কলকাতা: করোনাকালে শারীরিক দূরত্ব রেখে সামাজিক নৈকট্য বজায় রাখুন। অতিমারীতে প্রতিবেশী ও প্রশাসনের সহযোগিতা করুন। রাজ্যবাসীর কাছে বারবার এই একই অনুরোধ করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু কথার কথা নয়, নিজে সেই একই কাজ করে দৃষ্টান্ত রাখলেন খোদ রাজ্যের প্রশাসনিক প্রধান।


আরও পড়ুন: ‘মায়ের খুব পছন্দের ছিল শ্যামল’, স্মৃতিচারণায় বিমান, লাল পতাকা দিয়ে সম্মান সিপিএম-এর


পড়শি তিন দিন ধরে জ্বরে আক্রান্ত। জানতে পেরে নিজের দায়িত্বে পুলিশি সাহায্য নিয়ে প্রবীণ নাগরিককে হাসপাতালে ভর্তি করালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে সাংবাদিক সন্মেলনে একটি ঘটনার কথা উল্লেখ করে কলকাতা কর্পোরেশনকে সার্ভে করার পরামর্শ দেন তিনি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার পাশের বাড়িতে একজন একা থাকেন। তাঁর দুটো মেয়ে প্রফেসর। বড় মেয়ে কাল দেখতে এসেছে বলে জানতে পারল, ৩ দিন ধরে জ্বর ছিল। জানার পরই কালীঘাট থানার এসআই জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়ে এসেছে। যদি  জানতে না পারতাম, ওঁনার বড় মেয়ে যদি দেখতে না আসত তাহলে হয়ত তিনি মারাও যেতে পারতেন।”


আরও পড়ুন: মরণোত্তর দেহ দান করতে চেয়েছিলেন, সেই ইচ্ছা অপূর্ণই থেকে গেল, বললেন প্রয়াত শ্যামল চক্রবর্তীর কন্যা ঊষসী


এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দেন, কেএমসি ও পুলিশ যৌথ উদ্যোগে যেন একটি সার্ভে করে, যেখানে কলকাতায় একা থাকেন বা দু’জন থাকেন, সাহায্য করার কেউ নেই, এমন ফ্ল্যাটবাড়ির একটি তালিকা তৈরি করা হয়। শুধু কলকাতা নয়, হাওড়া, সল্টলেক এবং উত্তর ২৪ পরগনায় যেখানে করোনা বাড়ছে সেখানেও এই তালিকা তৈরির কথা বলেন তিনি। একই সঙ্গে রাজ্যবাসীকে কোভিড না লুকিয়ে চটজলদি চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। প্রয়োজনে রাজ্য সরকারের টেলিমেডিসিন-এ সাহায্য নেওয়ার কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।