কলকাতা: রাজ্যের প্রাপ্য বকেয়া নিয়ে এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে তীব্র আক্রমণ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাজেট পেশের সময় বাংলাকে কোটি কোটি টাকা দিয়েছেন বলে অর্থমন্ত্রী মিথ্যে দাবি করছেন বলে অভিযোগ অভিষেকের। পারলে তিনি শ্বেতপত্র প্রকাশ করে দেখান বলে আবারও চ্যালেঞ্জ ছোড়েন অভিষেক। (Abhishek Banerjee)


মঙ্গলবার লোকসভায় ধ্বনিভোটে পাস হয়ে গিয়েছে ৪৮.২১ লক্ষ কোটি টাকার কেন্দ্রীয় বাজেট। সেখান থেকে বেরিয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিষেক। আর সেখানেই রাজ্যের বকেয়া নিয়ে নির্মলাকে আক্রমণ করেন তিনি। অভিষেক বলেন, "লোকসভায় বাজেট পেশ করার পর রাজ্যসভায় বাজেট টেবল করে উনি জানান, গত ১০ বছরে বাংলাকে নাকি হাজার হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্র। কিন্তু বাংলার সরকার তা সঠিক ভাবে ব্যবহার করতে পারেনি। আমার একটাই কথা, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর আবাস যোজনা এবং ১০০ দিনের কাজ বাবদ বাংলার মানুষের জন্য কত টাকা দিয়েছেন গত তিন বছরে, তার শ্বেতপত্র প্রকাশ করুন।" (Nirmala Sitharaman)



আরও পড়ুন: Adhir Chowdhury: প্রদেশ কংগ্রেসে এবার সভাপতি বদল? সরাসরি খড়গেকে নিশানা অধীরের


সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে সরব হয়েছেন অভিষেক। তাঁর বক্তব্য, 'বাজেট নিয়ে প্রশ্নের উত্তরে ১০০ মিনিটের বেশি ভাষণে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শত শত মিথ্যে বলেছেন। কিন্তু বাংলার প্রতি বঞ্চনার উল্লেখ করেননি একটিবারও। কেন্দ্রীয় সরকার সংসদে দাবি করেছে, কোনও রাজ্য অর্থ থেকে বঞ্চিত হয়নি। কিন্তু ১৩৮ দিন ৩৩১৯ ঘণ্টা পরও বিজেপি ১০০ দিনের কাজ এবং আবাস যোজনা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে পারল না। ওঁরা যে সময় ধার করে রয়েছেন, অত্যন্ত চাপে রয়েছেন, এই ধরনের ধামাচাপাতেই তার প্রমাণ'। 



সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন NITI আয়োগের বৈঠকে বাংলার বঞ্চনা নিয়ে কথা বলতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে তাঁকে পাঁচ মিনিটও কথা বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। অভিষেক এদিন জানান, বিজেপি-র সঙ্গে রাজনৈতিক পার্থক্য় থাকলেও, বাংলার মানুষের জন্যই মাথানত করেছিলেন মমতা। ভিক্ষা চাইতে যাননি, প্রাপ্য অধিকার বুঝে নিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে ওঁর সঙ্গে দ্বিচারিতা হয়েছে, বৈষন্য করা হয়েছে বলে দাবি অভিষেকের।