখন ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করছিলেন তখন তাঁকে ঝোপের মধ্যে ফেলে ফের ধর্ষণ করে অভিযুক্তরা। তারপর বিদ্যার পরনে থাকা ওড়নাটিকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরুদ্ধ করে খুন করে।
আরও পড়ুন: RG Kar Case: ঘটনার দিনের সিসিটিভি ফুটেজে 'গ্লিচ'? CJI-কে কী জানাল রাজ্য?
বর্তমানে ওই চার অভিযুক্তকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে পুলিশের তরফে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩ সালে শিনোর এলাকায় ৪০ বছরের এক মহিলাকে খুনের চেষ্টার অভিযোগে মহিলা সহ চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তদন্তে জানা গেছিল যে ধৃত মহিলার দাবি ছিল, তার স্বামীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে ছিলেন ওই মহিলা। তার শাস্তি দেওয়ার জন্য ওই মহিলাকে অর্ধনগ্ন করে টানতে টানতে একটি মাঠে নিয়ে যাওয়া হয়েছিল শাস্তি দেওয়ার জন্য। এই কাজে অভিযুক্ত মহিলাকে সাহায্য করেছিল তার ছেলে ও অন্য দুই ব্যক্তি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।