West Bengal News Live: রাজ্যে কমল দৈনিক সংক্রমণ, ১ দিনে মৃতের সংখ্যা বেড়ে ১১

Get the latest West Bengal News and Live Updates: নিশীথ প্রামাণিক নিজে কেন চুপ, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 18 Jul 2021 08:57 PM
WB News Live Updates: কাল সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন

কাল সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন। পেট্রোল-ডিজেলের অগ্নিমূল্যের প্রতিবাদে সাইকেলে করে যাবেন তৃণমূল সাংসদরা। পাল্টা বঙ্গে ভোট পরবর্তী অশান্তির অভিযোগ তুলে সরব হবে বিজেপি। বিরোধীরা যে যাই দাবি তুলুক, জবাব দিতে তৈরি কেন্দ্র। জানালেন সংসদ বিষয়মন্ত্রী।

WB News Live Updates: ২৬ কোটি টাকার হেরোইন-সহ ধরা পড়ল দুর্গাপুরের এক মাদক কারবারি

প্রায় ২৬ কোটি টাকার হেরোইন-সহ কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধরা পড়ল দুর্গাপুরের এক মাদক কারবারি। গোপন সূত্রে খবর পেয়ে প্রগতি ময়দান এলাকা থেকে শনিবার সন্ধেয় তাকে আটক করে এসটিএফ। পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে উদ্ধার হয় প্রায় সাড়ে ৫ কেজি হেরোইন। পরে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম তাপস রায়। বাড়ি বীরভূমের দুবরাজপুরে। রবিবার তাকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজত দেন বিচারক।

WB News Live Updates: বেলঘরিয়া ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ

দুর্গাপুরের পর বেলঘরিয়া। ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। অভিযুক্তদের ধরে বেধড়ক মারধর। ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ। প্রতারণায় অভিযুক্ত ৫ জনকে আটক করেছে পুলিশ। 

WB News Live Updates: সরকারি ঋণ পাইয়ে দেওয়ার নাম করে ‘প্রতারণা’

সরকারি ঋণ পাইয়ে দেওয়ার নাম করে ‘প্রতারণা’। অন্যের নথি দিয়ে স্বনির্ভর গোষ্ঠীর থেকে ঋণ নিয়ে টাকা লোপাটের অভিযোগ। কয়েক লক্ষ টাকা লোপাটের অভিযোগ স্বনির্ভর গোষ্ঠীর এক সদস্যার বিরুদ্ধে। দুর্গাপুরের বিধাননগরে অভিযুক্তের বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর, মারধর। ভাঙচুর করা হয় অভিযুক্তর স্বামীর বাইক ভাঙচুর। অভিযুক্তর স্বামী ও মা-কে উদ্ধার করে পুলিশ। পলাতক অভিযুক্ত অপর্ণা দাঁ।

WB News Live Updates: কেষ্টপুরে অভিজাত আবাসনে ব্যবসায়ীর রহস্যমৃত্যু

কেষ্টপুরে অভিজাত আবাসনে ব্যবসায়ীর রহস্যমৃত্যু। ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ। মৃত ব্যবসায়ীর নাম রাহুল থিরানি, শিলংয়ের বাসিন্দা। ‘২ সপ্তাহ আগেই শিলং থেকে কলকাতায় আসেন রাহুল’। ‘শেয়ার বাজারে লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন ওই ব্যবসায়ী’। শেয়ার বাজারে ক্ষতির সম্মুখীন হওয়ায় আত্মহত্যা: সূত্র

WB News Live Updates: রাজ্যে কমল দৈনিক সংক্রমণ, ১ দিনে মৃতের সংখ্যা বেড়ে ১১

রবিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৮০১ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। 

WB News Live Updates: রাজ্যের মধ্যে উত্তরবঙ্গেই কি প্রথমে আছড়ে পড়বে তৃতীয় ঢেউ?

রাজ্যের মধ্যে উত্তরবঙ্গেই কি প্রথমে আছড়ে পড়বে তৃতীয় ঢেউ? উত্তরপূর্বের রাজ্যগুলিতে সংক্রমণ আচমকা বেড়ে যাওয়ায় আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ। সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা 

WB News Live Updates: কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতির বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ

কোচবিহারের জিরানপুরে তৃণমূলের জেলা সভাপতির বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এনিয়ে বিজেপি দাবি করেছে, শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। যদিও এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তৃণমূলের জেলা সভাপতি। এদিকে, ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ।

WB News Live Updates: জ্বালানির লাগামছাড়া মূল্যবৃদ্ধি, সুকিয়া স্ট্রিটে প্রতিবাদে সাধারণ মানুষ

জ্বালানির লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামলেন সাধারণ মানুষ। এ দিন ২৮ নম্বর ওয়ার্ডের নাগরিকরা সুকিয়া স্ট্রিটে ঘোড়া দিয়ে গাড়ি টেনে প্রতিবাদে সামিল হন। ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও।

WB News Live Updates: সরকারি চাকরির টোপ দিয়ে ফের ৮ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ

সরকারি চাকরির টোপ দিয়ে ফের প্রতারণার অভিযোগ। আইনের ছাত্রীর থেকে ৮ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। ‘জাল নিয়োগপত্রও দেন অভিযুক্ত মনোজ গোস্বামী’ দাবি শ্যামনগরের তরুণীর। অভিযুক্তকে পাটুলি থেকে গ্রেফতার করেছে বৌবাজার থানার পুলিশ

WB News Live Updates: সম্পত্তি-বিবাদের জের, ভাইয়ের হাতে ‘খুন’ দিদি

সম্পত্তি-বিবাদে ভাইয়ের হাতে দিদি ‘খুন’। ইট দিয়ে থেঁতলে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নুপুর চট্টোপাধ্যায়ের। অভিযুক্ত মলয় চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার ঘটনা।

WB News Live Updates: দুর্গাপুরের মাদক কারবারিকে কলকাতায় গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স

দুর্গাপুরের মাদক কারবারিকে কলকাতায় গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২৬ কোটি টাকার হেরোইন। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল প্রগতি ময়দান এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে এসটিএফ। বাজেয়াপ্ত করা হয় প্রায় সাড়ে ৫ কেজি হেরোইন।ওই মাদক কোথায় পাচার করার পরিকল্পনা ছিল খতিয়ে দেখছে পুলিশ। 

WB News Live Updates: অনলাইনে কেনা ৮০০ টাকার পোশাক ফেরত দিতে গিয়ে ৬৫ হাজার টাকা খোয়ানোর অভিযোগ

অনলাইনে কেনা ৮০০ টাকার পোশাক ফেরত দিতে গিয়ে ৬৫ হাজার টাকা খোয়ানোর অভিযোগ উঠল। অনলাইন অ্যাপে প্রতারণার শিকার গাঙ্গুলিবাগানের তরুণী। অভিযোগকারিণীর দাবি, নামী সংস্থা থেকে অনলাইনে ৮০০ টাকার পোশাক কেনেন। বদলাতে গেলে সংস্থার তরফে জানানো হয়, প্রাইস ট্যাগ না থাকায় বদল সম্ভব নয়। সমস্যা সমাধানে অ্যাপের টোল ফ্রি নম্বরে ফোন করতে বলা হয়। অভিযোগ, নির্দিষ্ট নম্বরে ফোন করায় একটি অ্যাপ ডাউনলোড করতে বলে ফোনের ওপারে থাকা ব্যক্তি। অ্যাপ ডাউনলোড করা মাত্র তরুণীর বাবার অ্যাকাউন্ট থেকে ২ দফায় ৬৫ হাজার টাকা খোয়া যায় বলে অভিযোগ।

WB News Live Updates: অনলাইন গেমে আসক্তি, বকাবকিতে দাদাকে ‘কুপিয়ে খুন’, মা-কেও খুনের চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে

অনলাইন গেমে আসক্তি, বকাবকি করায় দাদাকে ‘কুপিয়ে খুন’। মা-কেও কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে। পরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্ত যুবকের
পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় অভিযুক্ত যুবকের মা হাসপাতালে ভর্তি। অভিযুক্ত যুবকও তমলুক হাসপাতালে ভর্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

WB News Live Updates: জন্মদিনেই তরুণের রহস্যমৃত্যু গল্‍ফ গ্রিনে

গল্‍ফ গ্রিনে জন্মদিনেই তরুণের রহস্যমৃত্যু। সোনারপুরের সুভাষগ্রামের তরুণের রহস্যমৃত্যু। জন্মদিনে গল্‍ফ গ্রিনে বন্ধুর ফ্ল্যাটে গিয়ে রহস্যমৃত্যু। গ্রেফতার বন্ধু, অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু। 

WB News Live Updates: গল্‍ফ গ্রিনে জন্মদিনেই তরুণের রহস্যমৃত্যু

গল্‍ফ গ্রিনে জন্মদিনেই তরুণের রহস্যমৃত্যু। সোনারপুরের সুভাষগ্রামের তরুণের রহস্যমৃত্যু। জন্মদিনে গল্‍ফ গ্রিনে বন্ধুর ফ্ল্যাটে গিয়ে রহস্যমৃত্যু। গ্রেফতার বন্ধু, অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু। 

West Bengal News Live: দত্তপুকুরে যশোর রোডে বাস দুর্ঘটনা, আহত ১২

দত্তপুকুরে যশোর রোডে বাস দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাসের, আহত ১২। বাসের চালক, সহযোগী-সহ আহত ১২ জন। আমডাঙা থেকে ধূলগাড় যাওয়ার পথে দুর্ঘটনা।বারাসাত সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের। 

WB News Live Updates: ফোন ট্যাপিং নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী

ফোন ট্যাপিং নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। ট্যুইটারে তিনি লেখেন, জোর জল্পনা আজ সন্ধেয় ওয়াশিংটন পোস্ট, লন্ডন গার্ডিয়ানে একটি রিপোর্ট প্রকাশিত হতে চলেছে। সেই রিপোর্টে মোদি মন্ত্রিসভার সদস্য, আরএসএস নেতা, সুপ্রিম কোর্টের বিচারপতি ও কয়েকজন সাংবাদিকের ফোন ট্যাপিংয়ের জন্য ইজরায়েলি সংস্থা পেগাসাসকে ভাড়া করার কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে নিশ্চিত হলে তালিকা প্রকাশ করব। 

West Bengal News Live: নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব ইস্যুতে তদন্তের দাবি কংগ্রেস সাংসদ রিপুন বরার

নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব ইস্যুতে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে তদন্তের দাবি তুললেন কংগ্রেস সাংসদ রিপুন বরা। নিশীথ প্রামাণিক নিজে কেন চুপ, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। 

WB News Live Updates: নন্দীগ্রামে দলবদলের পাল্টা দলবদল

নন্দীগ্রামে দলবদলের পাল্টা দলবদল। গতকাল শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন তৃণমূল পরিচালিত আমদাবাদ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান-সহ শতাধিক কর্মী, সমর্থক। উপ প্রধানের দাবি, প্রধান ও তাঁর স্বামীর একনায়কতন্ত্রের কারণেই এই দলত্যাগ। ভোট পরবর্তী হিংসার জেরেই দলবদল বলে তৃণমূলকে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন উপ প্রধানের স্বামী। সম্প্রতি উপ প্রধানের বিরুদ্ধেও অনাস্থা আনা হয়। মুখ বাঁচাতেই দলবদল, পাল্টা দাবি তৃণমূল শিবিরের। অন্যদিকে, আজ ভেকুটিয়া এলাকায় বিজেপি নেতা-কর্মী-সহ ২০০টি পরিবার তৃণমূলে যোগ দেয়। তৃণমূলের দাবি, উন্নয়নে সামিল হতেই দলবদল। গেরুয়া শিবিরের পাল্টা দাবি, বিজেপিতে থেকে দুর্নীতি করা যাবে না বুঝেই দলত্যাগ। 

West Bengal News Live: নাইট কার্ফুর মধ্যেই বিনা কারণে রাস্তায়, গ্রেফতার ১০

নাইট কার্ফুর মধ্যেই বিনা কারণে রাস্তায়, গ্রেফতার ১০। বিধাননগর দক্ষিণ থানা এলাকায় নাকা তল্লাশিতে গ্রেফতার ১০। আটক দু’টি গাড়ি ও বাইক। 

