নয়াদিল্লি: আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা দীপাবলি উৎসবের আগে খুশির খবর পেতে পারেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) ৩ শতাংশ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে। সকাল সাড়ে ১১ টায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হবে। এই বৈঠকে গতি শক্তি প্রকল্পও অনুমোদিত হবে বলে মনে করা হচ্ছে।  কিছুদিন আগেই এই প্রকল্পের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার এই বৈঠকে সমস্ত সরকারি প্রকল্পের রূপায়ন ও নজরদারি সম্পর্কে প্রেজেন্টেশন পেশ করা হবে। উল্লেখ্য, নিয়মিতভাবে মন্ত্রিসভার বৈঠক করেন প্রধানমন্ত্রী, যেখানে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা প্রেজেন্টেশন পেশ করেন। এই বৈঠক থেকে মন্ত্রীরা সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সমস্ত তথ্য অবহিত হতে পারেন। বৈঠকে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলে তা হবে কেন্দ্রীয় কর্মীদের কাছে দীপাবলির উপহারের মতো।


Petrol and Diesel Prices Today নতুন রেকর্ড জ্বালানির মূল্যে, কলকাতায় ১০৭ টাকা ছাড়াল পেট্রোল, আরও দামী ডিজেলও


উল্লেখ্য, গত মাসের ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়েছিল। ওই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত ও পিযুষ গয়াল বিভিন্ন প্রকল্পের রূপায়ণ, নীতি ও সরকারি ঘোষণা সম্পর্কে প্রেজেন্টেশন পেশ করেছিলেন বলে জানা গিয়েছিল। এই প্রেজেন্টেশনের আগে সমস্ত প্রকল্পের রূপায়ন ও সরকারি প্রকল্পগুলির অগ্রগতি সংক্রান্ত সংশোধন ও সেগুলি দ্রুত সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়েছিল।


এর আগে গত ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দক্ষতা ও টাইম ম্যানেজমেন্ট নিয়ে প্রেজেন্টেশন দিয়েছিলেন। গত ১৪ সেপ্টেম্বরের বৈঠকের পর সূত্র মারফৎ জানা গিয়েছিল যে, তা ছিল একটি চিন্তন শিবিরের মতো। ওই সময়ই জানা গিয়েছিল, প্রশাসনের কাজে সংশোধন আনার জন্য এ ধরনের বৈঠক আগামীদিনেও আয়োজন করা হবে।


 


 


বিস্তারিত আসছে..