LIVE UPDATES করোনাভাইরাস: ইরানে মৃত্যু বেড়ে ১০৮, পৌঁছল মেডিক্যাল টিম, আটকে পড়া ভারতীয়দের স্ক্রিনিং শুরু শীঘ্রই, জানাল বিদেশমন্ত্রক
করোনাভাইরাস আতঙ্কে ব্যাংককে শুরু হতে চলা এশিয়া কাপ বিশ্ব র্যাঙ্কিং প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করল ভারতীয় তিরন্দাজ অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানায় তারা। আগামী ৮ থেকে ১৫ মার্চ প্রতিযোগিতা শুরু হওয়ার কথা তাইল্যান্ডের রাজধানীতে। পাঁচ মাসের সাসপেনসন কাটিয়ে এটাই ভারতীয় দলের কাছে প্রথম প্রতিযোগিতা ছিল। প্রসঙ্গত, সংগঠনের ওপর এই সাসপেনশন ছিল।
নিজেদের ঝুঁকিতেই দেশে ফিরতে চান ভারতে আসা ৯ ইতালীয় পর্যটক, অনুমতি কেন্দ্রের
৯ ইতালীয় পর্যটক ও তাঁদের এক ভারতীয় গাইডকে দিল্লি যাওয়ার অনুমতি দিল মধ্যপ্রদেশ সরকার। করোনাভাইরাসে আক্রান্ত হওয়া সন্দেহে গত কয়েকদিন ধরে এঁদের সকলকে মধ্যপ্রদেশের একটি কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছে। ওই পর্যটকরা জানিয়েছেন, তাঁরা নিজেদের ঝুঁকিতেই দেশে ফিরতে চান।
মঙ্গলবার সন্ধায় সড়কপথে ঝাঁসি থেকে খাজুরাহোতে এসে পৌঁছয় ওই দলটি। তার আগে, আগরা থেকে ট্রেনে করে ঝাঁসি পৌঁছন তাঁরা।
ভারতে আরও বাড়ল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সর্বশেষ খবর অনুযায়ী, দেশে এই ভাইরাসে নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন ৩০ জন। এদিন গাজিয়াবাদের বাসিন্দা এক ব্যক্তির দেহে করোনাভাইরাসের প্রমাণ মিলেছে। ওই ব্যক্তি সম্প্রতি ইরানে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।
করোনা সংক্রমণ মোকাবিলায় এবার রেলমন্ত্রকের তরফেও অ্যাডভাইসারি জারি। রেলের প্রতিটি জোনেই সতর্কতা জারি করে নির্দেশিকা দিল রেল। যাত্রীদেরও সচেতন হওয়ার নির্দেশ।
নোভেল করোনা আতঙ্কের আবহে সংসদে বিবৃতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের। রাজ্যসভায় এদিন কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ৪ মার্চ পর্যন্ত দেশে ২৯ জন নোভেল করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। এছাড়াও, বিশ্বের ৭৮টি দেশে ছড়িয়ে পড়েছে চিনা মারণ ভাইরাস। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ১৭ জানুয়ারি থেকেই ভারত নোভেল করোনা সংক্রমণ মোকাবিলায় প্রস্তুত। করোনা সংক্রমিত দেশগুলিতে আপাতত না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ইরান আটকে থাকা ভারতীয় পুণ্যার্থী ও পড়ুয়াদের দেশে ফেরাতে সরকার সবরকম যোগাযোগ রেখে চলেছে বলে জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এদিন জানানো হয়েছে, কয়েকটি জায়গায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মেলবন্ধনের ফলে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে। ফলত, সবকটি রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে, করোনা মোকাবিলায় প্রতিটি জেলা, ব্লক ও গ্রাম স্তরে র্যাপিড রেসপন্স টিম গড়ে তুলতে।
নোভেল করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে সারা বিশ্বে। চলতি আর্থিক বছরে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের। চিনা মারণ ভাইরাসের সঙ্গে লড়ার জন্য উন্নয়নশীল দেশগুলিকে ইতিমধ্যেই ১২০০ কোটি ডলার ত্রাণ দেওয়ার কথা ঘোষণা করেছে বিশ্ব ব্যাঙ্ক। এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। ভারতে স্কুল পড়ুয়াদের মধ্যে সংক্রমণ রুখতে অ্যাডভাইসরি জারি করেছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন।