WB News Live Updates: নদিয়ার হাঁসখালিতে যুবকের মৃত্যুতে রহস্য

নদিয়ার হাঁসখালিতে যুবকের মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য। খুনের অভিযোগ করেছে মৃতের পরিবার। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরিবারের দাবি, গতকাল রাতে প্রতিবেশীকে নামিয়ে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন প্রদীপ বিশ্বাস। আজ সকালে বাড়ির কাছে পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার। পরে পুলিশ কুকুর এনে তদন্তের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। খুন, নাকি দুর্ঘটনা, খতিয়ে দেখছে হাঁসখালি থানার পুলিশ

West Bengal News Live: রূপশ্রী প্রকল্পের টাকা লোপাটের অভিযোগে তদন্তের নির্দেশ বীরভূমের জেলাশাসকের

নলহাটিতে রূপশ্রী প্রকল্পের টাকা ২৫ হাজার টাকা লোপাটের অভিযোগ ওঠায় প্রশাসনিক পর্যায়ে তদন্তের নির্দেশ দিলেন বীরভূমের জেলাশাসক। রামপুরহাটের মহকুমা শাসককে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। জেলাশাসক জানিয়েছেন, প্রশাসনের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, রূপশ্রী-দুর্নীতির অভিযোগে ৮ মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নলহাটির বিডিও। অভিযুক্তদের দাবি, গ্রামেরই এক ব্যক্তি সাড়ে ১২ হাজার টাকার বিনিময়ে তাঁদের এককালীন ২৫ হাজার টাকা পাইয়ে দেওয়ার প্রস্তাব দেয়। সেইমতো অ্যাকাউন্টে টাকা জমা পড়ে। বিডিও অফিস থেকে কেন তথ্য যাচাই করা হয়নি সেই প্রশ্ন তুলেছেন অভিযুক্তরা। কারচুপির ঘটনায় অভিযুক্ত গ্রামবাসীর খোঁজ মেলেনি। 

WB News Live Updates: বকখালি পর্যটন কেন্দ্রে বিধিনিষেধের কড়াকড়ি

বকখালি পর্যটন কেন্দ্রে বিধিনিষেধের কড়াকড়ি। পর্যটন কেন্দ্রে ঢোকার আগে নামখানায় পরীক্ষা করা হচ্ছে পর্যটকদের ভ্যাকসিনেশন সার্টিফিকেট ও ৪৮ ঘণ্টা আগের RTPCR টেস্টের নেগেটিভ রিপোর্ট। চলছে পুলিশের নাকা চেকিং। সার্টিফিকেট না থাকলে ফিরিয়ে দেওয়া হচ্ছে পর্যটকদের। 

West Bengal News Live: তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডের শারীরিক অবস্থা উদ্বেগজনক

তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডের শারীরিক অবস্থা উদ্বেগজনক। ৪৮ ঘণ্টা না কাটলে কিছু বলা সম্ভব নয়, জানিয়েছে হাসপাতাল। দাবি বিধায়কের পরিবারের। পরিবার সূত্রে খবর, এখনও ভেন্টিলেশনে রয়েছেন মানিকতলার বিধায়ক। ফুসফুসে সংক্রমণ রয়েছে। রক্তচাপ ও হার্টবিট অনিয়মিত। বাবার আরোগ্য কামনায় এদিন মন্দিরে পুজো দেন শ্রেয়া পাণ্ডে। পরে হাসপাতালে এসে চিকিত্সকদের সঙ্গে কথা বলেন।  

WB News Live Updates: অনলাইনে কেনা ৮০০ টাকার পোশাক ফেরত দিতে গিয়ে ৬৫ হাজার টাকা খোয়ানোর অভিযোগ

