- এবারের উচ্চমাধ্যমিকের ফলাফল ঐতিহাসিক।
- উচ্চমাধ্যমিকে যা পাসের হার, তা মাধ্যমিকের ইতিহাসেও কখনও ঘটেনি। সিবিএসই বোর্ডে ৯০ শতাংশের বেশি পাসের হার শোনা যায়, কিন্তু উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ইতিহাসে ঘটেনি।
- পাসের হার বাড়াতেও নজির। প্রায় ৪ শতাংশের কাছাকাছি বেড়েছে পাসের হার।
৫০০ মধ্য়ে ৪৯৯ সর্বোচ্চ নম্বর, যা কিনা অভূতপূর্ব। - ৫০ শতাংশের বেশি ফার্স্ট ডিভিশন, অর্থাৎ প্রায় ৩ লাখ ২২ হাজারের বেশি পরীক্ষার্থীর প্রথম বিভাগ পাওয়া নজিরবিহীন।
- ৯০ থেকে ১০০ শতাংশের মধ্যে নম্বর পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যাতেও রেকর্ড। পাস করেছেন ৬ লক্ষ ৮০ হাজার ৫৭ পরীক্ষার্থী। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৩০ হাজারের বেশি। ৮০ থেকে ৮৯ শতাংশ নম্বর পেয়েছেন ৮৪ হাজার ৭৪৬। এটাও নজিরবিহীন।নেহাত মেধাতালিকা নেই, কিন্তু যদি মেধাতালিকা প্রকাশ হত, তা হলে দেখা যেত পরীক্ষার্থীদের ঝুলিতে শুধুই নম্বরের বন্যা।
Education Loan Information:
Calculate Education Loan EMI