নোভেল করোনা আতঙ্কের আবহে বেলেঘাটা আইডি হাসপাতালে ফিটনেস সার্টিফিকেট নিতে হাজির প্রবাসী ভারতীয়রা। রয়েছেন এদেশে কর্মরত চিনা নাগরিকরাও। মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার তিন বাসিন্দার দাবি, তাঁরা কুয়েতে কর্মরত। সেখানকার প্রশাসন জানিয়েছে, এখানকার হাসপাতাল থেকে নোভেল করোনা সংক্রমণ নিয়ে ফিটনেস সার্টিফিকেট পেলে, তবেই কুয়েতে গিয়ে কাজে যোগ দিতে পারবেন ওই ভারতীয়রা। এদিন বেলেঘাটা আইডি হাসপাতালে ইমার্জেন্সি আসার পর, স্বাস্থ্য পরীক্ষা করা হয়। নোভেল করোনা সংক্রমণ মেলেনি বলে জানিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি, এদেশে কর্মরত তিন চিনা নাগরিকও আজ বেলেঘাটা আইডি হাসপাতালে এসে ফিটনেস সার্টিফিকেট চান। তাঁদেরও দাবি, এই সার্টিফিকেট পেলে তবেই দেশে ফিরতে পারবেন। এনিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
'টাইটানিকের ক্যাপ্টেন যাত্রীদের বলছেন, চিন্তার কোনও কারণ নেই,' করোনাভাইরাস নিয়ে কেন্দ্রকে কটাক্ষ রাহুলের
করোনাভাইরাস নিয়ে কেন্দ্রকে কটাক্ষ রাহুল গাঁধীর। কংগ্রেস সাংসদ এদিন ট্যুইটারে লেখেন, স্বাস্থ্যমন্ত্রী বলছেন, করোনাভাইরাস পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রেখেছে ভারত সরকার। ঠিক যেমন, টাইটানিক জাহাজের ক্যাপ্টেন যাত্রীদের উদ্দেশ্যে বলছেন, জাহাজ ডুবতে পারে না। তাই চিন্তার কোনও কারণ নেই।
প্রেক্ষাপট
নয়াদিল্লি: করোনাভাইরাস আক্রান্ত ইরানে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করতে চলেছে বিদেশমন্ত্রক।
শুক্রবার, কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সেখানে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে ইরান প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ইরানে আটক ভারতীয়দের স্ক্রিনিং করতে সেখানে একটি অস্থায়ী মেডিক্যাল ইউনিট চালু করতে চায় ভারত। ইরান প্রশাসনের সঙ্গে এই মর্মে কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে। আজই, সেদেশে পৌঁছবে ভারতীয় মেডিক্যাল টিম। কুয়োমে তৈরি হবে ওই ক্লিনিক। একবার স্ক্রিনিংয়ের প্রক্রিয়া সম্পন্ন হলে আটক ভারতীয়দের ফেরানোর প্রক্রিয়া শুরু হবে। একই কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনিও জানান, ইরানে আটকে পড়া ভারতীয় কর্মী ও পড়ুয়াদের দ্রুত ফিরিয়ে আনা হবে।
প্রসঙ্গত, ইরানের তেহরানেই আটকে রয়েছেন বহু ভারতীয়। এঁদের মধ্যে ২ জন এরাজ্যের। একজন দক্ষিণ কলকাতার বাসিন্দা সায়ন্তন বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বাসিন্দা বিকাশ দাস। আড়াই বছর আগে পেশায় ইলেকট্রিক্যাল ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার সায়ন্তন কাজের সূত্রে তেহরানে যান। তিনি এখন কার্যত ঘরবন্দি। অন্যদিকে, বিকাশ পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার । তিনি এক বছর আগে তেহরানে গিয়েছেন। এই পরিস্থিতিতে উদ্বেগে দুজনের পরিবার। যদিও, রাজ্য প্রশাসনের তরফে সব রকম সাহায্য করার আশ্বাস দেওয়া হচ্ছে।
সায়ন্তন, বিকাশের মতো ওই একই আবাসনে আটকে রয়েছেন ১২ জন ভারতীয়। বিপদ আঁচ করে যে টুকু খাবার জোগাড় করে রেখেছিলেন সায়ন্তনরা, তা দ্রুত শেষ হয়ে আসছে। তেহরানে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেও সমস্যার সুরাহা হয়নি। অফিস বন্ধ। এদিকে দেশেও ফিরতে পারছেন না তাঁরা। চরম আতঙ্কে দিন কাটছে তাঁদের।
ইরানে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমেই ছড়াচ্ছে। সূত্রের খবর, সেদেশে এখনও পর্যন্ত ১০৮ জনের মৃত্যু হয়েছে সংক্রমণে। আক্রান্তের সংখ্যা ২,৩৩৬। পরিস্থিতি ভয়াবহ। আন্তর্জাতিক বিমান ওঠা-নামায় নিষেধাজ্ঞা জারি করেছে ইরান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -