কলকাতা: রাজ্যে বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৬৪৬ জন। গতকাল সংখ্যাটি ছিল ৫৪৭। এ নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,৩৯,৬১২। বুলেটিন অনুযায়ী ১৮ অগাস্টে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৯,৭১৫ জন। গতকালের তুলনায় ২১ জন কম। 


এই সময় পর্বে রাজ্যে মৃত্যু হয়েছে ৭ জনের। গতকাল মৃত্যু হয়েছিল ৬ জনের। সবমিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৮,৩২৫ জন। পাশাপাশি গত ১ দিনে রাজ্যে করোনা রোগী সুস্থ হয়েছেন ৬৬০ জন। আশার কথা দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার হার এখনও বেশি। সরকারি হিসেবে রাজ্যে সুস্থতার হার ৯৮.১৮ শতাংশ। 


অন্যদিকে দেশের দৈনিক সংক্রমণ এক লাফে বাড়ল ১০ হাজারেরও বেশি। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ১৭৮ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দেশে আক্রান্ত হয়েছিলেন ২৫ হাজার ১৬৬ জন।  
একদিনে মৃত্যুর সংখ্যা ৪৪০।  


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩২ হাজার ৫১৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২২ লক্ষ ৮৫ হাজার ৮৫৭।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৬৭ হাজার ৪১৫।  করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৪ লক্ষ ৮৫ হাজার ৯২৩ জন। গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ১৬৯ জন সুস্থ হয়েছেন। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৩ লক্ষ ৮০ হাজার ৫৯৩ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৮৪ লক্ষ ৯০ হাজার ৬৫০। 


আরও পড়ুন: WB Weather Today: রাজ্যের ৫ জেলায় জারি কমলা সতর্কতা, প্রবল বর্ষণের পূর্বাভাস


আরও পড়ুন: Raksha Bandhan Special: গালওয়ানে শহিদ দাদা রাজেশ, চোখের জলে ছবিতেই রাখি উৎসর্গ করে পালন বোন শকুন্তলার