সমীরণ পাল, বারাসাত: লাগাতার বৃষ্টিতে উত্তর ২৪ পরগনার একাধিক এলাকায় জলমগ্ন চাষের জমি। বহু জায়গায় ক্ষতি হয়েছে মাঠের ফসল ও সবজির। চাষে ক্ষতির জেরে পুজোর পরে মাথায় হাত কৃষকদের। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর।


আরও পড়ুন: Bankura : উৎকণ্ঠায় বাঁকুড়ার পুরুষোত্তমপুর, যোগাযোগ বিচ্ছিন্ন উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে যাওয়া গ্রামের ৭ তরুণ-তরুণীর


রাজ্যে নিম্নচাপের দাপট চলছেই। দফায় দফায় বৃষ্টিতে উত্তর ২৪ পরগনায় বিপর্যস্ত চাষবাস। কোথাও জলে ডুবেছে ধানের জমি। কোথাও সবজি নষ্ট হচ্ছে মাঠেই। লাগাতার বৃষ্টিতে ক্ষতির মুখে দাঁড়িয়ে বনগাঁ, গাইঘাটা এলাকার কৃষকরা। কৃষকদের দাবি, টানা বৃষ্টির মধ্যে যেটুকু পটল, ঝিঙে, ভেন্ডি ফলিয়েছিলেন তার অনেকটাই নষ্ট হয়েছে।


প্রচুর ফসল নষ্ট হয়েছে, প্রচুর টাকার ক্ষতি হয়েছে। চিন্তায় ঘুম উড়েছে কৃষকদের। জমিতে জল জমে যাওয়ায় নতুন করে শীতের ফসল চাষ করতে পারছেন না কৃষকরা। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কবে থামবে বৃষ্টি? কখন নামবে খেতের জল? আকাশ আর মাটি দুদিকেই তাকিয়ে কৃষকরা।


আরও পড়ুন: Malda Snake Catcher Death: সাপ ধরতে গিয়ে সাপের কামড়েই মৃত্যু মালদার যুবকের, প্রশ্ন প্রশিক্ষণ থাকা নিয়েই


এদিকে জমা জলের যন্ত্রণার মধ্যেই কেটেছে দুর্গাপুজো। লক্ষ্মীপুজোতেও একই ছবি উত্তর ২৪ পরগনার হাবড়া পুরসভার একাধিক ওয়ার্ডের বাসিন্দাদের। পুর প্রশাসনের তরফে ১৫টি পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টা হচ্ছে। এই জল-দুর্ভোগ নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে চাপানউতোর।


আরও পড়ুন: Bankura Girl Child Murder: ছাতনায় ১৬ দিনের শিশুকন্যাকে হত্যা করে ধানজমিতে পুঁতে দেওয়ার অভিযোগে গ্রেফতার বাবা


আরও পড়ুন: Suvendu Adhikari: দেবব্রত খুনে জাহাজ বাড়ির মালিক সহ আরও ১১ তৃণমূল নেতাকর্মী জেলে ঢুকবেন, ফের হুঁশিয়ারি শুভেন্দুর