পাটনা: এখনও সময় আছে। খুব একটা দেরি হয়নি। বিয়ে করে নাও। আমরাও বিয়ের অনুষ্ঠানে যাব...
বক্তার নাম? লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। কার উদ্দেশে এই বার্তা প্রবীণ রাজনীতিকের? রাহুল গাঁধী (Rahul Gandhi)। পাটনায় বিরোধীদের বৈঠকে রাহুলের সঙ্গে খোশমেজাজে দেখা গেল লালুকে। বিহারের প্রবীণ রাজনীতিক রাহুলকে বলেন, 'তুমি তো আমাদের কথা শুনলে না। বিয়েও করলে না। তোমার বিয়ে করে নেওয়া উচিত। এখনও সময় আছে। বিয়ে করে নাও আর আমরাও সেই অনুষ্ঠানে যাব।'
এখানেই না থেমে লালু এও বলেন, 'তোমার মা আমাকে বলেছিলেন যে, তোমাকে বিয়ে করার কথা বোঝাতে। তুমি তো ওঁর কথা শোনোনি। তাড়াতাড়ি বিয়েটা করে নাও।'
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কি একজোট হতে পারবে বিরোধীরা? কারণ, রাজ্য ভিত্তিতে বিরোধী দলগুলির নানা ইস্যু রয়েছে। এই আবহেই আজ পাটনায় মেগা বৈঠকে বসে বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলি। বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে এই বৈঠকের অন্যতম উদ্যোক্তা নীতিশ কুমার জানিয়ে দিলেন, ভোটে একসঙ্গে লড়াইয়ের সিদ্ধান্ত হয়েছে। তবে, এই মর্মে আরও একটি বৈঠক শীঘ্রই হবে বলে জানিয়ে দেন জেডিইউ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
পাটনায় বিরোধীদের বৈঠকে হাজির ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর নিশানায় বিজেপি। তিনি বলেন, 'পাটনায় অনেক গণ আন্দোলনের সূচনা হয়েছিল, সেইজন্যই নীতীশ কুমারকে বলেছিলাম পাটনা থেকে বিরোধী বৈঠক শুরু হোক। আমরা সবাই এক, আমরা একসঙ্গে লড়ব।' এদিন বিরোধী বৈঠকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করতেও ভোলেননি তৃণমূল সুপ্রিমো। 'বিজেপি একনায়কতন্ত্র চালাচ্ছে', আক্রমণ করেন মমতা।
বিরোধী বৈঠক থেকে মমতা আরও বলেন, 'বাংলায় প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে, রাজ্য সরকারকে না জানিয়েই পালিত হয়েছে। কিছু বললেই সিবিআই-ইডি লাগিয়ে দেওয়া হচ্ছে, এটা হওয়া উচিত নয়। অর্থনীতি ধ্বংস হচ্ছে, দলিত, মহিলাদের ওপর অত্যাচার, ১০০ দিনের কাজের টাকা বন্ধ, এগুলো নিয়ে কোনও চিন্তা নেই বিজেপির', আক্রমণে মমতা। মমতা আক্রমণ করে আরও বলেন, 'বিজেপির কালা কানুনের বিরুদ্ধে লড়াই চলবে। বিজেপির চেষ্টা আর কোনও নির্বাচনই হবে না। বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে একসঙ্গে লড়াই করব। বিজেপি চায় ইতিহাস বদল, আমরা ইতিহাস বদলাতে দেব না', আক্রমণ মমতার।
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?