নয়াদিল্লি: দৈনিক গড়ে খুন ৮০! ধর্ষণের ঘটনা দিনে ৭৭ টি! ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি)-র রিপোর্টে ২০২০-র অপরাধের পরিসংখ্যানে এই তথ্যই উঠে এসেছে। বুধবার প্রকাশিত এই রিপোর্টে জানা গিয়েছে, ২০২০-তে সারা দেশে দৈনিক গড়ে ৮০ টি খুন ও ৭৭ টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ২০২০-তে দেশে মোট ২৯,১৯৩ টি খুনের ঘটনা নথিভূক্ত হয়েছে। এরমধ্যে সর্বাধিক খুনের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। সে রাজ্যে এই সংখ্যা ছিল ৩,৭৭৯। এরপরেই রয়েছে বিহার ( ৩,১৫০), মহারাষ্ট্র (২,১৬৩), মধ্যপ্রদেশ (২,১০১), পশ্চিমবঙ্গ (১,৯৪৮) এবং দিল্লি (৪৭২)। 


২০১৯-এ এনসিবি-র পরিসংখ্যান অনুযায়ী দৈনিক গড়ে ২০২০-র থেকে কম খুনের ঘটনা ঘটেছিল। ২০১৯-এ গড়ে দৈনিক খুনের সংখ্যা ছিল ৭৯। ২০২০-তে এই সংখ্যা ১ শতাংশ বেড়েছে। 


২০২০-তে দৈনিক গড়ে ৭৭ টি ধর্ষণের ঘটনা ঘটেছে। সবমিলিয়ে ২০২০-তে ২৮,০৪৬ ধর্ষণের ঘটনা নথিভূক্ত হয়েছে।  মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা ২০২০-তে আগের বছরের তুলনায় কিছুটা কমে হয়েছে ৩,৭১,৫০৩। ২০১৯-এ এই সংখ্যা ছিল ৪, ০৫,৩২৬। ২০১৮-তে এই সংখ্যা ছিল ৩,৭৮,২৩৬। 


২০১৯-এর তুলনায় অপহরণ ও তুলে নিয়ে যাওয়ার ঘটনা ২০২০-তে ১৯ শতাংশ কমেছে। ২০২০-তে অপহরণ ও তুলে নিয়ে যাওয়ার মতো মামলার সংখ্যা ৮৪,৮০৫। এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী, ২০১৯-এ এই সংখ্যা ছিল ১,০৫,০৩৬। 


International Day of Democracy 2021: আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আফগানিস্তান নিয়ে উদ্বেগ


পরিসংখ্যান অনুযায়ী, ২০২০-তে যে রাজ্যগুলিতে এ ধরনের অপরাধ সবচেয়ে বেশি দায়ের করা হয়েছে, সেগুলির মধ্যে প্রথম স্থানে উত্তরপ্রদেশ (১২,৯১৩)। এরপরই রয়েছে পশ্চিমবঙ্গ (৯,৩০৯), মহারাষ্ট্র (৮,১০৩), বিহার (৭,৮৮৯) এবং মধ্যপ্রদেশ (৭,৩২০)।


রিপোর্ট অনুসারে, দিল্লিতে ২০২০-তে অপহরণ ও তুলে নিয়ে নিয়ে যাওয়ার মামলার সংখ্যা ছিল ৪,০৬২। রিপোর্ট অনুসারে, ২০২০-তে ৮৪,৮০৫ টি অপহরণের মামলার শিকারের সংখ্যা ছিল ৮৮,৫৯০। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ ৫৬,৫৯১ জন ছিল শিশু। বাকিরা প্রাপ্তবয়স্ক।