অনলাইনে কেনা ৮০০ টাকার পোশাক ফেরত দিতে গিয়ে ৬৫ হাজার টাকা খোয়ানোর অভিযোগ উঠল। অনলাইন অ্যাপে প্রতারণার শিকার গাঙ্গুলিবাগানের তরুণী। অভিযোগকারিণীর দাবি, নামী সংস্থা থেকে অনলাইনে ৮০০ টাকার পোশাক কেনেন। বদলাতে গেলে সংস্থার তরফে জানানো হয়, প্রাইস ট্যাগ না থাকায় বদল সম্ভব নয়। সমস্যা সমাধানে অ্যাপের টোল ফ্রি নম্বরে ফোন করতে বলা হয়। অভিযোগ, নির্দিষ্ট নম্বরে ফোন করায় একটি অ্যাপ ডাউনলোড করতে বলে ফোনের ওপারে থাকা ব্যক্তি। অ্যাপ ডাউনলোড করা মাত্র তরুণীর বাবার অ্যাকাউন্ট থেকে ২ দফায় ৬৫ হাজার টাকা খোয়া যায় বলে অভিযোগ।

West Bengal News Live: এসটিএফের জালে দুর্গাপুরের ‘মাদক কারবারি’

এসটিএফের জালে দুর্গাপুরের ‘মাদক কারবারি’। কলকাতা থেকে গ্রেফতার করল স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতের কাছ থেকে উদ্ধার প্রায় ২৬ কোটি টাকার হেরোইন। প্রগতি ময়দান থানা এলাকা থেকে গ্রেফতার অভিযুক্ত। ধৃতের কাছ থেকে উদ্ধার প্রায় ২৬ কোটি টাকার হেরোইন। 

WB News Live Updates: জ্বালানির লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদ,পথে কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের নাগরিকরা

জ্বালানির লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদ। পথে ২৮ নম্বর ওয়ার্ডের নাগরিকরা। সুকিয়া স্ট্রিটে ঘোড়া দিয়ে গাড়ি টেনে প্রতিবাদে সামিল তাঁরা। আছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। 

West Bengal News Live: কার্যত লকডাউন পরিস্থিতি শিথিল হতেই বাঁকুড়ায় বিধি ভঙ্গের অভিযোগ

কার্যত লকডাউন পরিস্থিতি শিথিল হতেই বাঁকুড়ায় বিনা মাস্কে, দূরত্ব বিধি উড়িয়ে চলছে জমায়েত, আড্ডা। নির্দিষ্ট সময়ের পরেও খোলা দোকান, বাজার। সরকারের নির্দেশ পেয়ে তত্পর হল জেলা প্রশাসন। গতকাল মহকুমা শাসক ও রাতভর বাঁকুড়া শহরজুড়ে চলে নাকা চেকিং। বিধিভঙ্গের অভিযোগে ২০ জনকে আটক করা হয়। 

WB News Live Updates: কলকাতায় অবতরণের আগে বিমানে হইচই

কলকাতায় অবতরণের আগে বিমানে হইচই। বিমানে সন্দেহজনক বস্তু, অবতরণের আগে সতর্কবার্তা বায়ুসেনার। অবতরণের পর বিমানটিকে আলাদা করে তল্লাশি। পরে সতর্কবার্তা প্রত্যাহার করে নেয় বায়ুসেনা। 

West Bengal News Live: গড়িয়াহাটে মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে

গড়িয়াহাটে মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযোগ, রাস্তার কুকুরদের খাওয়াতে যাওয়ায়, প্রতিদিনই শুনতে হচ্ছে কটূক্তি। গত রবিবার গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযুক্ত ধরা না পড়ায় আতঙ্কিত অভিযোগকারিণী। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত।

WB News Live Updates: তৃণমূল অঞ্চল সভাপতি খুনের ঘটনায় আজ ফের মঙ্গলকোটে যাচ্ছে সিআইডি

তৃণমূল অঞ্চল সভাপতি খুনের ঘটনায় আজ ফের মঙ্গলকোটে যাচ্ছে সিআইডি। ধৃতদের জেরা করবেন গোয়েন্দারা। এর পাশাপাশি, ঘটনাস্থলেও যাবে সিআইডি। কথা বলবে নিহত তৃণমূল নেতা অসীম দাসের পরিবারের সঙ্গে। 

