LIVE UPDATE: নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯, সম্মতি রাষ্ট্রপতির

পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এই তিন প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় নির্যাতনের হাত থেকে বাঁচতে ভারতে পালিয়ে আসা অ-মুসলিম শরণার্থীদের এদেশের নাগরিকত্ব দেওয়াই লক্ষ্য এই বিলের।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 13 Dec 2019 12:04 AM
নাগরিকত্ব সংশোধনী বিলে (২০১৯) সম্মতি দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
নাগরিকত্ব সংশোধনী বিলে (২০১৯) সম্মতি দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
লোকসভার পর রাজ্যসভায়ও পাশ হল নাগরিকত্ব সংশোধন বিল। অভিনন্দন জানিয়ে ট্যুইট করলেন নরেন্দ্র মোদী।
ট্যুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, “সৌভ্রাতৃত্ব ও সহানুভূতিশীলতা, আজ ভারতের জন্য একটি ঐতিহাসিক দিন।”
রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধন বিল পাশ করিয়ে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নাগরিকত্ব সংশধোন বিলের বিরোধিতায় কংগ্রেস। ‘কালো দিন’ বললেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী।

প্রেক্ষাপট

নাগরিকত্ব সংশোধন বিল অবশেষে রাজ্যসভায় পাশ হল। বিলের পক্ষে পড়ল ১২৫টি ভোট। বিপক্ষে পড়ল ১০৫টি ভোট। দিনভর বিতর্কের পর রাতে ভোটাভুটিতে সংসদের উচ্চকক্ষে গৃহীত হওয়ার পর বিলটি আইনে পরিণত হল। লোকসভায় আগেই পাশ হয়েছে এই বিল। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এই তিন প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় নির্যাতনের হাত থেকে বাঁচতে ভারতে পালিয়ে আসা অ-মুসলিম শরণার্থীদের এদেশের নাগরিকত্ব দেওয়াই লক্ষ্য এই বিলের।





এর আগে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী সাংসদদের আনা বিলের ওপর একগুচ্ছ সংশোধনী ভোটাভুটিতে নাকচ হয়। তৃণমূল এনেছিল ১৪টি সংশোধনী। কংগ্রেস, সিপিএমও সংশোধনী আনে। কয়েকজন এমপি স্বরাষ্ট্রমন্ত্রীকে সংশোধনীগুলি শুভ উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে বলে সওয়াল করে সেগুলি গ্রহণ করতে আবেদন করেন। কিন্তু সবগুলির ওপরই ভোটাভুটি হয়। সবগুলিই পরাস্ত হয়।



শিবসেনা ওয়াকআউট করে ভোটাভুটির আগে। এতে শাসক শিবিরের সুবিধাই হয়। পরে ভোট বয়কট করেছেন কিনা, জানতে চাওয়া হলে দলের রাজ্যসভার নেতা সঞ্জয় রাউত বলেন, হ্যাঁ, শিবসেনা ভোটাভুটি বয়কট করেছে।


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.