West Bengal News Live: প্রায় ৬ হাজার কেজি ইলিশ পৌঁছল ডায়মন্ড হারবারে

শ্রাবণের শুরুতেই ভোজনরসিক বাঙালির জন্য সুখবর। এবার পাতে পড়তে চলেছে ইলিশের রকমারি পদ। ডায়মন্ড হারবারে পৌঁছল ইলিশ। প্রায় ৬ হাজার কেজি ইলিশ নিয়ে গতকাল নামখানা ঘাটে পৌঁছয় ১০-১২টা ট্রলার। বর্ষার মরশুমে এই প্রথম এত ইলিশ আসায় খুশি আড়তদার থেকে শুরু করে মৎস্যজীবীরা। বাজারে জোগান বাড়লে ইলিশের দাম কমবে বলে আশা ক্রেতাদের।

WB News Live Updates: উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, রাতভর কলকাতার কোথায়, কেমন কড়াকড়ি? 

করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় সতর্ক প্রশাসন। রাত ৯টার পর জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, রাতভর কলকাতার কোথায়, কেমন কড়াকড়ি? 

West Bengal News Live: সাতসকালে ময়দান, বাবুঘাট চত্বরে সাইকেল চড়ে ঘুরলেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র

সাতসকালে ময়দান, বাবুঘাট চত্বরে সাইকেল চড়ে ঘুরলেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। সঙ্গে ছিলেন জয়েন্ট কমিশনার ক্রাইম মুরলীধর শর্মা। বুধবার ময়দান এলাকায় প্রাতর্ভ্রমণকারীকে কোপ মেরে দামী মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর থেকেই ময়দান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করেছে কলকাতা পুলিশ। নিরাপত্তা সরেজমিনে খতিয়ে দেখতে রবিবার সকালে ময়দান চত্বর, ফোর্ট উইলিয়ামের আশেপাশের এলাকা, বাবুঘাট, প্রিন্সেপ ঘাট চত্বরে সাদা পোশাকে সাইকেল চড়ে ঘুরে বেড়ান পুলিশ কমিশনার

WB News Live Updates: এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তুলল তৃণমূল

শিক্ষাগত যোগ্যতার পর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তুলল তৃণমূল। এই ইস্যুতেই তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যসভার কংগ্রেস সাংসদ রিপুন বরা। তাঁর দাবি, নিশীথ বাংলাদেশি নাগরিক বলে প্রচার হচ্ছে বিভিন্ন মাধ্যমে। তাই তদন্তের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করুক কেন্দ্রীয় সরকার। পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে বিজেপিও।

West Bengal News Live: মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে নিগ্রহ ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলেরই নেতার অনুগামীদের বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনার ন্যাজাটে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে নিগ্রহ ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলেরই নেতার অনুগামীদের বিরুদ্ধে। শাসক দলের সমালোচনায় সরব বিজেপি ও আইএসএফ। অভিযোগ অস্বীকার অভিযুক্ত নেতার। নিগ্রহের ঘটনা ঘটেনি, দাবি পুলিশের।

WB News Live Updates: স্বস্তি দিয়ে আজ অপরিবর্তিত পেট্রোল, ডিজেলের দাম

স্বস্তি দিয়ে আজ অপরিবর্তিত পেট্রোল, ডিজেলের দাম

West Bengal News Live: করোনা আবহে ফের কলকাতায় চিকিৎসক নিগ্রহের অভিযোগ

করোনা আবহে ফের কলকাতায় চিকিত্সক নিগ্রহের অভিযোগ উঠল। ব্রড স্ট্রিটের বাসিন্দা আক্রান্ত চিকিত্সকের দাবি, তাঁর বাইকের সঙ্গে ধাক্কা লাগায় মারধর করেন স্থানীয় যুবক। অভিযুক্তকে আটক করেছে কড়েয়া থানার পুলিশ।

প্রেক্ষাপট

দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কি বাংলাদেশের নাগরিক? বিতর্ক উস্কে প্রধানমন্ত্রীকে চিঠি রাজ্যসভার কংগ্রেস সাংসদ রিপুন বরার। দেশের মন্ত্রীর জন্মস্থান নিয়ে তদন্তের আর্জি।


চিঠিকে হাতিয়ার করে আসরে তৃণমূল। নিয়োগের আগে তথ্য যাচাই হয়নি কেন ? প্রশ্ন তুললেন ব্রাত্য। অবাক পৃথিবী, অবাক করলে তুমি। আক্রমণ ইন্দ্রনীলের। তথ্য থাকলে সামনে আনা হোক, দাবি শমীকের।


ফের দিল্লি গেলেন রাজ্যপাল। রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশনের ভোট পরবর্তী হিংসা রিপোর্ট নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে বিস্তারিত আলোচনার সম্ভাবনা। সূত্রের খবর।


৫টি উপনির্বাচন ও ২টি আসনে বাকি নির্বাচন। কোচবিহার, কলকাতা দক্ষিণ, দুই ২৪ পরগনা, নদিয়ার নির্বাচনী আধিকারিককে চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের। ভিভিপ্যাট, ইভিএম পরীক্ষা করে দেখার নির্দেশ।


বুধবারের পর শনিবার। প্রাক্তন দেহরক্ষীর মৃত্যু-তদন্তে তিন দিনের মধ্যে দ্বিতীয়বার শুভেন্দুর বাড়ির দরজায় সিআইডি। দিব্যেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে শান্তিকুঞ্জে ভিডিওগ্রাফি।


স্টল বণ্টনে দুর্নীতির অভিযোগ। হাজরা পার্কে ফিরহাদ, দেবাশিস কুমারকে ঘিরে বিক্ষোভ হকারদের একাংশের। পুনর্বাসন পাওয়া প্রত্যেক হকারকে ক্ষতিপূরণ, আশ্বাস ফিরহাদের।


বিশেষজ্ঞ রিপোর্ট ছাড়া ভুয়ো ভ্যাকসিন কীকরে জানল পুলিশ ? হাইকোর্টের নির্দেশ বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের। হাইকোর্টের সিটের তদন্তে আস্থা রাখার নির্দেশকেও চ্যালেঞ্জ।


বিবাহিত হয়েও অবিবাহিত পরিচয়ে রূপশ্রী প্রকল্পের টাকা হাতানোর অভিযোগ। নলহাটিতে প্রায় দু লক্ষ টাকা লোপাটের অভিযোগ ৮ মহিলার বিরুদ্ধে। অভিযোগ দায়ের বিডিও-র। মামলা রুজু পুলিশের।


কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি শেষ করতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। চূড়ান্ত পরীক্ষা নিতে হবে ৩১ অগাস্টের মধ্যে। ১ অক্টোবরের মধ্যে শুরু স্নাতক, স্নাতকোত্তরের ক্লাস। নির্দেশ ইউজিসির।


ইউজিসি-র রুটিন


৮৪ দিন নয়, মাত্র ১০ মিনিটে কোভিশিল্ডের দু’টি ডোজ! কাঠগড়ায় বাঁকুড়ার বড়জোড়ার পখন্না প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। অসুস্থ গৃহবধূ। কীভাবে ভুল? খতিয়ে দেখছে জেলা স্বাস্থ্য দফতর।


৬৮ দিন পর রাজ্যে এক অঙ্কে নামল করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা। প্রায় ৩ মাস পর কলকাতায় মৃত্যু শূন্য। তৃতীয় ঢেউয়ের আতঙ্ক বাড়িয়ে সংক্রমণে শীর্ষে দার্জিলিং।


কলকাতা থেকে জেলায় কোভিড বিধি ভেঙে পানশালায় নৈশ পার্টি। জেলাশাসকদের আরও কড়াকড়ির নির্দেশ মুখ্যসচিবের। বিধি ভাঙলেই আইন অনুযায়ী পদক্ষেপ। রাতে জোর নাকা তল্লাশিতে।


বিধি মানতে কড়াকড়ি


ভেন্টিলেশনে সাধন পাণ্ডে, অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। ফুসফুসে সংক্রমণ, রক্তচাপ খুবই কম, অনিয়মিত হৃদস্পন্দন, প্রভাব পড়েছে মস্তিষ্কে। খবর হাসপাতাল সূত্রে।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.